বিএনপির জ্যেষ্ঠ নেতাদের - TopicsExpress



          

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ‘নেড়ি কুত্তার’ মতো পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। আজ বুধবার সন্ধ্যা ছয়টা ৪৮ মিনিটে তাঁর ফেসবুকের পাতায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুমকি দেন। সিদ্দিকী নাজমুল আলম স্ট্যাটাস লেখেন, ‘তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব। ডাক্তার বলছিলো আরও কয়টাদিন থাকতে আর থাকতে পারলামনা কুকুরদের ঘেউ ঘেউ এর কারনে। ন্যাড়ী কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের।’ নাজমুল বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসার জন্য অবস্থান করছেন বলে ছাত্রলীগের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আজকের সংঘর্ষে পুলিশ মাঝখানে না থাকত, টিয়ারশেল না মারত তাহলে দেখাতাম। আমরা ছাত্রলীগের অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রস্তুত আছি। তাদের হাত ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত। পুলিশ ও প্রশাসনযন্ত্র ছাড়া তাদের মাঠে আসার আহ্বান জানাচ্ছি। দেখি রাজপথ কার দখলে থাকে।’ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের স্ট্যাটাসের ভাষার সমালোচনা করে আকরামুল বলেন, ‘এ ধরনের ভাষা ব্যবহার তাঁদের আজীবন লালিত সংস্কৃতি। কখনো কোনো অবস্থায় এ ধরনের অরুচিকর ভাষা ব্যবহার উচিত নয়। তবে এটা তাঁদের সহজাত বৈশিষ্ট্য। আওয়ামী লীগের নেতারা এ ধরনের ভাষা ব্যবহার করেন। সুতরাং তাঁদের উত্তরাধিকারীদের কাছ থেকে এ ধরনের ভাষা অপ্রত্যাশিত না।’ পাঠকের মন্তব্য (১৩৮) * Hossain Ahamed Hossain Ahamed • কুলাঙ্গার কাহাকে বলে? যে মানুষ তার নিজের পরিবার বা গুষ্টিতে খেয়ে পড়ে বড় হয়ে সেই পরিবারে নিজ হাতে আগুন লাগাই বা সংসারে অশান্তির সৃষ্টি করে তাহাকে কুলাঙ্গার বলে। • আমাদের দেশের সব গুলো রাজনেতিক দলের মধ্যে কুলাঙ্গারে একেবারে ভঁরা। যারা এই দেশে জন্ম গ্রহণ করে এই দেশে রাজনীতি করে দেশের সাধারন মানুষকে পুরিয়ে মারছে, বা দেশের সম্পদের ক্ষতি করছে, বা দেশের সাধারন মানুষ কে তাদের হাতিয়ার বানিয়ে দৌড়ের উপর রাখছে, দেশের টাকা বিদেশে রপ্তানি করে চ্যাম্পিয়ন হচ্ছে (বিদেশে পাচার না) • এই কুলাঙ্গাররা যত দিন দেশে থাকবে দেশের সাধারন জনগণ শান্তি পাবে না। ১২৩ ১০ * waliullah waliullah সোনার ছেলেরা পারে না এমন কোন ভাল কাজ নেই ...... আজকের ফেসবুক স্ট্যাটাস তার প্রমান । ১২১ ১৭ * Hossain Ahamed Hossain Ahamed এরা যখন নেতা হয়ে সংসদে যাবে বা দেশে দায়িত্ব হাতে নিবে তাহলে দেশের কি হবে? ১১৫ ১২ * Kiron Ahmed Kiron Ahmed এ ধরনের ভাষা ব্যবহার তাঁদের আজীবন লালিত সংস্কৃতি। কখনো কোনো অবস্থায় এ ধরনের অরুচিকর ভাষা ব্যবহার উচিত নয়। তবে এটা তাঁদের সহজাত বৈশিষ্ট্য। আওয়ামী লীগের নেতারা এ ধরনের ভাষা ব্যবহার করেন। সুতরাং তাঁদের উত্তরাধিকারীদের কাছ থেকে এ ধরনের ভাষা অপ্রত্যাশিত না।’ ৯৮ ১১ * Rafi Khan Rafi Khan ও নাকি আবার ঢাবির ছাত্র!!!! মুখের কি ভাষা!?? ওদের মত ছাত্র নামের --------- ছাত্র রাজনীতিটাকে শেষ করে দিল। ১০৭ ১৩ * ইমরুল ইমরুল কে যে ন্যাড়ী কুত্তা তা মানুষ এখন বুঝতে পারছে..... ১০০ ১৩ * Kiron Ahmed Kiron Ahmed সাবাশ, বাপের বেটা সিদ্দিকী, এই না হলে আওয়ামীলীগ, লীগ কারে কয় এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এ জাতি ১০২ ১৩ * ZOBAIR HOSSAIN ZOBAIR HOSSAIN ভাষাটা সুন্দরভাবে বলা যায়না ??? মানুষ মানুষকে এত জঘন্য ভাবে কেমন করে? ৭৩ ৬ * Rasel Twhid Rasel Twhid হা......