আমার এলাকারই এক ছোটো - TopicsExpress



          

আমার এলাকারই এক ছোটো ভাই-বেশ ভালো পজিশন করে রুয়েটে চান্স পেয়েছে এবার :D আজকে তার আম্মু সাতসকালে ফোন দিয়ে আমার ঘুম ভাঙ্গায়।তারপর উচ্ছ্বসিত কণ্ঠে বললো-বাবা,ঘুমাচ্ছিলে?ওহ হো!বিরক্ত করলাম বোধহয়!তার কণ্ঠে অনুশোচনার লেশমাত্র নেই-পুরোটাই বাকসর্বস্ব :/ ঘুমন্ত মানুষ কখনো কথা বলতে পারে না।আবার কিছু না বলে চুপ করে থাকলেও যথেষ্ট বেয়াদবী করা হয়।ঘড়ি দেখলাম-সকাল নয়টা বাজে।এতো বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকাটা সমীচীন নয়।ঘুমিয়ে থাকলেও সেটা অপ্রকাশ্য রাখাটাই শ্রেয় জ্ঞান করলাম।যাই হোক,অান্টির সাথে আমার দীর্ঘ কথোপকথনের সারমর্ম হচ্ছে-তিনি ছেলেকে আইইউটিতে ভর্তি করতে চান।কারণটা তার জবানিতেই শুনুনঃ -আইইউটিতে মেয়ে পড়ে না-এইটাই প্রধান কারণ।আজকালকার মেয়েরা একদম ভালো হয় না,বাবা।বুঝলে?ভালো ছেলে দেখলেই ভাগিয়ে নেয়।তারপর ঘাড় ভেঙ্গে খায়।আর তাছাড়া ওখানে তুমি আছো-ও একজন অভিভাবক পাবে(মনে মনে ভাবছি-মুরগির প্রহরায় কেউ শেয়াল নিযুক্ত করে কি? :p :v )।তুমি ছাড়া আমাদের চেনাশোনা তো আর কেউই নাই ওখানে।তাছাড়া তুমি ওর জন্যে যা করেছো....................................তোমার দাওয়াত থাকলো,বাবা।না এলে মনে খুবই কষ্ট পাবো। তার মনে কষ্ট না দেওয়ার গুরুগম্ভীর সিদ্ধান্ত নিয়ে ফোন রাখলাম। যেহেতু তার পূর্বাপর ফলাফল ভালো,আশা করা যায় সে আইইউটিতেও চান্স পাবে।যেনোতেনো ভাবে না,খুব ভালো পজিশন করেই নিজেকে আরো একবার প্রমাণ করবে ইনশাআল্লাহ্‌।অতঃপর যেই কোচিং এর নাম পর্যন্ত শুনে নি সেই কোচিং এর পোস্টারে তার অজান্তেই তার বিশাল ছবি শোভা পাবে।তারপর এই ছেলেই একদিন লাল স্বর্গের ক্যাম্পাস দাপিয়ে বেড়াবে।ম্যাথে রেফার্ড খেয়ে উদ্ভ্রান্তের মতো পা ফেলে ছুটবে পাসের যোগাড়যন্ত্র করতে।উইকএন্ডে তাকে কখনোই আইইউটিতে পাওয়া যাবে না।হাতিরঝিল,টিএসসি তে থাকবে তার নিত্য আনাগোনা।একসময় হুট করে খরচ বেড়ে যাবে-রুমমেট,বড়ো ভাইদের কাছ থেকে ধার করেও আর কুলিয়ে উঠতে পারবে না।সারারাত গুটুর গুটুর করাকে আরাধনা জ্ঞান করবে।সেকেন্ড ইয়ারে উঠে হয়ে যাবে জুনিয়রদের ত্রাস।কোনো এক আড্ডায় লেকের পাড়ে বসে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলবে-মামা,এককালে আমিও ভালো ছাত্র ছিলাম! সে যখন হতাশার বুলি আওড়াচ্ছে,ঠিক তখনই উদ্ভাসের পোস্টারে তার ছবি দেখে এরই মধ্যে হয়তোবা কেউ স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে!
Posted on: Tue, 21 Oct 2014 12:21:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015