Off topic U এর উচ্চারণ কখন ইউ আর - TopicsExpress



          

Off topic U এর উচ্চারণ কখন ইউ আর কখন আ হবে ? Rule: তিনবর্ণ বিশিষ্ট শব্দে Consonant + U + Consonant থাকলে U এর উচ্চারণ আ হয় । Bud (বাড্) = মুকুল । Bun (বান্) = ছোট কেক বা রুটি । Cud (কাড্) = জাবর । Dug (ডাগ্) = গবাদি পশুর বাট । Fug (ফাগ্) = ভেপসা গন্ধ । Fur (ফার্) = পশুর কোমল লোম । Htm (হাম্) = গুন্ঞ্জন । Jut (জাট্) = নির্গত হওয়া । Mud (মাড্) = কাদা । Lug (লাগ্) =হেচড়ে টেনি নিয়ে যাওয়া । Nun (নান্) = সন্নাসিনী । Pug (পাগ্) = চেপ্টা নাকবিশিষ্ট কুকুর । Pun (পান্) = কথার মারপ্যাচ । Pup (পাপ্) =কুকুরছানা । Pus (পাস্) = পুঁজ । Pur (পার্) = মিউ মিউ করে ডাকা । Rug (রাগ্) = কম্বল । Sup (সাপ্) = চুমুক দেয়া । Tug (টাগ্) = প্রাণপণে টানা । Tut (টাট্) = ছিঃ! চুপ! থাম ! একটা মাত্র ব্যতিক্রম আছে । আর তা হল Put (পুট) ।
Posted on: Wed, 17 Dec 2014 11:46:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015