চিকিৎসক সমাচার - TopicsExpress



          

চিকিৎসক সমাচার (DR.NIPUN) @হাসপাতালে রুগী এবং রুগির পরিবারের কি কি আচরন চিকিৎসকের রাগের কারন হয়ে দ্বারায় , নিম্নে তা বর্ণিত হল:- সম্মানিত লেখক ডাঃনিপুন (MBBS). আমি একজন ডাঃ এর পিতা হিসেবে আপনার যোগ্য প্রাপ্য সম্ভোধন “আপনি” এর পরিবর্তে “তুমি’ সম্ভোধন করে তোমার প্রতেকটি মন্তব্যের তুলনামুলক মন্তব্য কুয়েত হসপিতালে ডাক্তার,নার্স,রোগী, এবং হসপিতাল কর্তৃপক্ষ এবং ররুগীর এটেন্ডেন্স দের ভূমিকা সঠিকভাবে তুলে ধরছি।আমি একজন হৃদরোগী ছিলাম। কুয়তের বিখ্যাত Salaman Al Dabbus Cardiac Centre- Al Adan Hospital এ গত 13/01/2013 তারিখে আমার সফল open heart surgery হয়। Surgery code হচ্ছে AVR+CABGx3.Heart এর একটি ভাল্ব প্রতিস্থাপন এবং heart artery এর ৮টি block bypass operation করতে হয়েছে। ২৫/১২/১২ থেকে ১৩/২/১৩ দীর্ঘ সময় আমি একটানা Hospital এ admitted এবং চিকিৎসাধীন ছিলাম। আমি স্বয়ং এবং অন্যান্য সকল রোগীরা যে চিকিৎসা সেবা পেয়ছি এবং পর্যবেক্ষন করেছি তার সামান্য অংশ ডাঃ নিপুন তোমার লেখনির আলোকে তুলে ধরছি। প্রিয় FACE BOOK অনুসারি বন্ধুগন অনুগ্রহ করে আমার এ status পড়ে নিজেরাই সিদ্ধান্ত নিন বাংলাদেশের চিকিৎসকরা কি চরম অবহেলিত না যথাযোগ্য সম্মানিত। ডাঃ নিপুন (বাংলাদেশ) 1. খুব মনোযোগ দিয়ে আন্তরিকতার সহিত রুগীর বাবা মা , ভাই কে রুগীর বর্তমান অবস্থা সম্পর্কে বুঝিয়ে বলে পাশের আরেকজন রুগী দেখতে গেলেন। হটাত আগের রুগির দেবরের ছোটো শালা এসে পূর্বের রুগির অবস্থা সম্পর্কে পুনরায় আপনার কাছে জানতে চাইবে। কেমন লাগে তখন???? DABBUS CC(KUWAIT) Duty doctor যখন রোগীকে দেখতে আসবেন তার পুর্বেই সকল visitor দেরকে (যতই প্রভাবশালী হোকনা কেন) কর্মরত nurse/brother গন বের করে দেবেন।অন্যথায় visitorদের বিরুদ্ধে সাথে সাথে কঠোর আইনানুক ব্যবস্থা নেয়া হবে।।Hospitale এ ২৪ ঘন্টা on duty policeরয়েছে তারা তাদেরকে arrest করবে এমনকি রুগীর চিকিৎসাও stop করে discharge punishment দিতে পারে।কাজেই ডাঃ নিপুনের ১নং এ বর্নিত অবস্থা এখানে অসম্ভব। ডাঃ নিপুন (বাংলাদেশ) 2. ২ দিন না খাওয়া রুগীকে আজ থেকে মুখে খেতে বললেন । শুরু হয়ে যাবে প্রশ্নের বান । -মুরগীর মাংস খাওয়ানো যাবে?— জ্বি যাবে -ঝোল বেশি দিয়া না মাখা মাখা করে? --স্বাভাবিক যেভাবে বাসায় রাধেন সেভাবে - দেশী না ফার্মের? --যেকোনো একটা হলেই চলবে -ফার্মের মুর্গীতে চর্বি বেশি না? গগগ ..........ররররররররররররররররররররররর DABBUS CC(KUWAIT) কোন রোগীর জন্য কোন খাবার দেয়া হবে সেটা hospital এ On duty খাদ্য বিশেষজ্ঞ team নির্ধারন করে computer এ command দিয়ে রাখবেন।এর কোন পরিবর্তন ডাক্তার বা নার্সরা করতে পারবেননা।।কেউ করলে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর official action নেবেন।