প্রতিটি সকাল মানুষকে - TopicsExpress



          

প্রতিটি সকাল মানুষকে একটি নতুন দিনের জানান দেয়। কিছু মানুষ এই সকালে ভাবে নিজের সপ্ন নিয়ে। কেউ ভাবে সারাদিনের প্ল্যান নিয়ে। কেউ থাকে তাদের জীবিকা নিয়ে ব্যস্থ। এক-কথায় বেশীরভাগ মানুষ তাদের নিজেদের নিয়ে ব্যস্ত। কিন্তু এত মানুষের ভিরে এমন মানুষ আছে যারা ভাবে অন্যদের নিয়ে। এমন মানুষ আছে যারা চিন্তা করে সমাজের গরীব-দুঃখীদের জন্য। আমরা সবাই বলি যে আমরা ব্যস্ত তাই এসব করার আমাদের সময় হয় না। কিন্তু এটা আসলে একটা ডাহা মিথ্যা। আমরা কাউ এত ব্যস্ত থাকি না। দিনে দেখা যায় ৩০-৪০ বার ফেসবুকে হানা দিয়েও বলি সময় নেই। এটাই কি আমাদের ব্যস্ততা? ইংরেজিতে একটা কথা আছে None of us are busy it all depends on preference. যার মানে হল আমরা কেউ ব্যস্ত নই আমরা কোন বিষয় কে অগ্রাধিকার দিচ্ছি সেটাই আসল বিষয়। আমরা কি এতই ব্যস্ত যে ওদেরকে সাহায্য করার কোন ইচ্ছেই আমাদের নেই?? এই আধুনিকতার যুগে আমাদের অনেকের হাতে চলে এসেছে স্মার্টফোন। যারা এত দাম দিয়ে এগুলো কিনছেন তাদের কাছে এতিম একটি ছোট্ট শিশু যেয়ে যদি কিছু টাকা বা খাবারের জন্য হাত পাতে তাদেরকে খাবার বা টাকা দেয়া তো দুরের কথা অধিকাংশ মানুষ এদেরকে দুর দুর করে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয়। গারলফ্রেন্ডের জন্য ১০০০ টাকার কেক কিনতে পারে কিন্তু দরিদ্রদের জন্য ২০টাকা দান করতে ১০০ বার চিন্তা করে। এতই কি নিচ হয়ে গেছি আমরা। মানবিকতা কি আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। আধুনিক হতে গিয়ে কি আমরা ভুলে গেছি যে আমরা সবাই মানুষ সবারই ভাবভাবে বাচবার অধিকার আছে। আমরা কি পারিনা এই গরীব- দরিদ্রদের ভালভাবে বাচতে দেবার একটি সুযোগ। ওদেরকে খুশি করতে তেমন কিছুই লাগে না। ওদের জন্য কেউ অল্প কিছু করলেও ওরা তার জন্য মন ভরে দোয়া করে। আমরা কি পারিনা অন্তত্য একজন মানুষের মুখে হাসি ফোটাতে?? একজন মানুষকে খুশি করে আপনি যে আত্মতৃপ্তি পাবেন তা যদি আপনাকে কোটি টাকা দিলেও পাবেন না। সবাই অন্তত একজন গরীব মানুষকে সাহায্য করুন। কারন সবাই যদি একজন করে গরীব মানুষকে সাহায্য করে তাহলে সেইদিন দূরে নয় যে যেদিন কোন মানুষ খাবারের জন্য মারা যাবেনা। কোন ছোট্ট শিশু মায়ের কাছে খাবারের জন্য কাঁদবে না। মুক্তি পাক মানবতা! জয় হোক মানবতার!
Posted on: Sun, 17 Aug 2014 06:39:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015