SAIF POWERTEC LIMITED আজ আমি এই আইটেম - TopicsExpress



          

SAIF POWERTEC LIMITED আজ আমি এই আইটেম টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো,যাতে সবাই এই আইটেমটি সম্পর্কে অবগত হতে পারে।আমার লেখা লেখিতে তেমন অভ্যেস নেই।এর আগে আমি RAKCERAMIC ,GHCL ও,MALEKSPINNING সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলাম,আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লেগেছে।FB এ অনেকেই fundamental ও technical analysis দিয়ে থাকে।গত এক মাস আগে যখন RAK এর দাম ৪৩ টাকা ছিল,তখন তদেরকে এই শেরার টির analysis দিতে বলেছিলাম।দুই এক জনে বিভিন্ন রকম রঙ বেরং এর গ্রাফ দেখিয়ে বলে ছিল এটি অনেক স্লো আইটেম তাছাড়া এর অনেক কারেকশন বাকি আছে।এই কথা শোনে আমি হতাস হয়েছিলাম।আমি অন্যদের মত কোন আইটেমের মুল্য প্রভাবিত করার জন্য লিখি না।আমার উদ্দশ্য হলো-বিভিন্ন আইটেম সম্পর্কে মানষ জানুক,এবং জেনে শোনে বিনিয়োগ করুক। এখন আসা যাক মূল কথায়---ইদানিং যতগুলো IPO এসেছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে RSRM ও SAIF POWERTEC তুলনামূল বেশী মৌলভিত্তিক।আমার ধারনা ছিল বাজারে এটির দাম হবে ৫০-৬০ কিন্তু প্রথম দিনেই ৭৯ পর্যন্ত ট্রেড হল ।পরের দুই দিনে অবশ্যই কারেকশন হয়েছে।অনেকের ধারণা এটি পাওয়ার সেক্টরের আইটেম,আসলে এটি Services and Real Estate সেক্টরের একটি প্রতিষ্ঠান,যার মোট paidup capital মাত্র প্রায় ৫৫ কুটি। IPO তে এসেছে মাত্র ১২কুটি টাকার শেয়ার।বাকি ৪৩ কুটি টাকার শেয়ার পরিচালকদোর যার পুরোটাই ৩ বছরের লকিং।আগামি ৩ বছরের মধ্যে শুধু মাত্র ১ কুটি ২০ লক্ষ শেয়ার লেনদেন হবে।যা গেম্বলারদের জন্যে সুবিধাজনক।এর অতীত ইতিহাস বলে আগামিতে এর EPS বৃদ্ধি পাবে। IPO হতে উত্তলিত সব টাকাই Implementation of New Battery Project এ ব্যয় করবে।যা ভবিষতে EPS বৃদ্ধিতে সহায়তা করবে। SAIF POWERTEC এর মুল Product গুলো--- @Generator @Construction Equipment @Material holding Equipment @Solar @IPS/UPS/VS @Substation @2 MVA Transformer ইত্যাদি।
Posted on: Wed, 01 Oct 2014 16:41:58 +0000

Recently Viewed Topics




© 2015