= পাত্র পাত্রী নির্বাচন - TopicsExpress



          

= পাত্র পাত্রী নির্বাচন = মেয়ে পক্ষ, ছেলের যোগ্যতা: ছেলে সব বিষয়ে First Class First. ছেলে কি করে: মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরি করে। ছেলের কি আছে: অভিজাত এলাকায় বাড়ী আছে, গাড়ী আছে। ছেলের বাবা যোগ্যতা: ছেলের বাবা মেজিস্ট্রেট, সচিব ছিলেন বা বড় ব্যবসায়ী। ছেলের আত্নীয় স্বজন: আত্নীয় স্বজন সবাই স্যাটেল্ড। সবাই এলিট শ্রেনী। ছেলে পক্ষ, মেয়ের যোগ্যতা: ছেলে সব বিষয়ে First Class First. মেয়ে কি করে: বেসরকারী ব্যাংকে ইন্টর্নী করছে। মেয়ের বাবার কি আছে: অভিজাত এলাকায় বাড়ী আছে, গাড়ী আছে। মেয়ের বাবা কি করে: বড় ব্যবসায়ী আবার রাজনীতিবিদ। যেসব বিষয় কখনো ভুলেও দেখা হয় না বা জিজ্ঞেস করা হয় না:- 1. ছেলে-মেয়ের ক্বেরাত শুদ্ধ আছে কিনা? 2. ছেলে-মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজী কিনা? 3. ছেলে-মেয়ের ফ্যামিলি দ্বীনদার কিনা? 4. উভয়ে হালাল-হারাম বিষয়াদি মেনে চলে কিনা? 5. পরিবারের সবাই প্র্যাকটিসিং মুসলিম কিনা? এই হল বর্তমান মুসলিম সমাজের পাত্র-পাত্রী নির্বাচনের হাল। আমি বলছিনা উপরোক্ত বিষয়াদি দেখা যাবে না। তবে এসব বিষয়ের আগে দ্বীনকে প্রাধান্য দিতে হবে। তারপর ধারাবাহিকভাবে বাকীগুলো দেখা যেতে পারে। By:মোহাম্মদ মনিরুল ইসলাম
Posted on: Sun, 14 Jul 2013 15:48:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015