খাবার সরবরাহের জন্য আলাদা team আছে। খাবার সরবরাহকারীদের পুড়ো নেড়ামাথা,মাথায়/ হাতে plastic gloves,নাকে nose musk এবং শরীরে apron ব্যবহার করে খাবার পরিবেশন করতে হবে।খাবারে মশা মাছিতো দুরের কথা ১টা চুল পাওয়া গেলে খাদ্য সরবরাহ প্রতিষ্টানকে জরিমানা (১০ থেকে ২০ লক্ষ টাকা) হবে।এমনকি প্রতিষ্টান black listed হয়ে যাবে। Hospilal এ নিজস্ব রান্নাঘর রয়েছে। খাদ্য সরবরাহকারী প্রতিষ্টানকে সমস্ত খাবার এখানে পাক করতে হবে যা প্রতি নিয়ত খাদ্য বিশেষজ্ঞ team রান্না তদারকি করে থাকেন।রুগীকে খাবার সরবরাহের পুর্বে 5 star hotel এর মত খাবার মেনু দেখিয়ে রুগীর মতামত নেবে কোন খাবার সে খাবে।কাজেই ডাঃ নিপুনের ২নং এ বর্নিত অবস্থা এখানে কল্পনাও করা যায়না। ডাঃ নিপুন (বাংলাদেশ) 3. রাউন্ড দিচ্ছেন কিংবা কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে রুগীর বেডের কাছে গিয়েছেন। আপনাকে বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে দিব্যি রুগীর এটেন্ডেন্স বিছানায় পা চেগিয়ে বসে আছে । সেখানে বসে বসেই সে রুগীর হিস্ট্রি দিচ্ছে। মনটা তখন কি চায় বলেন তো ডিয়ার আপু এন্ড মেশোমশাই? DABBUS CC(KUWAIT) কোন visitor রোগীর বেডে বসা নিষেধ তাদের জন্য নির্ধারিত visitor chair এ (portable) বসবেন।অবশ্য নিজ পরিবারের ঘনিষ্ঠ মহিলা,শিশু (chair shortage হলে) রুগীর বেডে কখনো কখনো বসেন।কিছু জানতে হলে নার্সরা সেটা জানায়।কোন visitor যদি রুগী সম্পর্কে ডাক্তারদের কাছ থেকে কিছু জানতে চান তবে নার্সদের মাধ্যমে পুর্বানুমতি নিতে হবে।ডাক্তারদরকে সবাই একদিকে জমের মত ভয় পায় অন্যদিকে পর্বতসম সম্মান প্রদর্শন করেন।ডাক্তারাও অত্যন্ত বিনয়ি,অমায়িক,বন্ধুত্বপূর্ণ,ন্যায়বান এবং পারিবারিক সদস্যের মত আচরন করেন।ফলে ডাক্তার রুগীদের মধ্যে একরকম পারিবারিক সম্পর্ক সৃষ্টি হয়। রুগী এমনি ৫০% সুস্থ হয়ে যায়।নার্সরাও একি গুনসমপন্ন।কাজেই ডাঃ নিপুনের ৩নং এ বর্নিত অবস্থা এখানে কল্পনাতীত। ডাঃ নিপুন (বাংলাদেশ) 4. হাসপাতালে ফ্রি ওষুধ পাচ্ছে তারপরেও যখন বারবার আপনার কাছে জানতে চাইবে বাইরে থেকে কিছু কিনতে হবে কিনা , আবার বাইরে থেকে কিনতে দিলে অভিযোগের সুরে বলবে সরকারি হাসপাতালে দেখি কিছুই নাই। এবার ঠ্যালা সামলান। DABBUS CC(KUWAIT) কুয়েত চিকিৎসা পদ্ধতি হচ্ছে কুয়েতকে জনবসতি অনুপাতে বিভিন্ন medical zone এ ভাগ করা হয়েছে।এক এলাকার লোক অন্য এলাকায় চিকিৎসা নিতে পারবেনা।(EXCEPT EMERGENCY) প্রতি zone এ 2 step treatment system(local clinic এবং divisional specialist Hospital) বিদ্যমান। যেকোন রুগীকে প্রথমে 1st step এ local government clinic(বাংলাদেশ সরকারের community clinic এর মত) এ যেতে হবে।সেখানেই তার চিকিৎসা হবে।