ঢাকা বিশ্ববিদ্যালয় খ - TopicsExpress



          

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট রেজাল্ট (সাধারণ জ্ঞান) ১. প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায়? ক. বাগেরহাটে খ. খুলনায় গ. সাতক্ষীরায় ঘ. পটুয়াখালিতে উত্তর : ক. বাগেরহাটে ২. বাংলাদেশের আসন্ন নির্বাচন কততম?... ক. ৭ম খ. ৮ম গ. ৯ম ঘ. ১০ম উত্তর : ঘ. ১০ম ৩. বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক? ক. ব্রাজিল খ. বলিভিয়া গ. আর্জেন্টিনা ঘ. পেরু উত্তর : গ. আর্জেন্টিনা ৪. ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল? ক. ১৪৫ বছর খ. ১৫০ বছর গ. ১৫৫ বছর ঘ. ১৬২ বছর উত্তর : ঘ. ১৬২ বছর ৫. বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে ক. চীনে খ. জাপানে গ. ভারতে ঘ. যুক্তরাষ্ট্রে উত্তর : গ. ভারতে ৬. উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা ক. ১২ নটিক্যাল মাইল খ. ২০০ নটিক্যাল মাইল গ. ২২০ নটিক্যাল মাইল ঘ. ১২০ নটিক্যাল মাইল উত্তর : খ. ২০০ নটিক্যাল মাইল ৭. আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত – এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ? ক. মিশরীয় সভ্যতা খ. রোমান সভ্যতা গ. সিন্ধু সভ্যতা ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা উত্তর : ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা ৮. ২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে ক. ক্ষুদ্র ঋণ বর্ষ খ. পানি সহযোগিতা বর্ষ গ. বন বর্ষ ঘ. ভাষা বর্ষ উত্তর : খ. পানি সহযোগিতা বর্ষ ৯. ‘রয়টার্স’যে দেশের সংবাদসংস্থা ক. ফ্রান্স খ. পোল্যান্ড গ. ব্রিটেন ঘ. জার্মানি উত্তর : গ. ব্রিটেন ১০. ‘এ্যাপেক’ কী? ক. এ্যালাইড পিস-কিপিং কাউন্সিল খ. এশিয়ান পাওয়ার এক্সচেঞ্জ করপোরেশন গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ঘ. কোনোটিই নয় উত্তর : গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ১১. ‘সংস্কৃতি’ পত্রিকাটির সম্পাদক ক. আবুল মনসুর আহমদ খ. বদরুদ্দীন উমর গ. সিরাজুল ইসলাম চৌধুরী ঘ. আনিসুজ্জামান উত্তর : ১২. ‘মহাসেন’ শব্দের সাথে সম্পর্কিত ক. সাইক্লোন খ. টর্নেডো গ. ভূমিকম্প ঘ. বন্যা উত্তর : ক. সাইক্লোন ১৩. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ক. ১২০০ ইউএস ডলার খ. ১০০০ ইউএস ডলার গ. ১০৪৪ ইউএস ডলার ঘ. ৯০০ ইউএস ডলার উত্তর : গ. ১০৪৪ ইউএস ডলার ১৪. ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট’ বইয়ের লেখক ক. নেলসন মান্ডেলা খ. লি কুয়ান ইউ গ. আ. লুইস ঘ. নাগিব মাহফুজ উত্তর : খ. লি কুয়ান ইউ ১৫. মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন ? ক. ওয়াশিংটন খ. দি হেগ গ. লন্ডন ঘ. নিউ ইয়র্ক উত্তর : খ. দি হেগ ১৬. বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম ক. তেল গ্যাস রক্ষা কমিটি খ. বিইএমএফ গ. গ্রামীণ ব্যাংক ঘ. হৃদয়ে বাংলাদেশ উত্তর : খ. বিইএমএফ ১৭. পাটালিপুত্র রাজধানী ছিল ক. গুপ্তদের খ. সেনদের গ. পালদের ঘ. মৌর্যদের উত্তর : ঘ. মৌর্যদের ১৮. ডেভিড ফ্রস্ট ছিলেন ক. মুক্তিযোদ্ধা খ. চিকিৎসক গ. রাজনীতিবিদ ঘ. সাংবাদিক উত্তর : ঘ. সাংবাদিক ১৯. পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অণুসরণ করে শেখা, বিভিন্ন স্থান ভ্রমন করে শেখা হচ্ছে শিক্ষার ক. আনুষ্ঠানিক পদ্ধতি খ. উপানুষ্ঠানিক পদ্ধতি গ. অনানুষ্ঠানিক পদ্ধতি ঘ. এ. বি. ও সি. –এ উল্লিখিত সবকটি পদ্ধতি উত্তর : গ. অনানুষ্ঠানিক পদ্ধতি ২০. বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ ? ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি উত্তর : খ. দুইটি ২১. সামাজিক পরিবর্তনের উপাদান নয় ক. শিল্পায়ন খ. বাসস্থান গ. নগরায়ন ঘ. শিক্ষা উত্তর : খ. বাসস্থান ২২. তমদ্দুন মজলিশ ছিল একটি ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান খ. সামাজিক প্রতিষ্ঠান গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. দাতব্য প্রতিষ্ঠান উত্তর : ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান ২৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন ক. প্রধান মন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. প্রতিরক্ষা মন্ত্রী ঘ. সেনা প্রধান উত্তর : খ. রাষ্ট্রপতি ২৪. আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয় ক. বই খ. সাময়িকী গ. সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার উত্তর : ক. বই ২৫. আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে ক. ২৭ জুন ২০১৩ খ. ২৯ জুন ২০১৩ গ. ৩০ জুন ২০১৩ ঘ. ১ জুলাই ২০১৩ উত্তর : ক. ২৭ জুন ২০১৩ ২৬. সেমীয় ভাষা কোনটি ? ক. আরবি খ. উর্দু গ. ফরাসি ঘ. ফারসি উত্তর : ক. আরবি ২৭. মেঘদূত- এর অনুবাদক ক. প্রমথ চৌধুরী খ. বিষ্ণু দে গ. বুদ্ধদেব বসু ঘ. সমর সেন উত্তর : গ. বুদ্ধদেব বসু ২৮. সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে ? ক. বজ্রযোগিনীতে খ. সোনারগাঁওয়ে গ. টেকনাফে ঘ. কালিয়াকৈরে উত্তর : ক. বজ্রযোগিনীতে ২৯. ফেসবুকের প্রতিষ্ঠাতা ক. বিল গেটস খ. টিম বার্নার্স লিঃ গ. মার্ক জকারবার্গ ঘ. অ্যান্ডিগ্রোভ উত্তর : গ. মার্ক জকারবার্গ ৩০. রানা প্লাজা এ বছর কত তারিখে ধসে পড়ে ? ক. ২৩ এপ্রিল খ. ২৪ এপ্রিল গ. ২৫ এপ্রিল ঘ. ২৬ এপ্রিল উত্তর : খ. ২৪ এপ্রিল ৩১. ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট খ. আর্মি ট্রাইবুনাল কোর্ট গ. কলকাতা জজ কোর্ট ঘ. কলকাতা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট উত্তর : ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট ৩২. বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ? ক. ড. দেবপ্রিয় ভট্টাচার্য খ. স্যার ফজলে হাসান আবেদ গ. ড. মাকসুদুল আলম ঘ. ড. মুহাম্মদ ইউনুস উত্তর : ঘ. ড. মুহাম্মদ ইউনুস ৩৩. সারিন কি ? ক. সিরীয় বিদ্রোহী দল খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র গ. এক ধরনের ফ্লু ঘ. ভাইরাস উত্তর : খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র ৩৪. বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন ক. ডিসিসিআই খ. এফবিসিসিআই গ. ডিএসই ঘ. বিজিএমইএ উত্তর : খ. এফবিসিসিআই ৩৫. অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় ? ক. অবৈধ অর্থ লেনদেন আইন খ. মানি লন্ডারিং প্রিভেনশন আইন গ. অর্থ ব্যবহার ও লেনদেন আইন ঘ. মানি লন্ডারিং আইন উত্তর : ঘ. মানি লন্ডারিং আইন ৩৬. