বিয়ে করতে যাচ্ছেন? আছে - TopicsExpress



          

বিয়ে করতে যাচ্ছেন? আছে খরচ কমানোর কিছু অভাবনীয় কিছু উপায় - সময় এবং খরচ বাঁচাতে একজন ওয়েডিং কো-অর্ডিনেটরের সাহায্য নিন অধিকাংশ কনে মনে করেন যে বিবাহ অনুষ্ঠান আয়োজনের জন্য পেশাদার কারও সাহায্য নেয়া অনেক ব্যয়বহুল। ব্যাপারটি সম্পূর্ণ বিপরীত। একজন পেশাদার ওয়েডিং প্ল্যানার বরং আপনার মূল্যবান অর্থ এবং সময় যাতে অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তারা অনেক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে মূল্যছাড়ের মত বিষয়ের দিকেও খেয়াল রাখেন। বাংলাদেশে বিবাহ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা একদম কম নয়। বিডি ওয়েডিং প্ল্যানারস নামের একটি প্রতিষ্ঠান বেশ কিছু বছর ধরেই সাফল্যের সাথে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিবাহ অনুষ্ঠান আয়োজন করে আসছে। নানা রকম প্যাকেজ ও সুবিধা সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন তাদের ওয়েবসাইট। এছাড়াও আছে এছাড়াও বাংলাদেশে এধরণের উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের মধ্যে আছে, বিডি পার্টি প্ল্যানারস এবং অনন্ত ইভেন্টস । অনুষ্ঠানে খাদ্য সরবরাহের সাথে আপনার বাজেটের সামঞ্জস্য রাখুন খাদ্য সরবরাহের জন্য ক্যাটেরারের খোঁজ করার আগে অতিথির সংখ্যা, অনুষ্ঠানের থিম ইত্যাদি বিষয় মাথায় রাখুন। খাবার যদি অনুষ্ঠানস্থলে তৈরি করাতে চান সেক্ষেত্রে কোন আলাদা চার্জ লাগবে কিনা, খাবার বেঁচে থাকলে সেগুলোর বন্দোবস্ত কিভাবে হবে – ইত্যাদি সম্পর্কে জেনে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবারে মেন্যু নির্ধারণ করা। অনেকে শুধু খাবারের পেছনেই পাহাড়সমান অর্থ খরচ করে পরে বিপাকে পড়েন। আপনার সাধ্য ও অতিথিদের রুচির মধ্যে সমন্বয় ঘটিয়ে খাবারে মেন্যু ঠিক করুন। ক্যাটেরার প্রতিটি খাবারের পদ অনুসারে কত টাকা চার্জ করবে তা আগে থেকে ভালোমত জেনে নিন। ক্যাটারিং সার্ভিস ঠিক করার আগে তারা কতদিনের অভিজ্ঞতা সম্পন্ন সে বিষয়টি জেনে নিতে ভুলবেন না। রাজধানী ঢাকার এমন কিছু ক্যাটারিং সার্ভিসের ঠিকানা ও ফোন নাম্বার নিচে দেয়া হলো - অনুষ্ঠানে ফুলের ব্যবহারের দিকে নজর দিন ফুলের খরচের চেয়ে কিন্তু অনেক সময় ফুল সাজানোর খরচ বেশি হয়ে যায়। এ সমস্যা এড়াতে আত্মীয়-স্বজন এর উপর ফুল সাজানোর দায়িত্ব দিতে পারেন। অনুষ্ঠানে যেন খাবারের টেবিলে সেন্টারপিস হিসেবে ফুলের ব্যবহার না থাকে সেদিকে নজর রাখতে পারেন। তাছাড়া, ফুলের পরিবর্তে মোমবাতি, নুড়ি-পাথর ইত্যাদি ব্যবহার করেও খরচ অনেক কমিয়ে আনা যায়। আপনার ক্রেডিট