্ব ১, বাংলাদেশের শিক্ষা - TopicsExpress



          

্ব ১, বাংলাদেশের শিক্ষা কয় স্তরবিশিষ্ট? উঃ ৪ স্তর ২, উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? উঃ হান্টার শিক্ষা কমিশন ৩, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দেবে? উঃ রাশিয়া ৪, ডিএই (DAE) বাংলাদেশ সরকারের কী বিষয়ক সংস্থা ? উঃ কৃষি ৬, বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী ? উঃ হিন্দু ধর্ম ৭, বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘের রায় দিয়েছে? উঃ ১৪ মার্চ ২০১২ ৮, আয়তনে কোনটি বড় বিভাগ ? উঃ চট্টগ্রাম ৯, ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে ঘোষিত? উঃ ষাট গম্বুজ মসজিদ ১০, মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত ? উঃ কুড়িগ্রাম ১১, ধানসিঁড়ি নদীটি কোথায় অবস্থিত? উঃ ঝালকাঠি জেলা ১২, ‘VAST’ বলতে কি বোঝায়? উঃ Very Small Aperture Terminal ১৩, বাংলাদেশ সফর কারী প্রথম বিদেশী সরকার প্রধান কে? উঃ ইন্দিরা গান্ধী ১৪, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মহিলা কে? উঃ নিশাত মজুমদার ১৫, বাংলাদেশের মানুষের গড় আয়ু? উঃ ৭০ বছর ১৬, কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য JOIN KREAN হাফিজ বিসিএস গ্রুপ হাফিজ বিসিএস গ্রুপ
Posted on: Sun, 25 Jan 2015 14:01:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015