হা........হা এরাও ছাত্র। ৬৮ ৮ * ontor ontor হা হা হা এর বেশি কিচু কি আশা করা ঝায় ? দোয়াতের মুখে কালি আর চুলার মুখে চালি ............ ৬০ ৬ * Zaman Zaman No wonder !!! That supposed to be his class. ৩৯ ৫ * Totul Totul এমন বাজে মন্তব্য শুধু বিকৃত মানসিকতার মানুষ এর পক্ষে সম্ভব। ৬০ ৫ * ইমরুল ইমরুল এই কুলাঙ্গারদের প্রটেকশনকারীরা যতদিন থাকবে কুলাঙ্গাররাও থাকবে! ১১১ ৮ * mahfuza bulbul mahfuza bulbul এর আর নতুন কী ?এরা নিজের দলের ছাত্র-নেতাদেরই তো ন্যাড়ী কুত্তার মত পিটায়। খ্যাপা কুত্তা মারার মত গুলি করে হত্যা করে। ৬৮ ৭ * mahfuza bulbul mahfuza bulbul এদের মুখেই এসব নোংরা ভাষা খুব ভালোভাবে মানিয়ে যায়। ৬৪ ৮ * mical fardin mical fardin Gi ৮ ২ * helal ahmed. qatar helal ahmed. qatar ব্যাবহার বংশের পরিচয়, সিদ্দিকীন নাজমুল আলম তার উক্তির মাধ্যমে তার পরিবার এবং লীগের পরিচয় দিল। ১৩১ ২১ * harisul harisul আগামী দিনের এমপি । তাকে ফুলদিয়ে বরন করে নাও!!! ৫৫ ৪ * মুহাম্মদ কামরুল হাসান (টিটু) মুহাম্মদ কামরুল হাসান (টিটু) ভাষার কি সুন্দর ব্যবহার নেড়ি কুত্তা!!! ওকে বাংলায় পি এইচ ডি উপাধি দেয়া উচিত। ৫৬ ৫ * সৈকত আহমেদ সৈকত আহমেদ কুত্তা টা যে কে, মানুষ তা বুঝে। ৬২ ৫ * সাইফুর সাহিন সাইফুর সাহিন ভাষা প্রতিবন্ধী আর কাকে বলে !! ৪৯ ৪ * kmdkader kmdkader এদের জন্য একটি সতন্ত্র বিশ্ববিদ্যালয় বানানো দরকার যেখানে শেখাবে আরো কুরুচিপুর্ন ভাষা কিভাবে ব্যবহার করতে হয়।ধিক্কার জানাই এদের । এই বাংলা কি আমার সোনার বাংলা। ৫১ ৪ * Arif Arif আমি ভাই ভয় পাইছি !!! ৩৭ ৪ * Engr. Md. Nurul Islam Engr. Md. Nurul Islam আমার বয়স ৩৫+। পাস বিশ্ববিদ্যালয় পাশ করে চাকরি করছি ১০ বছর হয়। ইনার বয়োস ত আরো বেশি মনে হয়। উনি কি আদুভাই লিগের সাধারণ সম্পাদক? ৬৪ ৪ * sufian sufian দলীয় প্রধান হতে সমর্থক পর্যন্ত সকল আওামীলীগদের ভাষা এক। ১১৫ ১৮ * MD.ABDUR RAHMAN MD.ABDUR RAHMAN কু - - - কা - কু - - ক - - কা - - দি - - পা - তা - ব - কু - - - কা - - - মা - - - শো - পা - ? শূণ্য- ঘরগুলো পূরণ করলেই পাওয়া যাবে কুকুর বিষয়ক একটি প্রবাদ ৩৮ ৫ * Yer Mohammad Nahid Yer Mohammad Nahid এই ছেলে যে বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করেছে সে বিশ্ববিদ্যালয়ের অনেকে বিএনপি করে । তাহলে তারা কি নেড়ী কুত্তা ? এর পতন দ্রত হবে কারন অাল্লাহ বলে একজন অাছেন । দেশের দায়িত্ব ৮৯ ৯ * Zahirul Alam Zahirul Alam বোঝা গেল ইতিপূর্বে ওনার নেড়ি কুত্তা পিটানোর অভিজ্ঞতা আছে। নেড়ী কুকুর হলো কুকুরের বাঙলাদেশী ব্রান্ড! কেউ যত্ন করে ঘরে লালন পালন করে না, রাস্তাঘাটে থাকে। মাঝে মাঝে দেখি টোকাইরা ঐ কুকুরকে তাবড়ানি দেয়, গুতা দেয়, মারে, পিটায়। নেতা তো মনে হয় ঐভাবে অভ্যাস রপ্ত করেছে। একজন মানুষ নিজেই তার ভাষা, আচরন, ব্যবহার, সম্পর্ক দিয়ে নিজের মান নির্ধারন করে, অারেকজন মানুষের মান অন্য কেউ নির্ধারন করতে পারেনা। এই বিষয়টি আমাদের রাজনীতিকরা বোঝে না। শিষ্ঠাচার, ভদ্রতা, মার্জিত আচরন; ভাষা, সততা, মানবিকতা এই বিষয়গুলো