#main-campus news বি জি সি ট্রাস্ট - TopicsExpress



          

#main-campus news বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটি এল এল বি ডিপার্টমেন্ট এর ছাত্র ছাত্রিরা গত শনিবার থেকে বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটির বিদ্দ্যানগর কাম্পাস এ তুমুল আন্ধলন করে ঝাচ্ছে, ক্লাস রুম, অফিস রুম সব তালা বদ্ধ,এমন কি প্রায় ৪৫মিনিট চট্টগ্রাম-কক্সবাজার মেইন রোড অবরুদ্ধ করে রাখে আজ, এল এল বি কমপ্লিট করে যদি তারা আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিকরণ পরীক্ষায় অংশ দিতে না পারে তাহলে কেম্নে মানবে। যেটা তাদের জীবন মরন প্রশ্ন। এল এল বি তে পড়া কি তাদের অপরাধ ছিল...! এই আন্ধলন শুরু হয় বার কাউন্সিল ঘোষনার পর। সাতটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিকরণ পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে না দেওয়ার সুপারিশ করেছে বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর এই সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাডভোকেটশিপ সনদ পাবে না। সাতটি বিশ্ববিদ্যালয় হল- দারুল ইহসান, অতীশ দীপঙ্কর, প্রাইম, ইবাইস, নর্দান, আমেরিকা বাংলাদেশ ও বিজিসি ট্রাস্ট। আন্ধুলন ঝাতে ছাত্র ছাত্রিদের পক্কে যাই সেই কামনা করছি.................. r কাল কে #বিবিএ dept. meeting ache so plz BBA er sob students ra present takio......আমরা উ নতুন kormochuci kal declar korbo......!!!!
Posted on: Mon, 08 Sep 2014 15:57:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015