বিসমিল্লাহির রাহমানির - TopicsExpress



          

বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফ্রিল্যান্সিং শিখুন আন্তনির্ভরশীল হোন! ফ্রিল্যান্সার হয়ে ঘরে বসে আয় করতে পারেন মাসে ২০০০০/- থেকে ৫০০০০/- টাকা। ফ্রিল্যান্সিং হতে পারে আপনার আয়ের অন্যতম উৎস যা বর্তমান বাজার ব্যাবস্থাতেও আপনাকে সাহায্য করবে সচ্ছল জীবন-যাপন করতে আর বেকারদের জন্য হতে পারে অন্যতম কর্মসংস্থান। আয়ের ব্যপারে আরও বিশালভাবে চিন্তা করুন। অনলাইন আয় করার ক্ষেত্রে কেন আপনার লক্ষ্য হবে মাত্র ডাটা এন্ট্রি করে ২০০০-৩০০০ টাকা আয়। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করার কারনে অনেক স্টুডেন্টের বর্তমান মাসিক আয় ২০,০০০/- থেকে ৫০,০০০/- হাজার টাকা। তারাও একসময় আপনার মত অবস্থানে ছিল। সেখান থেকে ৫-৬ মাসের চেষ্টাতে আজকের এ অবস্থান। সেই স্টুডেন্টগুলো পারলে আপনি না পারার কোন কারন নাই। ছাত্র-ছাত্রী, চাকুরী, ব্যাবসা, গৃহিণী থেকে শুরু করে যেকোনো পেশার মানুষ আজ ফ্রীলান্সিং এর প্রতি আগ্রহী হয়ে উঠছে। তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তথা ODESK,FREELANCER,ELANCE এ যেসব কাজ ধারাবাহিকভাবে বেশি পাওয়া যায়, সেসব কাজে আপনাকে বেশি দক্ষ হতে হবে এবং এই মার্কেটট্রেন্ড বিবেচনা করে Advance IT Center আয়োজন করছে ৩ মাস ব্যাপি Advance Online Earning and Mastering Odesk প্রশিক্ষণ। যার মধ্যে থাকছে WEB Design, Graphic design, SEO, SMM, AFFILIATE MARKETING, WEB RESEARCH, E-COMMERCE, Craigslist AND MORE. কোর্স চলাকালীন এবং কোর্স পরবর্তী যেকোনো সময়ে ONLINE SUPPORT দেয়া হবে। প্রতিটা ক্লাস শেষে নির্ভরযোগ্য বাংলা এবং ইংলিশ টিউটোরিয়াল প্রদান করা হয়। একমাত্র আমরাই কোর্স চলাকালীন সময়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার প্রথম জবের নিশ্চয়তা দিচ্ছি। ক্লাস শুরু হবে আগামী ১লা ফেব্রুয়ারী ২০১৪ (শনিবার) রেজিষ্টেশন এর শেষ সময় ১লা ফেব্রুয়ারী ২০১৪ (শনিবার) ওয়েবসাইট ঃ advanceitcenter/ আসন সংখ্যা সীমিত, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে। প্রশিক্ষন সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ -০১৭১৭২৬৮৩৮৫-০১৭১৯০৮০৮৭৯ বি.দ্রঃ আমাদের ভর্তিতে একটা শর্ত আছে তা হল আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে , এমন একদিন আসবে যখন ফ্রিল্যান্সিং- -ই হবে অনেকের একমাত্র পেশা। থাকবেনা চাকুরির উপর নির্ভরশীলতা, থাকবেনা বেকারত্ত্ব। হবে সবাই স্বাবলম্বী। ধন্যবাদ সবাইকে । ----- (Advance IT Center)
Posted on: Sun, 26 Jan 2014 17:27:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015