এইদেশের রাজনীতিকদের মধ্যে একেবারেই নেই। ভবিষ্যতের গুলা কেমন হবে এখন তার মহড়া চলছে। ৪৬ ২ * দেবপ্রিয় দেব দেবপ্রিয় দেব মুরুব্বি আপনি কি এখনো ছাত্র? আপনার কথাবার্তা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মত। প্রাক্তন প্রচন্ড মেধাবী ছাত্রনেতা পিন্টু কয়েক দিন আগে এক পুলিশ অফিসারকে মালায়ুনের বাচ্ছা বলে মারতে উদ্ধত হইলেন, আপনিও কি উনার মত অতি মেধাবী ছাত্রনেতা ? ৪১ ১২ * Alam Arif Alam Arif নেড়িকুত্তা কে তা রুচিবোধ, মানসিকতা আর চেহারা দেখলেই বুঝতে পারে জনগণ!! ৪৯ ৩ * helal ahmed. qatar helal ahmed. qatar আমরা জনগণ- ই বোকা, কাকের কাছে কোকিলের শুর আশা করি,আলীগ এর প্রধান তেকে শুরু করে নিচের সারির বেশিরভাগ নেতা নেত্রীর ভাষা অত্যন্ত নিচু মানের। ৯৫ ১৪ * Fahim chowdhury Fahim chowdhury মানবাধিকার এর মত এখন দেখি কুকুরাধিকার লাগবে ৩৮ ৩ * bellal bellal আহারে কি ভাষা, একে বারে খাসা, ভাই মনে হয় নিষদ্ধ প... থেকে ৩০ দিনে বাজে কথা শিখুন এর কোর্স করেছে ৩৪ ৩ * Zahirul Alam Zahirul Alam হে নেড়ী কুকুর, মানব জাতির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই, প্রাণীকূলের মধ্যে কুকুর গোত্র অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, কৃতজ্ঞ, আস্থাবান, পরোপকারী প্রাণী। কিন্তু মানুষের খারাপ আচরন ও অশ্লীলতা গুলো তোমার সাথে তুলনা করা হয়। তোমার যেহেতু এত গুন, ক্ষমা করার গুন নিশ্চয়ই তোমার মধ্যে বিদ্যমান। তুমি ঐ খারাপ মানুষগুলোকে ক্ষমা কর। ৪০ ৩ * Mahmud Hasan Mahmud Hasan রাজনৈতিক প্রজ্ঞার চেয়ে পেশীশক্তিটা বেশী মূল্যায়িত হলে, যা হয় আর কি! বেচারার কী দোষ! ২১ ৩ * Mohammad Masuduzzaman Shuvra Mohammad Masuduzzaman Shuvra ভবিষ্যৎ এ ওকে জখন পিটাবে তখন কি হবে? ২৯ ৩ * mahfuza bulbul mahfuza bulbul সাবাস সরকারের সোনার ছেলেরা।সামান্যতম লজ্জা না করে , তোমাদের পুরো চেহারাটাই দেশবাসীর সামনে তুলে ধরলে। সরকারও তেমাদের সাবাস দিবে। যদিও তোমরা নিজের দলের সোনার ছেলে/ নেতাদেরও নেড়ী কুত্তার মতই মারো। ৩৭ ৩ * abul fajol abul fajol কেবল মানুষের কাছ থেকেই আপনি ভাল ভাষা আশা করতে পারেন,অমানুষের কাছে নয়। ৫৩ ৫ * kazi s ahmed kazi s ahmed কি মধুর ভাষা মহান নেত্রীর সোনার ছেলেদের!! হুমকি ছাড়া এরা জানেইবা কি! শিক্ষা আর রুচি একেবারে ঝরে পড়ছে! চেহারাটা পুরা তামিল ছবির ভিলেনের মত। মানুষ নিজে যা অন্যকেও সেই দৃষ্টিতে দেখে, এতেই বোঝা যায় কারা আসল নেড়ী,,, ,। ৩৭ ৫ * ratan chowdhury ratan chowdhury সুযোগ পেলে আমরা সবাই ই এ রকম ভাষা ব্যবহার করি । কাকে বলব । ১১ ৩৩ * S. M. Sakhawat Mahmud S. M. Sakhawat Mahmud অরেইতো ন্যাড়ী কুত্তার মতো লাগে ৩৩ ৬ * ahad ahad আপনি অনেক দুর যেতে পারবেন। কারণ আপনার মুরব্বীরা বাংলাদেশের রাজনীতিকে যে জায়গায় নিয়ে গেছেন, তাতে আপনাদের মতো ইতর শ্রেণীর লোকদেরই জয়জয়কার। আপনার মুরব্বীদের প্রতিদিনকার রাজনীতি চর্চায়তো এরকম ভাষাই দেখতে পাই। আর দেখুন না ফেসবুকেও আপনার বক্তব্যের সমর্থকের অভাব নেই। ৩২ ৪ * Yer Mohammad Nahid Yer Mohammad Nahid এরা যে ভাবে গত কয়েকবছর ধরে দিন দুপুরে তিন বিম্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে গুলি ও চাপাতি দিয়ে মারলো তা দেখে মনে হয় এরা ১৭ কোটি মানুষকে কুত্তাই মনে করে । এখন ১৭ কোটিকে বাচাতে এদের নেড়ী কুত্তার মত দেশ থেকে তারানো উচিত । অাসুন অামরা হিন্দু, মুসলিম,বদ্ধ ও খ্রীষ্টান সবাই মিলে একতাবদ্ধ হই । ৩১ ২ * abul fajol abul fajol প্রবাদ নয়,কবিতা।