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে ? ক. সিলেট খ. খুলনা গ. কুষ্টিয়া ঘ. চাঁপাই নবাবগঞ্জ উত্তর : ঘ. চাঁপাই নবাবগঞ্জ ৩৭. বাংলাদেশের থ্রি-জি প্রযুক্তি চালু হয় ক. ১৪ অক্টোবর ২০১৩ খ. ১৬ অক্টোবর ২০১২ গ. ১০ সেপ্টেম্বর ২০১৩ ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৩ উত্তর : খ. ১৬ অক্টোবর ২০১২ ৩৮. একমাত্র বাংলাদেশী টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন ক. আশরাফুল ইসলাম খ. তামিম ইকবাল গ. মুশফিকুর রহিম ঘ. অলোক কাপালি উত্তর : গ. মুশফিকুর রহিম ৩৯. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ? ক. বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন খ. বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড গ. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন উত্তর : ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন ৪০. ওমানের মুদ্রার নাম ? ক. ডলার খ. দিরহাম গ. রিয়াল ঘ. দিনার উত্তর : গ. রিয়াল ৪১. অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সমাষ্টিক দুই ভাগে ভাগ করেছেন ক. রাগনার ফ্রিশ খ. অ্যাডাম স্মিথ গ. জন ডালটন ঘ. জন মেনার্ড কিন্স উত্তর : ক. রাগনার ফ্রিশ ৪২. ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্য’- এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় ক. ২২ এপ্রিল ১৯৬৮ খ. ২২ জানুয়ারি ১৯৭০ গ. ২২ মার্চ ১৯৬৭ ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ উত্তর : ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ ৪৩. ২০১৩ সনে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরষ্কার পেল ? ক. ঢাকা আহসিানিয়া মিশন খ. ঢাকা শিক্ষা বোর্ড গ. ব্রাক ঘ. শিক্ষা মন্ত্রণালয় উত্তর : ক. ঢাকা আহসিানিয়া মিশন ৪৪. ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয় ক. বাংলাদেশের উত্তরাঞ্চলে খ. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে গ. ময়মনসিংহের গারো আদিবাসী গোষ্ঠীদের অঞ্চলে ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উত্তর : ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ৪৫. ‘ego’ যে-জনশাখার সঙ্গে সম্পর্কযুক্ত ক. দর্শন খ. মনোবিজ্ঞান গ. সমাজবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান উত্তর : খ. মনোবিজ্ঞান ৪৬. ‘থিসরাস’ হল এক রকম ক. বিশ্বকোষ খ. গবেষণামূলক গ্রন্থ গ. ব্যাকরণ ঘ. অভিধান উত্তর : ক. বিশ্বকোষ ৪৭. রোবসপীয়র ক. আমেরিকান লেখক খ. স্পেনের গোরিলা যোদ্ধা গ. চলচ্চিত্র অভিনেতা ঘ. ফরাসি বিপ্লবের নেতা উত্তর : ঘ. ফরাসি বিপ্লবের নেতা ৪৮. ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ – মান্না দের গাওয়া এই গানটির কফি হাউজটি কোথায় ? ক. কলকাতায় খ. মুম্বাইয়ে গ. ঢাকায় ঘ. বাঙ্গালোরে উত্তর : ক. কলকাতায় ৪৯. ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অ্যালিস মানরুর দেশ ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র গ. কানাডা ঘ. অস্ট্রেলিয়া উত্তর : গ. কানাডা ৫০. বাংলা একাডেমীর মূল মিলনায়নতনটি কার নামে ? ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. শামসুর রাহমান গ. ভাষা-শহীদ বরকত ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ উত্তর : ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ (ইন্টারনেট থেকে সংগৃহীত). By: Imran khan
Posted on: Sat, 09 Nov 2013 01:12:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015