নিরাপত্তাহীন ফেসবুক - TopicsExpress



          

নিরাপত্তাহীন ফেসবুক একাউন্ট সহজেই হ্যাকারের দ্বারা হ্যাক হয়ে যায়। যদি এরকম গুরত্বপূর্ণ ফেসবুক একাউন্ট হ্যাকারদের দ্বারা হ্যাক হয়ে যায় তাহলে মাথায় হাত ছাড়া আর কিছুই করার থাকেনা। বর্তমানে গনহারে হ্যাক করা হচ্ছে ফেসবুক এক্যাউন্ট তাই কিছু টিপস আপনাদের জন্য । আশা করি আপনাদের উপকার হবে । 1/ #Secure ব্রাউজিং Enable করুন- Secure ব্রাউজিং বলতে মূলত একটি সুরক্ষিত ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক ব্রাউজ করাকে বুঝানো হয়েছে। নিরাপদ কানেকশন এর মাধ্যমে একটি সফল হ্যাকিং আক্রমণ থেকে 90% ঝুকিমুক্ত থাকা সম্ভব। 2/ Login Approvals অন করুন এতে পাসওয়ার্ড জানতে পারলেও লগিন করতে পারবে না কারন লগিন করার সাথে সাথে আপনার মোবাইলে কনফার্মেশন কোড পাঠাবে এফবি যতক্ষন না কোড সাবমিট করেছেন লগিন হবে না আপনি নিরাপদ দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেন । https://m.facebook/settings/security/?refid=31&ref=stream 3/ Text message নাটিফিকেশন Active করুন- ফেসবুক সকল FB ব্যবহারকারীদের বিনামূল্যে টেক্সট মেসেজ নাটিফিকেশন সুবিধা প্রদান করছে। যখন কোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনার একাউন্টে ঢোকা হবে তখন টেক্সট মেজেস নাটিফিকেশন আপনার কাছে পৌছে যাবে। এরপর আপনি সহজেই বুঝতে পারবেন আপনি নিজে অথবা হ্যাকার আপনার একাউন্টে লগইন করেছে কিনা। তখন আপনি দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করিতে পারবেন। 4/ সর্বদা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন- শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকার থেকে ফেসবুক একাউন্ট সংরক্ষণ করার সেরা উপায়। যদি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ৩টি ক্যাপিটাল লেটার, ৩টি স্মলার লেটার, ৩টি নাম্বারির সংখ্যা ব্যবহার করতে হবে (উদাহরণস্বরুপ- #NEXT@007&। এই ধরনের শক্তিশালী পাসওয়ার্ড আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি করতে সহায়তা করবে। আপনার মোবাল নাম্বার পাসওয়ার্ড দিবেন না 5/ 3rd পার্টি এপ্লিকেশন ব্যবহার করার সময় সতর্ক থাকুন- ফেসবুকে আরো মজা এবং আরো আরামদায়ক করার জন্য তৃতীয় পক্ষের Apps এর অভাব নেই। কিন্তু এখন হ্যাকাররা এগুলো কে ব্যবহার করে তাদের হ্যাকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা কোন নির্দিষ্ট সময়ে এগুলো ব্যবহার করে থাকি কিন্ত ব্যবহার শেষে সেগুলো কে #remove/disable করতে ভূলে যাই। এর ফলে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে। সুতরাং আপনার এপস্ সেটিং পৃষ্ঠায় যান, তারপর যেসব এপস্ আপনি ব্যবহার করছেন না সেগুলো কে disable করে দিন। 6 / আপনার সিক্যুরিটি কোয়েশ্চন সেট করা থাকলে ভালো না থাকলে আরো ভালো । তাই সিকুরিটি কোয়েশ্চেন সিলেক্ট করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে কারন আমরা প্রায় সব সময় সহজ আনসার দিয়ে রাখি তাই সিক্যুরিটি আনসার দেবার সময় অবশ্যই সহজ কোনো কিছু না দিয়ে কঠিন কিছু দিন । কারন আমি দেখেছি প্রায় বেশির ভাগ এফবি ব্যাবহার কারি কোন টাউনে জন্ম গ্রহন করেছেন বা দাদি নানি পেশায় কি ছিলেন তা দিয়ে রেখেছেন যে গুলার উত্তর অনেকেই আইডিয়া করে সাবমিট করে আপনার এক্যাউন্ট টি হ্যাক করে নিতে পারে তাই সিক্যুরিটি আনসার দেবার সময় ভেবে চিনতে দিয়েন । যাতে সহজে কেউ বের করতে না পারে । না দিলে ভালো এই জন্য বললাম কারন সিক্যুরিটি কোয়েশ্চেন না থাকলে এই প্রসেসে কেউ আইডি নিতে পারবে না । 7 / বর্তমানে এফবি (Trusted Friends #Password Recovery) ট্রাস্টেড ফ্রেন্ড চালু করেছে যেটা অবশ্যই ভালো কিন্তু এইটা দিয়েও আপনার আইডি হ্যাক করে নিতে পারে । কারন আপনার ট্রাস্টেড ফ্রেন্ড সিলেক্ট করা না থাকলে যে কেঊ আপনার আইডি তে ওর ৩ টা ফেইক আইডি দিয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে বন্ধু হবে এবং পরে সামান্য চেষ্টা করেই ওই ৩ টা আইডি তে কোড পাঠাতে পারবে এবং আপনার আইডি হ্যাক করে নিবে । তাই যাদের ট্রাস্টেড ফ্রেন্ড সিলেক্ট করা নয় আজি সিলেক্ট করেন এবং আপনার আইডি সুরক্ষিত রাখেন । LIKE দিেয় Share করুন। আপনি যদি Share করেন তাহলে আপনার বন্ধু গুলো Post দেখতে পাবে । আমার দ্বারা আপনার আর আপনার দ্বারা আপনার বন্ধুর। Regards - #Next #Bangladesh Cyber Crime Investigation Cell (BCCIC)
Posted on: Tue, 23 Sep 2014 17:36:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015