কুকুরটাকে চিনতে পেরেছেনতো? ২৯ ৩ * দেবপ্রিয় দেব দেবপ্রিয় দেব চাঁদি ছোলা কালো টাক বিভৎস হাঁক ডাক আতংকে উড়ে যায় নগরীর দাঁড় কাক। লোকজন বিস্মিত একি ভাষা মুখে আজ থমথমে রাজধানী উঁকি মারে ধড়িবাজ। কানাঘুষা গুঞ্জন অলি, গলি মুখে দিবা নিশি ঘুম নেই ভীত দুই চোখে। ৪৫ ৩ * Riaz Mahmud Riaz Mahmud হালের দেশ প্রমিক চিকিতসা নিতে গেল থাইল্যান্ডে ! গনেশ উল্টালে কিন্তু এসব বাকোয়াজরা কেচোর মতো গর্তে ঢুকে যাবে । ৩৬ ৩ * Shapnik Roy Shapnik Roy হি হি হি ........ আমাদের সামনে পিছনে কিন্ত অবশ্যই র‌্যাব আর পুলিশ দিবেন। তবেই না আমরা হুমকি-ধামকীতে সফল হবো !!! ৪২ ৫ * Yer Mohammad Nahid Yer Mohammad Nahid অার এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে বড় বড় নেড়ী কুত্তা ৩৫ ৪ * abul fajol abul fajol সবাই কুকুরটাকে চিনতে পেরেছেনতো? ৩৭ ২ * Yer Mohammad Nahid Yer Mohammad Nahid ভাই ওই কুত্তাটাকে মুরুব্বি বলবেন না । কারন এদেশের মুরুব্বিদের সম্মানে অাঘাত করা হবে । ৪৫ ৩ * MD.ABDUR RAHMAN MD.ABDUR RAHMAN দেবপ্রিয় দা আপনি জানেন না ছাত্রলীগে কোনো অছাত্র নেই? আপনি কিন্তু দাদা সংবিধান লঙ্ঘণ করে ফেললেন! ছাত্রলীগের মতো আদর্শবাদী সংগঠনের আদর্শবান নেতা- কর্মীরা আপনার ঠিকানা পেলে কিন্তু খবর আছে? আর দাদা তারা পিন্টুর কাছ থেকে শিখবে কেন? আপনি কি জানেন, ছাত্রলীগের সাংগঠনিক প্রধানই একদা প্রশ্ন করেছিলেন - ছাত্রলীগের কর্মীরা কি হাতে চুড়ি পরে থাকে? কিছু করার বা শেখার জন্য তাদের পিন্টুর কাছে যেতে হবে কেন দাদা? ৪৮ ৬ * dulal dulal আসলে পুরো ব্যাপারটি মিড়িয়াতে ভূলভাবে উপস্হাপন করা হয়েছে। ন্যাড়ী কুত্তা ও বিএনপির বড় নেতা একথাটি রূপক অর্থে ব্যাবহার করা হয়েছে। ছাত্রলীগের এই মহান নেতার ন্যাড়ী কুত্তা তত্ব এই স্ট্যাটাস বুঝতে হলেে আপনাদের অনেক গভীরে যেতে হবে। ৭ ২৭ * Md.Mizanur Rahman Md.Mizanur Rahman মন্তব্য নি্শপ্রয়োজন ১৮ ৩ * Esfaquel Hoque Esfaquel Hoque আমি ঠিক বুজতেছি না আওয়ামীলীগ নামক দল টা কি হারিয়ে যাবে !! দলের প্রতিটা লোক মরণ খেলায় নেমেছে ! ক্ষমতা হারানোর ভয়ে আকুপাকু করছে ! ৩৮ ৩ * Shahryar Kabir Shahryar Kabir নেত্রীর ভাষার যা ছিরি, ওদের ভাষা আর এর চেয়ে কতো ভালো হবে। ৭৯ ১০ * shibly shibly ভাই, আপনি কি বিএনপি নেতা? ২৭ ৮ * Nurul Haque Nurul Haque ঢাবির উর্দু বিভাগের অনিয়মিত ছাত্র ছিলো! ৫৪ ৬ * Sazu Sazu Well done netta ৩ ৩১ * Mashod Mashod Digital Stupid.... ২৯ ৩ * Mortuza Khaled Milton Mortuza Khaled Milton মাত্র কয়েক জন ছাত্রলীগ ক্যাডারের ভয়ে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী যেভাবে পালিয়ে গেলো তা দেখে লজ্জাই লাগল। এসব কাপুরুষদেরকে ন্যাড়ী কুত্তার মতোই পেটানো উচিৎ। ১২ ৫৪ * আনিকা ফারাহ আনিকা ফারাহ নিচু বংশ থেকে আসছে তো! ৪৪ ৪ * Md. Amir Hossain Md. Amir Hossain যে কুকুর সে কেবল মানুসকে কুকুর বলতে পারে ৩৬ ৪ * shafayat hossain shafayat hossain উপরের একজন পাঠক কমেন্ট করেছেন এটা বিকৃত মানসিকতার পরিচায়ক। আসলে আমার মনে হয় বর্তমানে এদেশে যারা ছাত্ররাজনীতি করে তারা সবাইই এমন মানসিকতার। আজ ছাত্রলীগের সভাপতির এমন বক্তব্য মিডিয়ায় এসেছে বলেই ছাত্রলীগ একাই শুধু এমন মানসিকতা ধারন করে, এমনটা ভাবার কোন কারন নেই। হিংস্রতায়,সুবিধাবাদিতায় ও ক্ষমতালোভী মানসিকতার বেলায় সবাই এক ছাত্রলীগ,ছাত্রদল,ছাত্রশিবির সবাই.. ১৭ ৩৪ * raiyan mahmood raiyan mahmood anyone surprised with his comment! thats very normal from them. ১৮ ২ * খন্দকার খন্দকার উনার ফেসবুক স্ট্যাটাস পড়ে সবাই আজ ভাষা বিশেষজ্ঞ হয়ে গেলেন, আর তারেক রহমান লন্ডনে বসে যখন জাতির পিতার নামে গালিগালাজ করেন, তখন সেটা হয়ে যায় যুক্তি-তর্ক! ৭ ৫৫ * Helal Helal সাবাস এই না হলে ছাত্রলীগের নেতা ! সাবাস এই না হলে ছাত্রলীগের নেতা ! তোমরা এগিয়ে যাও ৫ % জনগণ তোমাদের সাথে আছে ! ৪০ ৪ * Alimul islam Alimul islam একদম ঠিক বলছেন বস। আমরাও আছি। ৪ ৩৪ * abul fajol abul fajol আপনার চোখে সমস্যা আছে। ৪০ ৪ * dr. nazrul islam dr. nazrul islam He also looks like a bulldog too . ৩০ ৪ * আনোয়ার পারভেজ আনোয়ার পারভেজ এরা একদিন পাক হানাদারদের হার মানাবে। ৪১ ৩ * HUSSAIN HUSSAIN ওদের কারনে পথ হারােচ্চ বাংলাদেশ। ৩১ ৩ * dr. nazrul islam dr. nazrul islam Everybody should be rabbis vaccinated from chatrolig . ৫২ ৫ * abdul kader abdul kader সহমত ৬ ৩৩ * abdul kader abdul kader ছাত্রলীগ,ছাত্রদল,ছাত্রশিবির তিন জাতের হিংস্র বাহিনির হাত থেকে মানুষ রক্ষা পেতে চায় । ১০ ৪০ * MMKhan MMKhan ওকে দোষ দিয়ে লাভ কী, ও তো বড়জোর ওর আরাধ্য নেত্রীর প্রতিচ্ছবি, প্রতিফলন! ৮৭ ১৩ * Ashraf Pervez Ashraf Pervez ভাআ আপনারা তো কুকুরতা মরজাদা রাখলেন না !!! after all dog has some sense. ৩১ ৩ * Muhib Hasan Muhib Hasan এই সব না বললে তার পদবি তা থাকবে? দেখে তো মনে হয় বয়স কম হয়নি। এই বয়সে ছাত্রনেতা। ৬৯ ৬ * zaman zaman ব্যাবহারে বংশের পরিচয় এটা মনিষীদের বানী আমার নয়, আওয়ামীলীগের দলীয় প্রধান থেকে শুরু করে দলের সর্ব নিম্ন ব্যাক্তিটির ও অত্যন্ত নোংরা এবং কুৎসিত ভাষা ব্যাবহার করেন,এসব ভাষা মানায় একমাত্র পথে গাঁটে রাস্তায় মানুশের অবহেলায় নির্যাতনে গাঁটে গাঁটে ঠকোর খেয়ে বড় হওয়া মানুশদের, যাদের বিতরে শিক্ষার আলো নেই এরা এমন ব্যাবহার করলে অবাক হবার কিছু থাকে না,কারন সমাজ এদের কিচ্ছু দেয়নি যা থেকে ওরা শিক্ষা গ্রহন করবে তাই প্রশ্ন জাগে আমাদের রাষ্ট্রীয় খমতা কাদের হাতে যাদের সাধারণ ভাষা গ্যান টুকু নেই তাই অনুরুধ করবো যে কেউ উদ্দেগ নিয়ে আওয়ামীলীগের উচ্চ পদস্ত নেতা থেকে শুরু করে প্রতিটি কর্মিকে একটি করে বাইল্লশিক্ষা,একটি করে আদর্শলিপি হাতে হাতে দরিয়ে দিন নাহয় ভবিষ্যৎ অনেক অন্ধকার ৪৪ ৩ * আনিসুর রহমান আনিসুর রহমান আওয়ামী লীগের নেতারা এ ধরনের ভাষা ব্যবহার করেন। সুতরাং তাঁদের উত্তরাধিকারীদের কাছ থেকে এ ধরনের ভাষা অপ্রত্যাশিত না। ৪৫ ৩ * Meer abul Hasan Al Murad Meer abul Hasan Al Murad AL Vs. BNP. Situation is now as DO OR DIE. May Allah save our country. ২৪ ৩ * সোলায়মান সোলায়মান শুধু ছাত্র লীগই নয় সবাইকেই নামতে হবে পরাজিত ঘাতকদের বিরুদ্ধে সব জায়গায়, সবখানে। ১৯ ৮১ * Fazlul Hoque Bhuiyan Fazlul Hoque Bhuiyan ঢাবি নিয়ে গর্ব করার মত অবশিষ্ট কিছু আছে কি ? ৪৮ ৪ * shoeb hasan shoeb hasan কে যে নেড়ী কুত্তা আমরা তা ভালোই জানি ৩৬ ৪ * MMKhan