সাবজেক্ট রিভিউ- 11 - - TopicsExpress



          

সাবজেক্ট রিভিউ- 11 - অর্থনীতি Economics is the study of choice under condition of scarcity. সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরন-অর্থনীতির মূল ভিত্তি । অর্থনীতির আলোচনার দিক বিশাল ও বিস্তৃত যেমন- চাহিদা,যোগান ,উৎপাদন, কম খরচে সর্বচ্চো মুনাফা অর্জন,বাজার ব্যবস্থাপনা, বাজেট নির্ধারণ,ব্যবসায় নীতি নির্ধারণ, ব্যাংক ব্যবস্থাপনা, মুদ্রা নীতি, বন্টন ব্যবস্থা,ইন্টার ন্যাশনাল ইকোনমিক্স , সর্বপরি অর্থনৈতিক সকল বিষয় নিয়ে আলোচনা করে। অর্থনীতির ক্ষেত্রসমূহঃ • বাংলাদেশের ব্যাংক সেক্টর তুলনামুলক ভাবে অনেক ভালো সুতরাং অর্থনীতির ছাত্র ছাত্রীরা তুলনামুলকভাবে বেশি সুবিধা পাবে। • বেসরকারি কোম্পানি গুলোতে এই সাবজেক্টে ভাল চাহিদা আছে। • যাদের শিক্ষকতার প্রতি আগ্রহ আছে তাদের জন্য আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অনেক সরকারি বেসরকারি কলেজ।(বাংলাদেশে কিছু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বাদে সবখানে অর্থনীতি বিভাগ আছে) • প্রশাসনেও আছে অর্থনীতির অবাধ বিচরণ। • আধুনিক এই শিল্পায়ন ও নগরায়নের যুগে অর্থনৈতিক দিকটাকে প্রাধান্য দেয়া হয়। সুতরাং সকল নীতি নির্ধারনের জন্যে অর্থনীতির একটা আধিপত্য লক্ষণীয়। • মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে ও চাকরির সুযোগ রয়েছে। • বিশ্বের সকল ভাল ও নামকরা বিশ্ববিদ্যালয়ে আছে স্কলারশিপের সুযোগ। • আর যারা উদ্যোক্তা হতে চাও অর্থনীতি হবে তাদের জন্য উপযুক্ত সাবজেক্ট। • এবং আরো আছে.....। তুমি ও হতে পারো দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ। এমনকি তোমার মাধ্যমে দেশ পেতে পারে নোবেল পুরস্কার। আশা করি তোমরা তোমাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষে যাবে।
Posted on: Fri, 26 Dec 2014 14:25:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015