খাদ্য নিরাপত্তা বিল ও - TopicsExpress



          

খাদ্য নিরাপত্তা বিল ও বর্তমান কেন্দ্রীয় সরকারের ভুমিকা **************************************************************** মোদী সরকারের ক্ষমতায় আসার ১০০ দিন অতিক্রান্ত হয়েছে। জনহিতকর কাজে কতটা ইতিবাচক ভুমিকা নিয়েছে বর্তমান মোদী সরকার? খাদ্য নিরাপত্তা বিলের বর্তমান অবস্থা কি? কি ভাবছে এই গুরুত্বপূর্ণ বিল নিয়ে বর্তমান সরকার? যে দেশের একটা বিরাট অংশের মানুষ এখনো দুবেলা পুষ্টিকর খাবার খেতে পায়না সেই দেশের প্রধানমন্ত্রীর প্রথম এবং মুখ্য করতব্য কি ছিল? শুধু ঝাড়ু হাতে ময়লা পরিস্কার করা বা গঙ্গা পুজা করে গঙ্গা দূষণ ঠেকানো, না দ্রুত খাদ্য নিরাপত্তা বিল সংসদে পাস করানো? সস্তার জনপ্রিয়তা অর্জন যদি এই সরকারের প্রধান উদ্দেশ্য হয় , সে ক্ষেত্রে বলতে হয় এই সরকারকে ক্ষমতায় এনে সাধারন মানুষ ভুল করেছেন। এই সরকার আম আদমির সরকার নয়, আদানি বা আম্বানিদের সরকার। আগামিদিনে মানুষকে সচেতন ভাবে এই সরকারকে পরিবর্তন করে ফেলতে হবে। যে সমস্ত জায়গায় আচ্ছে দিনের জয়গান চলছে তাদের বোঝাতে হবে। এই দলটি ক্ষমতায় এলে আম আদমির কোন লাভ হবে না। এই সরকার কর্পোরেটদের সরকার। At one level, expectations are unrealistic: repealing the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, the Land Acquisition and Rehabilitation and Resettlement Bill, the Food Security Bill, Chapter 5-B of the Industrial Disputes Act, privatisation (not disinvestment) of PSUs. Not that these shouldnt be done. Its just that they dont occur overnight.
Posted on: Sun, 09 Nov 2014 11:12:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015