MMKhan চেহারা-সুরত সৃষ্টি-কর্তার দান, সেখানে মানুষের কোনো হাত নেই। কিন্তু, শিক্ষা-দীক্ষা, আচার-আচরণ-ব্যবহার, ভাষা-সংস্কৃতি --- এগুলোতো মানুষের নিজস্ব অর্জন, মানুষ নিজেই এসবের জন্য দায়ী! সৃষ্টি-কর্তা আমাকে কদাকার-কুত্সিত করে বানিয়েছে, তার মানে এই নয় আমি একজন সুন্দর মনের মিষ্টভাষী ব্যক্তি হতে পারব না, তাই না? ৭৩ ৫ * নাসিম নাসিম লেজ গুটিয়ে তো পালাবে ছাত্রলীগ নেড়ি কুত্তার মত, শুধু সময়ের ব্যাপার ৬৯ ১৭ * Fazlul Hoque Bhuiyan Fazlul Hoque Bhuiyan দাদু, এক স্ট্যাটাসেই হিট। আগামীতে সাংসদ আর মন্ত্রীত্ব ঠেকায় কে ? ৩৬ ৩ * প্রিন্স প্রিন্স নাজমুল সাহেবের উচিৎ ছিল হামলার জবাব হামলা দিয়ে করা ৷ ফেসবুকে ঘেউ ঘেউ করে লাভ কি ৷ একটা বড় দলের আহবায়ক যখন বলে দা-কুড়াল দিয়ে বেরোতে, ভারপ্রাপ্ত মহাসচিব বলেন একটা গাড়ি পোড়ালে হবে না, শত শত গাড়ি পোড়াতে হবে তখন তাদের বংশের খোঁজও কেউ নেয় না আবার তাদের কুলাঙ্গারও বলা হয় না ৷ আর একটা বড় দলের ছাত্র সংগঠনের সাধারন সম্পাদক যখন তাদের কর্মির উপর অপর দলের হামলা করার জন্য রাগ হয়ে পিটাতে চায় ৷ যদিও এখনও পিটায়নি তাতেই তার বংশের খোঁজ চলে আসলো আবার তাকে অনেকে কুলাঙ্গারও বলল ৷ দারুন লাগল তাদের বিচার বোধ দেখে ৷ আমাদেরই দোষ যে আমরা একটা দলকে সাপোর্ট করলে পুরোই অন্ধ হয়ে সাপোর্ট করি ৷ তার মন্দ দিক চিন্তাই করি না ৷ নাজমুল সাহেব মোটেও ভাল কোন স্ট্যাটাস দেননি, খুবই আক্রমনাত্বক হয়েছে ৷ কিন্তু আমরা তার সমালোচনা করতে যেয়ে তার চেয়েও খারাপ ভাষায় যদি বলি তাহলে আমাদের বংশের খোঁজ কে নেবে ? ২৪ ৮৪ * Ratul Mia Ratul Mia লিগ নেতারা বলে BNP দেউলিয়া হয়ে যাচ্ছে , আমার মনে হয় লিগ দেউলিয়া হয় যাচ্ছে কারন (১) জয় তারেক এর মত রাজনীতি বুজে না , (২) লিগে এমন কোন নেতা নেই যে নিজে ভুল শিকার করতে পারে ও অন্যের ভুল সুধরে দিতে পারে (৩) বর্তমানে যারা ছাত্র লিগ করে তারা শিক্ষিত না হে তারা ভালো রেজাল্ট করে ঠিক কিন্তু এটা তাদের জগতার ফল না। লিগে ১০~২০ বছর পরে এমন কোন নেতা থাকবে না যারা দেশ পরিচালনার দায়ত্ব নিতে পারে। এখন লিগ চলতেছে শুধু জাতির পিতা শেখ মজিব এর ছবির কারণে। জাতির পিতা বাঙালি জাতির সবার কিন্তু লিগ তার সাইনবোড বেবহার করার কারণে তার জনপিয়্তা কমতেছে। ভালো লোক লিগ করে না বা লিগে টিকতে পারে না যেমন : ডক্টর কামাল, কাদের সিদ্দিকী , সোহেল তাজ। ৪৭ ৭ * Rasel Twhid Rasel Twhid ঠিক বলেছেন ভাই, এই ভাষা না জানলে পদ থাকবে না । ১৭ ১ * Tamim Hasan Tamim Hasan So. You believe by heart that SM is father of the nation? I also do believe but not by heart, pathetically. ১৪ ৪ * Moon Moon সিদ্দিকী নাজমুল আলমকে দ্রুত দেশে ফিরে আশার অনুরোধ করছি। হঠাত কিছু সন্ত্রাসী নেংটী গুঁজে মাঠে নেমে পড়েছে। তাদেরকে এখনই শক্ত হাতে দমন করতে হবে নয়ত দেশের ও জনগনের বিরাট ক্ষতি হয়ে যাবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রলীগকে সদা সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ একটাই দেশ বিরুধীরা এ দেশের কোন অধিকারই যেন ভোগ করতে না পারে। ১৪ ৪৪ * MD Rahman MD Rahman কে দোয়া তুলসি পাতা? ছাএদল ১৯৮৭ ডাকসুর বিজয় মিছিলে মেয়েদের উপর কিভাবে হামলা করেছিল.। ৪ ১৭ * এম এম ওবায়দুর রহমান এম এম ওবায়দুর রহমান নাজমুলের ভাষা শুনিয়া ফেসবুকে ওনার সংগে আমার ১৯জন মিউচুরিয়াল ফ্রেণ্ডকে আনফ্রেণ্ড করিলাম। ৫৭ ১৪ * Md. Golam mamun Chy Md. Golam mamun Chy রতনে রতন..................... ১ ১৩ * Habib_Sumon Habib_Sumon আওয়ামীলীগের হৃদপিণ্ড পোঁচে গেছে তাই মুখ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ৪৪ ৮ * Md. Abul Kalam Azad Md. Abul Kalam Azad ছাত্রলীগের বাংলাদেশ, ভাল মানুষের দিন শেষ। ১৮ ৪ * Kazi shebley saruar Kazi shebley saruar well said ... ১৩ ১ * smahmood smahmood ছাত্রলীগের সভাপতি হিসাবে এটা যোগ্য। ১৭ ৫ * Md ziaul islam Md ziaul islam শুধু ওনার কেনো সব রাজণৈতিক ব্যাক্তির একই অবস্থা। মুদ্রার এপিঠ ওপিঠ ৬ ১১ * jamil jamil All is Well !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! What do you think ? ২ ৩ * mical fardin mical fardin এই দেশে একদিন বি ন পি ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে, সে দিন কি আপনি থাইল্যান্ডে থাকবেন নাকি বাংলাদেশে ????????? ১৮ ৩ * Badol Khan Badol Khan ভাই কেউতো কম না ! ছাএলীগ নেতা খুব খারাপ কথা বলেছে কিন্তু আপনাদের বক্তব্য দেখলাম !এখন বইসা থাইকা আর কি করবেন লাইগাযান । @Ratul Mia ,মানুসের পছনদ ,রুচি ,ব্যাবহারে কিছুটা বুঝা যায় ।আপনার বক্তব্য পড়ে একটা কথা মনে পড়ে গেল যে মাছটা ছুটে যায় সেই মাছটা না কি বড় থাকে । ৫ ১৩ * Abdun Noor Abdun Noor মাশাল্লাহ মাশাল্লাহ চৌধরী সাহেব আপনাদের জন্য দেশ এগিয়ে যাচ্ছে ! ১২ ১ * NK Rubel NK Rubel বাংলা ভাষার কি চমৎকার ব্যবহার। তোমরাই পারবে সোনা!! ১৭ ১ * এম এম ওবায়দুর রহমান এম এম ওবায়দুর রহমান ন্যাড়ী বানানটা ভুল হবে নেড়ি। লেখা পড়া না করেই ছাত্র নেতা! ৪৭ ৯ * Muazzem Chowdhury Muazzem Chowdhury This is real chatro lig they dont know anything else. ১২ ১ * mohammed a majid mohammed a majid খালি পতিল বেশি বাজে । ১৪ ১ * Sajjad Sajjad This man is teaching BNP how he wants to be treated when he will be in opposition party. ১৭ ৩ * Sarder Md. Shohel Rana Sarder Md. Shohel Rana আওয়ামীলীগের কি করুন পরিস্থিতি যে তারা আজ ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনা করছে...। ১৯ ৫ * Sheikh Khalil Sohel Sheikh Khalil Sohel চেহারা-সুরত সৃষ্টি-কর্তার দান, সেখানে মানুষের কোনো হাত নেই। কিন্তু, শিক্ষা-দীক্ষা, আচার-আচরণ-ব্যবহার, ভাষা-সংস্কৃতি --- এগুলোতো মানুষের নিজস্ব অর্জন, মানুষ নিজেই এসবের জন্য দায়ী! সৃষ্টি-কর্তা আমাকে কদাকার-কুত্সিত করে বানিয়েছে, তার মানে এই নয় আমি একজন সুন্দর মনের মিষ্টভাষী ব্যক্তি হতে পারব না, তাই না? ১২ ২ * Jehad Khan Jehad Khan তাও ভালো ন্যাড়ী কুত্তার মতো কামড়াতে চায় নাই ................... ৩৩ ৪ * Rana Rana এদের মত লোকই কয়েকদিন পর এম.পি নির্বাচনে দলের টিকিট পাবে !! দেশ তো ইতিমধ্যে গোল্লায় গেছে, আর ভবিষ্যতে এ সমস্ত লোক আসলে দেশ চিড়ে - চ্যাপটা হয়ে যাবে .. ১৪ ৩ * Shamim Ansary Shamim Ansary ও নাকি আবার ঢাবির ছাত্র!!!! মুখের কি ভাষা!?? ওদের মত ছাত্র নামের --------- ছাত্র রাজনীতিটাকে শেষ করে দিল। ১৬ ২ * Shahzahan Shahzahan এ ধরনের ভাষা ব্যবহার তাঁদের আজীবন লালিত সংস্কৃতি.... ১৭ ২ * Md. Ibrahim Khalil Md. Ibrahim Khalil তাই গর্জে ওঠো আবারো পেছনে ফেলে সামনে বাড়ো জয় বাংলা বলে আগে