এই clinic এর বিদেশী ডাক্তারগন MS,MD,FCP,FRCS etc ডিগ্রীধারি। যদি রোগের জটিলতা দেখা দেয় তথন clinic ডাক্তার specialist hospital এ ররগীকে refer করবেন।কুয়েতের নাগরিকগন ১০০% বিনামুল্যে চিকিৎসা এবং ঔষধ পান।বিদেশীদরকে CLINIC এ ১ দিনার(২৭৬.00 টাকা) ফি দিতে হয়।Hospital এ treatment সম্পূর্ন free. Dr. যদি বিদেশী রুগীকে medicine prescribe করেন তাহলে তাকে ২ দিনার fee দিতে হয়।সব ঔষধ free দেয়া হয় তবে মাঝে মধ্যে প্রবাসি রুগীদেরকে যৎসামান্য ঔষধ বাহির থেকে কখনো কিনতে হয়।কিছু কুলঙ্গার বাংলাদেশী পুরষ/মহিলা বিভিন্ন cleaning company তে ২৪ ঘন্টা কর্মরত আছে।সুযোগ বুঝেই ওরা হাসপাতলের দামি ঔষধ চুরি করে গোপনে বাহিরে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।এই শয়তানরা অনেক সময় ধরা খেয়ে জেল জরিমনা দিচ্ছে এবং deportation হচ্ছে।বাংলাদেশের তুলনায় এখানে ঔষধের মুল্য ১০ গুন বেশী। আমাকে সকল ঔষধ hospital থেকে free দেয়া হচ্ছে বাহির থেকে কিছুই কিনতে হয়না।কাজেই ডাঃ নিপুনের ৪নং এ বর্নিত অবস্থার প্রশ্ন্ এদেশে আসেইনি। ডাঃ নিপুন (বাংলাদেশ) 5. নাকের নীচে গোফ না থাকার কারনে কিংবা সদ্য পাশ তরুন চিকিৎসক হওয়ার দরুন রুগী এবং তার এটেন্ডেন্স যখন আপনাকে ভাই কিংবা আপু বলে ডাক দিবে । অথচ পাশেই দাঁড়ানো ইউনিফরমধারি আনসার কিংবা পুলিশ সদস্যকে ঠিকই স্যার বলে সম্বোধন করে। DABBUS CC(KUWAIT) রুগীরা ডাক্তারদেরকে ডাক্তার সাহেব এবং Sir বলে অত্যন্ত বিনয়ের সাথে সম্বোধন করেন।কোন security বা police হাসপাতেলে কর্তৃপক্ষের পুর্বানুমতি ব্যতিত প্রবেশে। তাই কুয়েতে ডাঃ নিপুনের 5 নং এ বর্নিত অবস্থার প্রশনই আসেনি। ডাঃ নিপুন (বাংলাদেশ) 6. নন কো অপারেটিভ রুগির ৭/৮ জন এটেন্ডেন্স রুগীকে ঘিরে রেখেছে , বার বার বলার পরেও ভীড় কমছে না। এরই মাঝে দুইবার ক্যানুলা এবং নাকে নল খুলে ফেলেছে রুগী। তাইলে এতো মাইনসের দরকার কি ?? সার্কাস দেখতে আইছো মিয়া??? DABBUS CC(KUWAIT) Duty doctor visit এ আসার পুর্বে nurse গন সকল visitor দেরকে বের করে দেবে।কাজেই কোন visitor দের উপস্থিতি বা রুগীর অসৌজন্য মুলক আচরনের প্রশ্নই আসেনা। ডাঃ নিপুন (বাংলাদেশ) 7. কোপা কুপি করা রাজনৈতিক নেতা আসছে মাথায় সিলাই দিতে। অপারেশন থিয়েটারে গিয়েই তার কান্নাকাটি শুরু । ভাই আমার দুলাভাইরে একটু আইতে বলেন উনি পাশে থাকুক । মনটা চায় দুলাভাইয়ের হাতে নিডেল হোল্ডার ধরাইয়া দিয়ে বলি “ নেন দুলাভাই বিসমিল্লা বলে শুরু করেন” । DABBUS CC(KUWAIT) কুয়েত ১০০% রাজনৈতিক ভেদাভেদ মুক্ত সমাজ ব্যবস্থার দেশ।পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল,সহানুভূতিশীল, বন্ধুত্বপূর্ন সম্পন্ন ।কাজেই ডাঃ নিপুনের ৭ নং বিবরনের উল্টো চিত্র এখানে। ডাঃ নিপুন (বাংলাদেশ) 8. রুগীর অবস্থা দেখে ভর্তি দিতে চাইলেন কিন্তু রুগী থাকবেনা । ওষুধ কিনে বাসায় খাবে। রুগির মর্জি মত বেবস্থাপত্র লিখে রুমে গিয়ে বসলেন । ৫ মিনিট পর দরজায় আবার করাঘাত । ভাবলেন নিশ্চয় নতুন রুগি আসছে , কিন্তু না সেই পুরান রুগিটাই , তারা এখন ভর্তি হতে চায়।