দীর্ঘ ৫-৬ বছর পরে বইটা - TopicsExpress



          

দীর্ঘ ৫-৬ বছর পরে বইটা খুজে পেলাম । এক আত্মীয়ের বাড়ীতে গিয়ে প্রথম নিচের ঘটনাটি পড়েছিলাম কিন্তু স্থানের নামটা ভুলে যাওয়ায় ফেবুতে শেয়ার করতে পারিনি । কাহিনীটা এত ভাল লাগছে যে না বলে থাকতে পারলাম না... "যখন হযরত আয়েশা রাঃ মক্কা হতে বসরাভিমুখে রওয়ানা হন (আলী রাঃ এর বিরুদ্ধে যুদ্ধে) । তার সাথে কয়েক হাজার সৈন্য ছিল । পথিমধ্যে আরও বহু লোক এই সৈন্যদলে যোগদান করেন । হাওয়াবের কূপের কাছে পৌছার পর স্থানীয় কুকুর ডেকে উঠল । হযরত আয়েশা রাঃ জিজ্ঞেস করলেন, "এই স্থানের নাম কি?" কেউ উত্তর দিল "হাওয়াব" । তা শুনা মাত্রই তিনি বললেন আমি ফেরত যাব । কারন আমি রাসূলুল্লাহ সাঃ এর মুখে শুনেছি তিনি বলেন আমার (কোন) এক স্ত্রী যখন অন্যায় পথে চালিত হবে তখন হাওয়াবের কুকুর ডাকবে । হযরত আয়েশার মুখে এ কথা শুনা মাত্রই ফাসাদীরা কথা কেটে বলল যে ব্যক্তি আপনাকে এ স্থানের নাম বলেছিল সে ভুল বলেছে সে এ জায়গাটা চিনেই না । আসলে তা হাওয়াব নয় বরং এটা ভিন্ন একট জায়গা । এ কথার উপর তারা কসম করতেও দ্বিধাবোধ করলনা এবং বিভিন্ন কথায় হযরত আয়েশাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বসরা নিয়ে যায় ।" যদিও উপরোক্ত কাহিনীর সত্যতা কি জানিনা তবুও আমি মনেপ্রাণে বিশ্বাস করি ঐসময় হযরত আলী রাঃ ই সঠিক ছিলেন । কারন রাসূল ছাঃ বলেছেন সবচেয়ে বিজ্ঞ বিচারক হল আলী । তদুপরী উনাদের সবারই কিছু না কিছু ভুল হয়েছে যার দরুন ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা উষ্ট্রের যুদ্ধ সিফফীন যুদ্ধ সংঘটিত হয়েছিল । যার ইঙ্গিত রাসূল ছাঃ দিয়েছিলেন জীবতাবস্থায় । সহীহ বুখারীর ফিতনা অধ্যায়টা পড়লেই বুঝা যায় এই সে ফিতনা যার কথা রাসূল ছাঃ বলেছেন । আর বলেছেন কিয়ামতের প্রাক্কালের ফিতনার কথা । মুসলিম টু মুসলিম যুদ্ধ/মারামারী করলে এটা জিহাদ না, এটা হয় ফিতনা । একে হক আর বাতিলের লড়াই বলা যায় না, যেটা শীয়ারা বলে । বইটা পড়ে ভাল লাগার আরেকটা কারন হল এটি নিরপেক্ষভাবে লেখা হয়েছে, যা সাধারণত দূর্লভ । সবাই আমীরে মুআবিয়া রাঃ কে একাই দোষারোপ করে আর অনেক মিথ্যা/অপবাদও দেয় । আর তত্‍কালীন খারেজী (আহলুল বিদআ) দের নিয়ে কি বলব, এই জাহান্নামী কুকুরদের কথা পড়লে মাথায় রক্ত উঠে যায় । এদের নিয়ে লিখতে গেলে আলাদা স্টেটাস দিতে হবে । শুধু এতটুকুই উল্লেখ করা প্রয়োজন মনেকরছি, যখন এরা "আল্লাহ ছাড়া কারো হুকুম নেই" বলে স্লোগান তুলেছিল জবাবে আলী রাঃ বলেছিলেন, "কথা ঠিক কিন্তু বাতিল অর্থ গ্রহন করা হয়েছে"
Posted on: Tue, 17 Sep 2013 17:53:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015