আমার আম্মা একবার খুব - TopicsExpress



          

আমার আম্মা একবার খুব আফসোস নিয়ে বলেছিলেন, দেশে ইলেক্ট্রিসিটি আসাতে বাচ্চারা বেয়াদপ হয়ে গেছে। আমরা একটু অবাক হয়ে আম্মাকে জিজ্ঞেস করেছিলাম, বেয়াদপ হওয়ার সাথে ইলেক্ট্রিসিটির কি সম্পর্ক? তিনি উত্তরে বলেছিলেন, আগে মায়েদের হাতের কাছে হাতপাখা থাকতো, বেতমেজি করার সাথে সাথে পিঠের উপর পাঙ্খা দিয়ে দুইটা বারি দেয়া যেত, এখন ফ্যান থাকাতে হাতের কাছে আর হাতপাখা থাকে না, তাই ডাইরেক্ট একশনও বন্ধ হয়ে গেছে! আপনারা যারা বর্তমানে শারিরিকভাবে শিশু (নিজের বা অন্যের) নির্যাতন করেন, বা তাকে সমর্থন করেন (বাচ্চাদের জন্য মাইরের উপর ঔষধ নাই স্লোগানে বিশ্বাসী) --- তারা কি ব্যবহার করেন? আমাদের সাথে শেয়ার করতে পারেন, আলোচনার মাধ্যমে অনেক ইনোভেটিভ আইডিয়া পাওয়া যেতে পারে!! :) [Photo collected from web]
Posted on: Mon, 04 Aug 2014 14:43:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015