সাবক্লাভিয়ান স্টিল - TopicsExpress



          

সাবক্লাভিয়ান স্টিল সিনড্রোম - শরীরের এক পার্টের রক্ত আরেক পার্ট চুরি করে নেয় যেই সিনড্রোম-এ! ব্যপারটা বেশ ইন্টারেস্টিং - এক্সপ্লেইন এর আগে কিছু বেসিক কথা বার্তা বলে নেই, আমাদের শরীরে সব জায়গায় রক্ত ছড়িয়ে পড়ে হার্ট থেকে, আর বিভিন্ন ভেসেল দিয়ে তা শরীরের সব অংশে পৌছে যায়। আমাদের ব্রেনের রক্ত সাপ্লাই হয় ক্যারোটিড আর্টারি আর ভার্টিব্রাল আর্টারির মাধ্যমে আর আমাদের ২ হাত এ রক্ত যায় সাবক্লাভিয়ান আর্টারির মাধ্যমে, এই সকল আর্টারিই হার্টের গ্রেট ভেসেল এ্যাওর্টা থেকে আসে (ভার্টিব্রাল আর্টারি ছাড়া, সেটা সাবক্লাভিয়ান এর ব্রাঞ্চ)। ধরুন কোনো কারনে আমাদের হাতের জন্য যেই আর্টারি অর্থাৎ সাবক্লাভিয়ান আর্টারি ব্লক হয়ে যায়, সে ক্ষেত্রে হাতের রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাবে, কিন্তু যদি এই ব্লকেজ ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চিং হওয়ার পূর্বে হয়, সেক্ষেত্রে দেখা যায় ব্রেনের রক্ত ভার্টিব্রাল আর্টারি ঘুরে হাতে সাপ্লাই দেয়, বলতে পারেন সাবক্লাভিয়ান অনেকটা ব্রেনের রক্ত উলটা ভাবে চুরি করে হাতে সাপ্লাই দেয়, অবশ্য এরকম কোনো মানুষের হলে তার মাথা হালকা লাগা, ঘুম ঘুম লেগে থাকা, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া থেকে শুরু করে চোখে দেখার সমস্যাও হতে পারে! এমন ক্ষেত্রে মানুষের দুই হাতের ব্লাড প্রেসার দুই রকমের হয়! Subclavian Steal syndrome, where due to blockage of subclavian artery, ipsilateral upper arm get its blood supply from the vertebral artery in a retrograde fashion, which was actually supplied to Brain for its circulation. In this case affected person may develop dizziness, vertigo, syncope or visual disturbance! In this situation, Blood pressure of both arm varies!
Posted on: Thu, 21 Aug 2014 15:02:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015