বেসিক ইলেক্টিসিটি - TopicsExpress



          

বেসিক ইলেক্টিসিটি সাজেশন। ১। বিদ্যুত্ কী ? বিদ্যুত্ প্রয়োগের ফলে কী কী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় , বর্ণনা কর । ২। তামার /কপার বা এ্যলুমিনিয়াম পরমানুর ইলেকট্রন বিন্যাস দেখাও । ৩। রোধের বা রেজিস্টান্সের সূত্রাবলী লিখ এবং প্রমাণ কর যে R= p L/A । ৪। ওহমের সূত্রটি লিখ ও গানিতিকভাবে ব্যাখা কর অথবা রেজিস্ট্যান্স , ভোল্টেজ ও কারেন্টের মধ্যে সম্পর্ক স্হাপন কর । ৫। ইলেকট্রিক্যাল সার্কিট বা বর্তনী কি ? একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান কী কী ? ৬। সিরিজ ও প্যারালেল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ লিখ । ৭। প্যারালেল সার্কটের ক্ষেত্রে প্রমাণ কর যে , 1/Re = 1/R1 1/R2 1/R3 ....... 1/Rn । ৮। প্রমাণ কর যে , P = V^2/R এবং P= I^2R । ৯। প্রমাণ কর যে , H= I^ARt/J বা H= 0.24 I^2Rt । ১০। চিত্রসহ একটি লীড এসিড বা ভোল্টাইক সেলের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর । ১১। কীভাবে ক্যাপাসিটরসমূহ সিরিজে সংযোগ করা হয় ? প্রমাণ কর যে , 1/Cs = 1/C1 1/C2 1/C3 । ১২। ক্যাপাসিটর সমূহ কীভাবে শক্তিসঞ্চয় করে রাখে ? প্রমাণ কর যে , W = 1/2 CV^2 । ১৩। চৌম্বক ক্ষেত্র ও বলরেখা কাকে বলে ? চৌম্বক বল রেখার বৈশিষ্টগুলো কী কী ? ১৪। ম্যাগনেটিক সার্কিট কাকে বলে ? বৈদ্যুতিক সার্কিট ও ম্যাগনেটিক সার্কটিরের মধ্যে প্রধান প্রধান পার্থক্য কী কী বা সাদৃশ্যগুলো লিখ । ১৫। ফ্যারাডের সূত্র দুটি লিখ এবং প্রমাণ কর যে , e = -n d¤(ফাই) / dt (into) 10^-8 volts । ১৬। জয়েন্ট করার ধাপগুলো সংক্ষেপে বর্ণনা কর । ১৭। ব্যাটেন ওয়্যারিং করার পদ্বতিগুলো ধারাবাহিকভাবে লিখ । ১৮। আর্থিং কাকে বলে ? আর্থিং এর প্রয়োজনীয়তা কি ? ১৯। একটি বাতিকে দুইটি সুইচের সাহায্যে দুই জায়গায় হতে নিয়ণ্ত্রণ চিত্র আঁক এবং ব্যবহার লিখ । ২০। একটি ফ্লুওরেসেনট টিউব লাইটের সার্কিট চিত্র আঁক এবং কার্যপ্রণালী বর্ণণা কর । [বি : দ্র : গাণিতিক সমস্যাবলির জন্য শুধুমাত্র ৪ , ৫ ও ৯ নং অধ্যায়ের অংক গুলো প্র্যাকটিস করতে হবে । উপরোক্ত প্রশ্নগুলো বইতে রচনামূলক হিসেবে দেয়া আছে । কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো থেকে ৪ থেকে ৫ টা রচনামূলক আসলেও অধিকাংশই সংক্ষিপ্ত হিসেবে আসে । ধন্যবাদ । এগুলোই পড়ুন ] Morad Propen
Posted on: Tue, 20 Jan 2015 10:06:48 +0000

Trending Topics



iv class="stbody" style="min-height:30px;">
Pezzo sanità per campagna nazionale SEL “verso le europee
Nileshkumar Dand shared the following link and had this to say

Recently Viewed Topics




© 2015