কিভাবে মাছ থেকে - TopicsExpress



          

কিভাবে মাছ থেকে ফর্মালিনের দূর করবেন ? (অতি প্রয়োজনীয় তথ্য, জেনে নিন উপকার আপনারই হবে।) ০১। পরীক্ষায় দেখা গেছে পানিতে প্রায ১.ঘন্টা মাছ ভিজিয়ে রাখলে ফর্মালিনের মাত্রা শতকরা ৬১ ভাগ কমে যায়। ০২। লবনাক্ত পানিতে ফর্মালিন দেওয়া মাছ ১ ঘন্টা ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯০ ভাগ ফর্মালিনের মাত্রা কমে যায়। ০৩। প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে সাধারন পানিতে ফর্মালিন যুক্ত মাছ ধুলে শতকরা প্রায় ৭০ ভাগ ফর্মালিন দূর হয়। ০৪। সবচাইতে ভাল পদ্ধতি হল ভিনেগার ও পানির মিশ্রনে (পানিতে ১০ % আয়তন অনুযায়ী) ১৫ মিনিট মাছ ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ১০০ ভাগ ফর্মালিনই দূর হয়। *. কিভাবে ফল ও সবজি থেকে ফর্মালিনের দূর করবেন ? ১) খাওয়ার আগে ১০ মিনিট লবণ পানিতে ফল ও সবজি ভিজিয়ে রাখতে হবে।। পোস্টটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন। নিজে জানুন, অন্যদেরও জানান। লাইক দিয়ে পরবতী টিপস দিতে উৎসাহিত করুন। আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য। ধন্যবাদ
Posted on: Thu, 31 Oct 2013 03:33:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015