বাড়ো!!! দেখা হবে ময়দানে... ৬ ২৭ * M MASUDUL AMIN M MASUDUL AMIN দেশকে কুত্তার খোয়াড় বানাবে এই আর কি... ৮ ০ * Sajal Sajal এরাই আবার সরকার বদলের সাথে সাথে দল বদলাবে। ৩ ০ * Md.Ali Haider Md.Ali Haider বিএনপির বড় নেতাদের উচিত হবে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা । ২ ০ * md amirulm md amirulm ব্যবহারে বংশের পরিচয় ২ ০ * M MASUDUL AMIN M MASUDUL AMIN আবার জিগায়... ২ ০ * M MASUDUL AMIN M MASUDUL AMIN জ্বি ভাই চিনতে পেরেছি। অন্তত এই জায়গায় ভুল হয় নাই... ১ ০ * Rashed Khan Rashed Khan সাত কোটি বাঙালীর হে মুগ্ধ জননী, রেখেছো মানুষ করে বাঙালী করোনি ...চালাইয়া যান সিদ্দিক নাজমুল ভাই!!! ২ ২ * riasat riasat বাহ! সোনার ছেলেদের নেতাদের মুখের ভাষা তো এমনই হউয়ার কথা। দেশটা তো এখন তাদেরই। ৪ ০ * M MASUDUL AMIN M MASUDUL AMIN জনাব নূরুল কবির বলেছিল ক্ষমতার পালা বদল হলে ছাত্রলীগের সোনার ছেলেরা বীরদর্পে পালিয়ে যাবে... ৫ ০ * নাঈমুল হক নাঈমুল হক আমাগো এত গভীরে যাবার দরকার নেই।আপনেই ব্যাখা করেন।দলকানা হইলে যা হয় ২ ০ * শিপন ITALY শিপন ITALY শুধু নাজমুল নয় খোকাও বলেছিল দাঁ বটি কুরাল নিয়ে মাঠে থাকতে ? আমরা সব হিংসাত্মক ধ্বংসের বিরুদ্দে জনতার জানমালের ক্ষতি হয় এমন আন্দোলন চাই না । ৩ ৮ * MD SHONA MIA MD SHONA MIA He is 100% Awami League. Only Awami League can use such rude and bad language. ৩ ০ * Yer Mohammad Nahid Yer Mohammad Nahid নিজে নিজে যখন পরিচয় দিল তখন চিনলাম ১ ০ * zahid hasan zahid hasan শাবাস তোমার ব্যবহারই বলে দেয় তুমিই এদেশের ভবিষ্যত এম পি ৪ ০ * হুমায়ুন কবির হাকিম হুমায়ুন কবির হাকিম পুলিশের সাহায্যসহ না সাহায্য ছাড়া? ৩ ০ * shahin shahin what a expression ? ২ ০ * Fazlul Hoque Bhuiyan Fazlul Hoque Bhuiyan আবার জিগায় ? ২ ০ * jewelkazi jewelkazi আমি তার মন্তব্য নিয়ে কোন মন্তব্য করবনা...আমার প্রশ্ন হচ্ছে একটা ছাত্র সংগঠনের সদস্য হয়ে সে থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করার মত অর্থ পেল কোথায়??? ২ ১ * edris edris নেত্রীর ভাষার যা ছিরি, ওদের ভাষা আর এর চেয়ে কতো ভালো হবে। ২ ১ * rasel rasel ছাত্রলীগের এই অধপতনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দায়ী কম নয় কারন তাদের তিনি দমনের ব্যবস্থা করেন নি । এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত । একের পর এক হত্যা ধর্ষন অপহরন টেন্ডারবাজি সবই তারা করে যাচ্ছে ২ ১ * Md. Ruhul Alam Sharif Md. Ruhul Alam Sharif ছাত্রজীবনে এই সংঘটনটির সদস্য হয়ে কলেজ সংসদে ইলেকশনে অংশ নিয়েছিলাম এটা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছি! জাগো বাঙালি জাগো! আর ঘুমানোর সময় নাই! ১ ১ * Md. Iqtiar Hossain Md. Iqtiar Hossain মনে রাখুন জনাব বাংলাদেশে আর ছাত্ররাজনৈতিকেরা বয়সের কথা চিন্তা করে না। ছাত্র হিসাবে ক্যাম্পাসে থেকে যাওয়াই বড় কথা। আর জনাব, আপনি তো পড়ালেখা করেছেন পাশ করার জন্য। আরে এরা ..... করার জন্য। বুঝে নিন। ০ ০ * Md. Iqtiar Hossain Md. Iqtiar Hossain না পারলে কি আর এখনও আছেন? পারার কল্যাণ্যেই তো বিদেশে চিকিৎসা। তা না হলে আমার আপনার মত।
Posted on: Thu, 25 Dec 2014 04:52:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015