তাইলে বাপ আগে আমারে দিয়া বেবস্থাপত্রটা লিখাইলি কেন??????? রুগির মর্জি মত চিকিৎসা চলবে এখানে চিকিৎসক দর্শক মাত্র। DABBUS CC(KUWAIT) ডাক্তার রোগ সম্পর্কে রুগীকে বিস্তারিত বুঝিয়ে বলে রোগীকে উৎসাহিত করবেন যাতে রুগী সঠিক চিকিৎসা নেয়। ডাক্তার যদি একবার রুগীকে ভর্তির সিদ্ধান্ত নেয় রুগীকে ভর্তি হতেই হবে। রুগী যদি কোনভাবেই ভর্তি হতে রাজি না হয় তাহলে তাকে এই মর্মে অঙ্গীকারনামা দিতে হবে যে সে নিজ দায়িত্বে hospital এ ভর্তি না হয়ে চলে যাচ্ছে।তার কিছু হলে তার দায় দায়িত্ব তার নিজের।চিকিৎসা হবে ডাক্তারের ইচ্ছায় রুগীর ইচ্ছায় নয়।।কাজেই ডাঃ নিপুনের ৮ নং বিবরনের চিত্র এখানে সম্ভব নয়।। ডাঃ নিপুন (বাংলাদেশ) 9. গতকালই ড্রেসিং করছেন রুগীর তারপরেও বড় স্যারের রাউন্ডের সময় অস্বীকার করে বসবে ড্রেসিং এর কথা । বিনিময়ে স্যারের মৌখিক ধোলাই এর স্বীকার আপনি।হাসপাতালে ভর্তি রুগির অভিযোগ ,সিস্টার কোন ওষুধই দেয় না । সেই সকালে দুটা ইঞ্জেকশান দিছেতো এই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলো আর ওষুধ দেয়ার নাম নাই।ফাইল ঘেটে দেখলাম সব ওষুধের ডোজ ইন্টারভাল মিনিমাম ১২ ঘন্টা। এতো বুঝদার রুগীর জন্যে ঘন্টায় ঘণ্টায় ১০ মিলি ডিস্টিল্ড ওয়াটার ফাইলে সংযুক্ত করার জোর দাবি জানাই। পেসান্ট সাটিসফেকশান বলেতো একটা কথা আছে ভাই। DABBUS CC(KUWAIT) এদেশে নার্সেরা একজন মা,মেয়ে,বোন,প্রেমিকা,স্ত্রীর যৌথ রুপ আর গুনাবলিতে রুগীর সেবা দিয়ে থাকে।প্রতেকটি রুগীর সুচিকিৎসা যেন নিশ্চিত হয় তার জন্য ICU /CCU তে Doctor/Nurse team দেখাশোনা করেন।Ward এ প্রতেকটি রুগীর জন্য আলাদা আলাদা নার্স রয়ছে।নার্সদের সেবার মান স্বর্গীয় ।বিস্তারিত লিখতে গেলে অনেক সময় লেগে যাবে।বাংলাদেশে এটা কল্পনাও করা যায়না। ডাঃ নিপুন (বাংলাদেশ) ** চিকিৎসকেরা , রুগী আর তাদের এটেন্ডেন্সদের মতই রক্ত মাংসে গড়া মানুষ । তাদেরো রাগ অভিমান থাকে। পন্ডিতি না করে সুন্দর ব্যাবহার এবং সম্মান দিয়ে আপনি তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা আন্তরিকতার সাথেই পেতে পারেন** ENGR.MD.NURUL ISLAM MIAH(for DABBUS CC KUWAIT) বাংলাদেশ সরকার,সচেতন জনতা এবং সর্ভোপরি ডাকতারদের উদদেশে আমি আমার ব্যকতিগত অভিমত তুলে ধরছি।বিচার বিশ্লেষনের ভার আপনাদের সবার :- 1. সরকারী মেডিকেল কলেজ থেকে পাশকরা একজন MBBS doctor interne period এ যৎ সামান্য তথাকথিত ভাতা পায় যা দিয়ে তাদের ১৫ দিনের খরচও হয়না।সরকারী ভাষায় এটাকে আবার সম্মানি বলা হয় (বর্তমান সরকার এর পরিমান একটু বৃদ্ধি করায় ধন্যবাদ)।বর্তমান পরিমানটা উল্লেখ করে আমি তাদরকে আর লজ্জা দিতে চাইনা।একজন গার্মেন্টস লেবার এর চেয়ে বেশী বেতন পায়। 