: সন্ধ্যায় রিকশা করে - TopicsExpress



          

: সন্ধ্যায় রিকশা করে ইন্ডিরা রোড যাচ্ছিলাম, আত্নীয়র বাসায়। হঠাৎ দেখলাম সাইকেল চালানো ১৫ কি ১৬ বছরের একটা ছেলে এক মধ্য বয়স্ক লোকের গায়ের উপর প্রায় সাইকেল তুলে দিচ্ছে। লোকটা ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠতেই, সেই ছেলে উলটো লোকটিকে ঝাড়ি দিলো। কানা নাকি দেইখা চলতে পারেন না? পায়ে ব্যথা পেয়ে মধ্য বয়স্ক লোকের মেজাজ তখন সপ্তমে, অসভ্য বেয়াদব বলে বকাঝকা শুরু করেছেন তিনি। ছেলেটাও সটান সাইকেল ঘুরিয়ে স্পীড বাড়িয়ে যেতে যেতে বলতে থাকলো, বুইড়া, সয়তান, কুত্তা... আরও নানা গালি। মধ্য বয়স্ক লোক উত্তেজিত হয়ে সাইকেলের পেছনে দৌড়াতে শুরু করলেন। ছেলেটা সাইকেল চালিয়েই যাচ্ছে আর আরও নোংরা নোংরা সব গালি দিয়ে যাচ্ছে। আমার রিকশা লোকটার পাশে পাশে চলছে। আমি রিকশা থামিয়ে লোকটিকে থামালাম। তারপর বললাম, আংকেল, কেন অযথা ছেলেটার পেছনে দৌড়ে নিজেকে ক্লান্ত করছেন, সময় অপচয় করছেন? যে ভুল করে, বেয়াদবি করে চোরের মত পালিয়ে যায় তাকে ধাওয়া করে কি পাবেন? আর কি শিক্ষা দিবেন? তার চেয়ে বরং মাফ করে দেন। মধ্যবয়স্ক লোকটি বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, কত বড় অসভ্য ছেলে দেখেছেন? আজ কালকার ছেলে... আমি আবারও নরম স্বরে বললাম, আংকেল, শান্ত থাকেন, বাসায় যান। ছেলেটাকে মাফ করে দেন। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে, ক্লান্তভাবে ব্যথা পাওয়া পা টেনে টেনে চলে গেলেন। পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কি জিনিস কী? মন্ডা, মিঠাই, চিনি? নাহ,পৃথিবীতে সবচেয়ে বেশি মিষ্টি হল, মানুষের মুখের কথা, মানুষের ভালো ব্যবহার। ছেলেটার নোংরা ব্যবহারে যে লোকটি হিংস্র হয়ে গিয়েছিলো। ভালো কথা বা ভালো ব্যবহারে সেই লোকটিই আবার শান্ত হয়ে গেলো। What you do not want others to do to you, do not do to others. -Confucius
Posted on: Thu, 17 Oct 2013 16:00:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015