বিশ্বকাপের আগেই ফিরতে - TopicsExpress



          

বিশ্বকাপের আগেই ফিরতে চান আজমল! অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল। এই নিষেধাজ্ঞা নিয়ে মোটেও চিন্তিত নন আজমল। কারণ, তিনি মনে করেন তার বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে শিগগিরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এবং সেটা ২০১৫ বিশ্বকাপের আগেই। এ বিষয়ে আজমল বলেন, ‘এই নিষেধাজ্ঞা এখন আমার জন্য কোনো সমস্যা নয়। আইসিসি আমাকে বল করতে নিষেধ করেছে। কারণ, আমার কুনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। আমি জানি এটা শুধরে নেয়া যায়। তবে এমন ঘোষণা আমার জন্য বেশ হতাশার। আমি একজন যোদ্ধা। আমি জানি কিভাবে যুদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা যায়।’ আজমল বিশ্বকাপের আগেই নিজেকে শুধরে নিয়ে আসতে চান। কারণ পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলাটা তার স্বপ্ন। এই স্বপ্নকে মিলিয়ে যেতে দেবেন না, ‘পাকিস্তানের হয়ে বিশ্বকাপে খেলা ও ভালো করা আমার কাছে স্বপ্নের মতো। আমি সেই স্বপ্নকে মিথ্যে হয়ে যেতে দিতে পারি না। বিশ্বকাপের আগেই আমি মাঠে ফিরতে চাই।’ বোলিং অ্যাকশন ঠিক করতে আজমল ৫ মাস সময় পাবেন। এই সময়ের পর তিনি তার বোলিং অ্যাকশন পুনর্বিবেচনার জন্য আইসিসির কাছে আবেদন করতে পারবেন। সেই পরীক্ষায় যদি আইসিসি কোনো সমস্যা খুঁজে না পায় তাহলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন আজমল। তারকা এই অফ স্পিনারের পাশে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা। এর আগে পাকিস্তানের বেশ কয়েকজন বোলার নিষিদ্ধ হয়েছিলেন। পরে তারা বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তাদের সাহস ও পরামর্শে আজমলও বেশ ভরসা পাচ্ছেন। সুএঃ রাইজিংবিডি
Posted on: Wed, 10 Sep 2014 07:01:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015