2. সরকারী মেডিকেল কলেজ এবং হাসপতালে কর্মরত ডাক্তারদের সিংহভাগই হচ্ছেন interne doctor.ভাগ্যের নির্মম পরিহাস এই interne doctor গনকে এক পয়সাও মাসোয়ারা দেয়া হয়না।একজন কুলিও বোঝা টানার পর টাকা পায়।পবিত্র কোরানে শ্রমিকের ঘাম শুকনোর পুর্বে পারিশ্রমিক দিতে বলা হয়েছে। interne doctor গন দিন রাত ২৪ ঘন্টা duty করেন,ঈদ তেহার,পুজা পার্বন্য,সরকারী ছুটিছাটা কিছুই তাহারা ভোগ করতে পরেননা। TV বিজ্ঞাপন “ধূতে থাকো.........ধূতে থাকো........ধূতে থাকো.....ধূতে থাকো.....ধূতে! এর মতো Duty করতে থাকো........করতে থাকো........করতে থাকো........করতে! অবস্থা”। হায়রে দুর্ভাগা system এই বেচারাদেরকে কোন পারশ্রমিক না দিয়ে রাষট্রীয় যন্ত্র যুগযুগ ধরে চরম বে-ইনসাফি করে চলেছে। এর অবসান দ্রত হওয়া উচিত। 3. আন্তর্জাতিক পরিসংখ্যান মোতাবেক বাংলাদেশের বর্তমান জনসংখ্যার অনুপাতে ডাক্তারের সংখা অনেক কম। জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে ডাক্তার বৃদ্ধির হারও অনেক কম।ফলে যদি বাংলাদেশে চলমান medical education system বিদ্যমান থাকে তাহলে এদেশের জনগন দিনদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতেই থাকবে।কাজেই Medical education এ seat বাড়াতে হবে পাশাপাশি মেধাবি ছাত্রছাত্রী দেরকে medical education এ পড়াশোনায় উৎসাহিত করতে হব। 4. বাংলাদেশের চাহিদার চেয়ে ডাক্তারের সংখ্যা অনেক কম।প্রতি বৎসর MBBS স্নাতক সকল ডাক্তারদেরকে সরকার সরাসরি নিয়োগ দিলেও চাহিদা পুরন হবেনা।দেশে একদিকে বিপুল পরিমান ডাক্তারের পদ বৎসরের পর শূন্য রয়েছে অন্যদিকে হাজার হাজার ডাক্তার বেকার থেকে মানবেতর জীবনযাপন করতেছে।এদের কেউ কেউ Private hospital এ নামমাত্র সম্মানিতে তাদের মেধা Hospital এর মালিকদের জন্য বিসর্জন দিয়ে চলেছে।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার আক্ষেপ করে মন্তব্য করেছিল.....”বাংলাদেশে যেখানে হাজার হাজার ডাক্তারের পদ খালি পরে রয়েছে সেখানে অগনিত ডাক্তার বেকার বসে রয়েছে।BCS পাশ করতে না পারলে কোন ডাক্তার চাকুরি পাবেনা এই পদ্ধতি পরিবর্তন করে সদ্য পাশ করা ডাক্তারদেরকে বিনা BCS এ appointment দেয়া উচিৎ।Comminity clinic চালু করে তিনি তিনি এ পদ্ধতি শুরু করেছিলেন কিন্তু সার্থান্বাশী আমালারা সেটা পুরোপুরি বাস্তবায়ন করতে দেয়নি।Community clinic এ appointment কৃত ডাক্তারদেরকে ad hoc করে অনিশ্চয়তায় ফেলে রেখেছে।সার্থান্বাশী আমালারা কি প্রধানমনত্রীর চেয়েও বেশী ক্ষমতাশালী? 5. সবচেয়ে বড় tragety হাজার মন কাঠ পুড়িয়ে যখন একজন ডাক্তার BCS পাশ করে POSTING নিতে যাবেন সেটা নির্ধারন করবে NON DOCTOR আমলারা।