দয়া করে একটু সময় নিয়ে - TopicsExpress



          

দয়া করে একটু সময় নিয়ে পড়ুন- আমরা যখন কাউকে পরিচয় করিয়ে দেই, তখন নামটিই আগে বলি, তারপরে যোগ করি ওই মানুষটি কি করেন। উদাহরণ- “ইনি আমার বন্ধু সালাম, তিনি একজন ব্যাবসায়ী”। তবে কিছু কিছু মানুষের নমের আগে অন্য পরিচয় চলে আসে। যেমন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে খেয়াল রাখা দরকার, শেখ মুজিবের নামের আগে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বলা হয় না যদিও ওগুলোও তাঁর পরিচয়ের অংশ। কারণ, তাঁর বেলায় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পরিচয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বঙ্গবন্ধু পরিচয়টি। কিছু সংখ্যক মানুষ অবশ্য এই সূত্র ধরে নিজেদের নামের আগে পরিচয় হিসেবে অন্য শব্দ বসান। যেমন হাজী মো. সেলিম। সেলিম সাহেব তার নিজের নামের বেলায় অবশ্য সেটি করতেই পারেন, যদি তিনি মনে করেন- তিনি যে হজ্ব করতে পেরেছেন সেটিই তার জীবনের বড় অর্জন। এতে, বিশেষ করে নিজের পরিচয় নিজে ঠিক করে ফেললে হয়তো সমস্যা নেই। সমস্যা হয় যখন আমরা অন্যের বেলায় এইসব পরিচয় কোনো রকম চিন্তাভাবনা না করেই বসাই। এইরকম একটি উদাহরণ দেখলাম তেজগাঁওয়ে রাস্তার পাশে টানানো বিলবোর্ডে। একজন অ্যাথলেটকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে, “বুদ্ধি প্রতিবন্ধী” হিসেবে। বিজ্ঞাপনটি গ্রামীণফোনের। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটির এইটুকু সেন্স নেই যে কারো সীমাবদ্ধতা তার প্রথমিক পরিচয় হতে পারে না, বিশেষ করে যে সীমাবদ্ধতা তার নিজের তৈরি নয়। নামের আগে কখনোই প্রতিবন্ধী পরিচয় টি যুক্ত করা ঠিক নয় যেমন ঠিক তেমনিই এখানে গ্রামীণ ফোনের হীন মানসিকতাকে যদি "বুদ্ধি প্রতিবন্ধী" গালি দেয়া হয় সেটা কি বুদ্ধি প্রতিবন্ধী মানুষকেই হেয় কিংবা অসম্মান করা হচ্ছে না !? অনেকেই না বুঝে এই ভুলটি করে থাকেন। কাউকে গালি দিতে হলে "বুদ্ধি প্রতিবন্ধী" বলে গালি দেয়ার প্রবণতাটাও চেঞ্জ করা দরকার। আমার অনেক দুঃখ হয় যে একটি নামকরা টেলিকম কোম্পানি কি করে এইরকম কাজটি করল যা সর্ব মহলে গ্রহণযোগ্য নয় । আমি এর কড়া প্রতিবাদ করছি । গ্রামীন ফোন কখনো নরওয়েতে এইরকম অসভ্য ইনসেন্সিটিভ বিজ্ঞাপন করতে পারতো না। আমরা টেলিনর এর প্রধান দপ্তরে এর বিরুদ্ধে লিখবো। Mai Oldgard Vice President, Head of Corporate Responsibility Jan Kristensen Director Climate Change, Corporate Responsibility Ola Jo Tandre Director, Corporate Responsibility Dear Concerned Your subsidiary Grameen Phone has launched a campaign in Bangladesh, where they used an athlete who is a champion in special olympics. Her name is Sheuly Shathi. In the billboard, TV ad and paper inserts, They used a prefix before her name. They wrote "Menatlly Retard Sheuly Shathi." This is very insensitive. We can easily understand that she is mentally challenged when it is mentioned that she is a champion in Special Olympics. It is absolutely unnecessary to use the prefix MENTALLY RETARD in front of her name. This shows that you are not sensitive to the honour of the challenged people around you and are cashing on the weakness to create promotion. I am attaching the bill board for your records. I hope you shall correct the campaign and also notify the creative agency to be careful. Dr. Abdun Noor Tushar আমরা এই ই-মেইল ঠিকানাই উপরে উল্লখিত মেইলটির মত করে মেইল পাঠাতে পারি । E-mail : cr@telenor One such individual is Shewli Shathi, the girl who was born with a mental disability (which led to her inability to walk until she was 15 years old) in a poverty stricken family. She was rejected by the society. People mocked about her, never trusted her ability to go beyond her limitations. She proved everybody wrong with her determination and courage and practiced walking and running for years. Defying all odds she went ahead and participated in Special Olympics. She is now one of the most consistent participants in Special Olympics and won herself many gold, silver and bronze in running, badminton, Boccee. (Taken from GP Website) Photos & Think by: Hassan Bipul Inspired by: Dr. Abdun Noor Tushar Article edited & adorned by: মুক্ত বন্ধু
Posted on: Tue, 25 Jun 2013 16:10:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015