কার্ডটি তুরুপের তাস হিসেবে ব্যবহার করুন যদি ব্যাংকে আপনার কোটি কোটি টাকাও গচ্ছিত থাকে, তবুও বিয়ের অনুষ্ঠানের বেশিরভাগ খরচই ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করার চেষ্টা করুন। এতে করে কোন অঘটন ঘটে গেলেও আপনার অর্থের সুরক্ষা নিশ্চিত থাকবে। মনে করুন, আপনি একজন বিখ্যাত আলোকচিত্রিকে অনুষ্ঠানের ছবি তোলার জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে বুক করলেন। সেই আলোকচিত্রি যদি অনুষ্ঠানের আগেই দূর্ভাগ্যবশত কোন দুর্ঘটনায় পড়েন, তবে আপনার পুরো বুকিং মানিটাই ক্রেডিট কার্ডে আবার জমা হয়ে যাবে। ক্যাশ টাকা দিলে সেটা হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারত। এভাবে আপনার ক্রেডিট কার্ড অনেকটা ফ্রি ওয়েডিং ইন্সিওরেন্স পলিসির মত কাজ করবে, সুতরা্ং এর সদ্যবহার করুন। দাওয়াতের কার্ড ছাপাতে কোনভাবেই বেশি অর্থ খরচ করবেন না বিশ্বাস করুন আর নাই করুন, অতিথিদের কাছে দাওয়াতের কার্ডের চেয়ে অনুষ্ঠানটাই মুখ্য। তাই অযথা ঝলমলে দাওয়াত কার্ডের পেছনে একগাদা অর্থ নষ্ট করা থেকে বিরত থাকুন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ঘরে বসে নিজেরাই দাওয়াত কার্ডের নকশা করে তা ছাপিয়ে নিতে পারেন। এতে খরচ অর্ধেকে নেমে আসবে। আজকাল কার্ড নকশা করার এমন অনেক সফটওয়্যার ইন্টারনেটেই বিনামূল্যে পাওয়া যায়। গান-বাজনার আয়োজনে একেবারে নতুন কোন সংগীত প্রতিভাকে আমণ্ত্রণ জানান বিয়ের অনুষ্ঠানে নামি কোন রক ব্যান্ডের গান শোনার ইচ্ছা কম-বেশি আমাদের সবারই থাকে। কিন্তু তা সামর্থ্যে কুলিয়ে ওঠে না। এই সমস্যার একেবারেই সহজ সমাধান হলো মিউজিক স্টুডেন্টদেরকে অনুষ্ঠানের গান-বাজনার সামগ্রিক দায়িত্ব দেয়া। একেবারেই নতুন সংগীত শিল্পীদের পারফরম্যান্স নিয়ে যদি চিন্তিত থাকেন, তবে অনুষ্ঠানের বেশ কয়েকদিন আগে থেকেই তাদেরকে রিহার্সেলে বসিয়ে দিতে পারেন। স্থানীয় মানুষের অভিজ্ঞতা কাজে লাগান এদিক সেদিক একটু জিজ্ঞাসা করলেই বিবাহ অনুষ্ঠান আয়োজনে আপনি নানাজনের কাছ থেকে অনেক রকম সুবিধা পেতে পারেন। বর-কনের পোশাক, খাবারের মেন্যু নির্ধারণ, বরের জন্য বিশেষ টাইয়ের খোঁজ, কমিউনিটি সেন্টারটি ফুলে সাজানো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় মানুষেরা আপনাকে সহায়তা করতে পারবেন। তবে কাউকে এ সম্পর্কে কোন দায়িত্ব দেয়ার আগে স্পষ্টভাবে নিজের পচ্ছন্দ-অপচ্ছন্দের কথা জানিয়ে দিতে ভুলবেন না যেন। https://facebook/europieanclothstore We have Professional photograph @ 01766546690
Posted on: Sat, 06 Jul 2013 09:54:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015