খুবি জগন্য SYSTEM. এখানে NON DOCTOR আমলাদের পরিবর্তে শুধু ডাক্তার নিয়োগ দেয়া উচিত। উপসংহার MEDICAL EDUCATION SYSTEM এ নিম্ন বর্নিত পদ্ধতির প্রস্তাবনা করছি:- 1. MBBS ডাক্তারা পাশ করার সাথে সাথেই ডাক্তারগন পাশকৃত Medical collage & Hospital এ gazetted medical officer হিসেবে চাকুরী পাবেন কোন BCS দিতে হবেনা। 2. সারা বাংলাদেশকে জনসংখ্যা এবং জেলাভিত্তিক অনুপাতে চিহ্নিত করে ডাক্তারদেরকে শুধু একবার কেন্দ্রীয় ভাবে প্রতিযোগীতা মূলক পরীক্ষার মাধ্যমে POSTING দেয়া হবে।এই পরীক্ষা নিয়ন্ত্রন করবেন শুধু ডাক্তারদের দ্বারা গঠিত AUTHORITY FOR DOCTORS APPOINTMENT (ADAP).এরপর কর্মদক্ষতা(WORK EXPERIENCE) এবং বাৎসরিক গোপন প্রতিবেদন(ACR) এর ভিত্তিতে PROMOTION এবং অন্যান্য সুযোগ সুবিধা বর্ধিত করা হবে। 3. DOCTOR দের জন্য আলাদা বেতন কোঠা প্রবর্তন করতে হবে INTERNE DOCTOR দের সম্মানি মাসিক কমপক্ষে ২০(বিশ হাজার) টাকা,FRESH DOCTOR দের BASIC বেতন কমপক্ষে ৩০-৩৫(ত্রিশ-পয়ত্রিশ হাজার)+ বাড়ী ভারা কমপক্ষে ১৫(পনের) হাজার +TA/DA+EXTRA DUTY এর জন্য মাসে মাসে OVER TIME+প্রতি ঈদে ২ মাসের বেতন BONUS হিসেবে দিতে হবে।এই SYSTEM কার্যকরী হলে বাংলাদেশের ডাক্তারদের মূল্যায়ন করা হবে এবং জনগন সঠিক চিকিৎসা পাবে।মনে রাখতে হবে একজন আদর্শ ডাক্তার পৃথিবীর ফেরেস্তা সম।ওনাদের সঠিক মূল্যায়ন জাতীয় কর্তব্য। 4. মাননীয় প্রধান মন্ত্রী আপনার মন্ত্রীপরিষদ আজ ২২শে জুলাই ২০১৩ এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়।খেতাব প্রাপ্ত সকল সামরিক ও বেসামরিক মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা মাসিক ১০০-২০০ টাকার জায়গায় ৬,০০০-১২,০০০ টাকা করেছে।আপনার সরকারকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের অবহেলিত সরকারী হাসপাতাল থেকে MBBS স্নাতকধারীদের জন্যও আপনাকে আর একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করার উদান্ত আহ্বান রইল।বাংলার সুশিক্ষীত বুদ্ধিজিবী জনসমষ্টি আপনার মত সুশিক্ষীত প্রধান মন্ত্রী এর কাছ থেকে যোগ্যতার মাপকাঠিতে প্রকৃত মূল্যায়ন প্রত্যাশা করে। বাংলাদেশের ডাক্তারগন রাষ্ট্রীয় এবং সামাজিক ভাবে বর্তমানে চরমভাবে অবহেলিত এবং অবমুল্যায়িত।যতদিন না তাঁরা রাষ্ট্রীয় এবং সামাজিক ভাবে মুল্যায়িত হবেন ততদিন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবেনা,জনগন সঠিক চিকিৎসা সেবা পাবেনা এবং DOCTOR গন দিন দিন হতাশাগ্রস্ত হয়ে পরবে।ওনারা তাঁদের সন্তানদেরকে আর medical line এ পড়াবেননা।দিন দিন দেশ ডাক্তার শুন্য হয়ে পরবে।এক সময় এমন দিন আসবে তখন সরকারকে অনেক বেশী বেতনে দিয়ে বিদেশী ডাক্তার নিয়োগ দিয়ে দেশের চিকিৎসা কার্য চালাতে হবে।তাই আপনার বর্তমান সরকারের মেয়াদে ডাক্তারদের জন্য আমার প্রস্তাবনার আলোকে পদক্ষেপ গ্রহন করুন।আল্লাহ আপনার মঙ্গল করুক আমিন!
Posted on: Mon, 22 Jul 2013 20:16:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015