অনেক দিন আগে কোন এক - TopicsExpress



          

অনেক দিন আগে কোন এক গ্রামে বাইরে থেকে এক লোক এসে ঘোষণা দিল যে সে ১০ টাকা করে একেকটা বানর কিনবে। ওই গ্রাম আর তার আশেপাশের বনে বানর ছিল প্রচুর। তাই গ্রামবাসী বনে গিয়ে বানর ধরে এনে বেচা শুরু করল। ওই লোক ১০ টাকায় হাজার হাজার বানর কিনল। আর যখন বনের বানরের সংখ্যা কমে যেতে লাগলো। গ্রামবাসী বানর ধরা বন্ধ করে দিল। এরপর ওই লোক আবার ঘোষণা দিল সে ২০ টাকা করে বানর কিনবে। লাভজনক দেখে গ্রামবাসী আবার বন থেকে বানর ধরা শুরু করলো। কিনে আবার বেচতে লাগলো ওই লোকের কাছে। এরপর যখন আবার বানর দুর্লভ হয়ে গেলো তারা বন্ধ করে দিল। এরপর লোকটা ঘোষণা দিল সে ২৫ টাকা করে দিবে একেকটা বানরের জন্য। কিন্তু এখন বানর এত দুর্লভ হয়ে গেছে যে দেখা পাওয়াই কষ্ট, ধরা তো দূরের কথা। এরপর আবার ওই লোক ঘোষণা দিল সে ৫০ টাকা করে বানর কিনবে! এরপর সে তার সহকারীকে বানর কেনার দায়িত্ব দিয়ে শহরে চলে গেলো একটা কাজে। সহকারী তখন গ্রামবাসীদের তাদের কেনা হাজার হাজার বানরের বিরাট খাঁচা দেখিয়ে বলল “আমি এই বানরগুলো তোমাদের ৩৫ টাকা করে বেচতে পারি। যখন উনি শহর থেকে ফিরবে তখন তার কাছে ৫০ টাকা করে বেচতে পারবে। গ্রামবাসী তাদের সমস্ত টাকা পয়সা সঞ্চয় দিয়েসব বানর ৩৫ টাকা করে কিনে নিলো সহকারীর কাছ থেকে। এরপর ওই লোক কিংবা তার সহকারীর আর কোনোদিন দেখা পাওয়া গেলো না। চারদিকে তখন শুধু বানর আর বানর। ৳শেয়ার মার্কেটে আপনাদের স্বাগতম৳
Posted on: Sat, 06 Jul 2013 17:51:17 +0000

Trending Topics



tyle="margin-left:0px; min-height:30px;"> I dont normally care that much about football and stuff but
Celmore Technologies is looking for a Software Engineer & Web
//பொதுவாகவே, நடிகைகளின்
"Humans - who enslave, castrate, experiment on, and fillet other
Primeira Leitura (Gn 28,10-22a) Leitura do Livro do
Cinisme (pseudo)intel·lectual, nou article Oriol Alonso Cano
In C. S. Lewis’ book God in the Dock, he wrote: “Imagine a set
BLACK THURSDAY (oh, & it was 9/11): Rogers Second-to-Last Supper.

© 2015