বাংলাদেশ এর আভ্যন্তরিন fb - TopicsExpress



          

বাংলাদেশ এর আভ্যন্তরিন fb user হিন্দু ভাই বোন দের কাছে পরামর্শ চাইছি - ------------------------------- fb তে লাইক, কমেন্ট, শেয়ার, তীব্র নিন্দা ইত্যাদি আমরা ঠিক ই করছি, কিন্তু প্রকিতপক্ষে নির্যাতিত হিন্দু পরিবারটির কি কোন আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে পারছি ? (১) তাই প্রতিটি নির্যাতন বা নির্যাতিত হিন্দু পরিবার এর পাশে সরাসরি আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়ালে কামন হয় ! অথবা আ্মাদের যারা কাজ করছে বাংলাদেশ এর বিভিন্ন জেলাতে (ছোট ছোট গ্রুপ এর নামে, বিশেষ করে young group গুলোর কথা বলছি) তাদের এই কাজ কে গতিশীল করতে আর্থিক সহযোগিতা করলেই বা কেমন হয় ! (২) যদি আপনার সঙ্গতি অনুযায়ী মাসিক অথবা এককালীন আর্থিক সাহায্য, আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট এ পাই (তাহতে পারে ৫০ টাকা থেকে শুরু করে আপনার সাধ্য মত যা হয়) তবে আমরা প্রতিটি নির্যাতন এর বিরুদ্ধে সামর্থ্য মতো লড়াই চালাতে পারব । // আপনার সুচিন্তিত মতামত আমাদের জানান // আমরা আপনার পাঠানো আর্থিক সাহায্য যে খাতএ খরচ করা হবে তা আমাদের প্রতিনিধির মাধ্যমে অথবা সরাসরি fb তে পুরো হিসাব সহ আপনাকে নিশ্চিত করে দেব। আর এই কার্যক্রম টি পরিচালনার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার টি যদি পরিচালনা করি তাহলে ই বা কেমন হয় ! আমাদের কোন দল ণেই বা আমরা কোন দলের হয়েও কাজ করিনা, আমাদের শুধু একটাই দল তা হল হিন্দুদের স্বার্থ রাক্ষা করার দল। আমাদের এই পরিকল্পনা টি আপনার কেমন লাগল তা ইনবক্স এ মেসেজ করে জানান এবং আপনার নাম ও ঠিকানা ও সাহায্যের পরিমান উল্লেখ করুন; আমরা আপনার নিকট থেকে প্রাপ্ত সাহায্যের পরিমান ও fb তে প্রচার করব। আপানার দেও অর্থ দিয়ে আমরা একটা একটা করে নির্যাতন এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাই। ----------------- পিনাকি দাস, হিন্দু স্টুডেন্টস অ্যাসোসিয়েশান, বাংলাদেশ চ্যাপটার। যোগাযোগ +৮৮-০২-৯৬১৩০৫৮, +৮৮-০১৯১১০১২২৪৯ ই-মেল 007pinaki@gmail , skype: pinaki96
Posted on: Wed, 24 Sep 2014 12:35:06 +0000

Trending Topics



>
hen he heard the squad was
Great Deals Black Friday Cosabella Talco Convertible Soft Cup Bra
From beautifully handmade quilts to super adorable handmade dolls

Recently Viewed Topics




© 2015