Bangladesh Medical Technology & Pharmacy Students Association - - TopicsExpress



          

Bangladesh Medical Technology & Pharmacy Students Association - BMTPSA স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পরবর্তী আলোচনা ফলপ্রসূ হয়েছে..!! অদ্য ৩০/১২/২০১০৪ (রবিবার) স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি স্টুডেন্টস এসোসিয়েশন-বিএমটিপিএসএ কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচীর পর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আমন্ত্রণে BMTPSA এর আহ্বায়ক- মো: জসিম উদ্দিন (জনি) এবং সদস্য সচিব- মো: হেদায়েতুল ইসলাম (শিবলী) সহ সাত সদস্য বিশিষ্ট বিএমটিপিএসএ এর প্রতিনিধির সাথে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক- ডা: দ্বীন মোহাম্মদ নুরুল হক,ডা: ফুরকান আহম্মেদ (পরিচালক ,অর্থ),অধ্যাপক ডা: আব্দুল হান্নান (পরিচালক, চিকিৎসা শিক্ষা), অতিরিক্ত সচিব এবং অন্যান্য কর্মকর্তাগণের সাথে ১০ দফা দাবী নিয়ে প্রায় ২ ঘন্টাব্যাপী একটি আলোচনা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় : ** মন্ত্রী মহোদয়ের সাথে আগামী ০৩/১২/২০১৪ হতে ০৪/১২/২০১৪ তারিখের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার ব্যবস্থা করবেন DG মহোদয় । * প্রস্তাবিত প্যারামেডিকেল শিক্ষাবোর্ড এর নাম পরিবর্তনের ব্যাপারে পরিচালককে (চিকিৎসা শিক্ষা) মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। * স্থগিত নিয়োগের ব্যাপারে DG মহোদয় স্বাথ্যমন্ত্রীকে অবহিত করে এটর্নী জেনারেলকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে । * স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার দাবীর প্রাপ্ত জবাব সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। * ফার্মেসী এবং রেডিওথেরাপীতে বিএসসি কোর্স চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে লিয়াজোঁ করা হবে । * স্বতন্ত্র পরিদপ্তর না হয়ে প্রাথমিকভাবে আপাতত উপ/পরিচালক নিয়োগ করা হবে । * ক্যারিয়ার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে ১ম শ্রেণী ও অন্যান্য পদোন্নতির ব্যবস্থা নেওয়া হবে । * ডেন্টাল এবং ফিজিওথেরাপির প্রাকটিস রেজিষ্ট্রেশনের ব্যাপারে BMDC কর্তৃক ব্যবস্থা নিতে বলা হবে । * শিক্ষার্থীদের ইন্টার্নীশীপ ভাতা প্রদানের ব্যাপারে লিখিত প্রস্তাবনা স্বাস্থ্য অধিদপ্তর হতে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে । * ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অধিদপ্তর হইতে প্রস্তাব দেওয়া হবে । * প্রাইভেট প্রতিষ্ঠানে একজন ডাক্তারের বিপরীতে তিনজন মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্ট নিয়োগের ক্ষেত্রে ১:৩ নীতি অনুসরণ করতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কার্যকর ব্যবস্থা নেওয়া হবে জরুরী ভিত্তিতে । উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য বিএমটিপিএসএ এর প্রতিনিধিবৃন্দ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণকে সহায়ক ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান । এবং অনতিবিলম্বে ১০ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়ার তাগীদ দেন । উল্লেখ্য যে, উপরোক্ত সিদ্ধান্তসমূহ এবং BMTPSA কর্তৃক ১০ দফা দাবী পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল সরকারী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি), তে নিয়মিত আন্দোলন কর্মসূচী চলবে । আন্দোলনরত সকল সরকারী আই এইচ টির শিক্ষার্থীদের নিয়মিত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য BMTPSA এর কেন্দ্রীয় সংসদ হতে আহ্বান করা হচ্ছে ।। কেন্দ্রীয় সংসদ কর্তৃক আগামী দিনের বৃহৎ কর্মসূচী সোমবার (০১/১২/২০১৪) বিএমটিপিএসএ এর কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাথে আলোচনার পর ঘোষণা দেওয়া হবে । এবং ঐ দিন (০১/১২/২০১৪, সোমবার) সকল সরকারি আই এইচ টি ক্যাম্পাসে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ করার জন্য কেন্দ্রীয় সংসদ কর্তৃক নির্দেশ দেওয়া হল। প্রচারে- প্রধান এডমিন: Emon Chowdhury কেন্দ্রীয় সংসদ, বিএমটিপিএসএ । আই এইচ টি, ঢাকা ।
Posted on: Sun, 30 Nov 2014 19:01:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015