২০০৮ সালে Marketing Pilgrim-এ - TopicsExpress



          

২০০৮ সালে Marketing Pilgrim-এ ইন্টারনেট মার্কেটিং নিয়ে কিছু ভবিষৎবাণী করি, যার মধ্যে গুগলের সার্চ প্রিভিউ, ইনস্ট্যান্ট সার্চ, সোশাল মিডিয়ার দাপট, ট্যাবের দাপট (নামটা বা আই-প্যাড তখনও আসেনি, আমি ওটাকে Handheld বলেছিলাম), উয়িজেটের দাপট, ইত্যাদি বাস্তবে রূপ নিয়েছে। মোবাইল অপারেটরের পতন, ওয়েব-ব্যাসড মার্কেটিং এনালিটিক্স এর আবির্ভাব, টিভি-ইন্টারনেট-মোবাইল ফোন একই মাধ্যমে চলে আসা (কমেন্টে বলেছি), ইত্যাদি আজ বাস্তব না হলেও আমরা জানি যে এগুলো যেকোনো দিন বাস্তবে রূপ নিবে। পেশায় ভবিষ্যৎবক্তা না হলেও (কিছুটা হস্তরেখার বিদ্যা আছে :-)) নিজের ভবিষৎবাণীর উপর কিছুটা ভরসা আছে। তাই আমি সামনের ৫-১০ বছরের কিছু প্রযুক্তিগত ভবিষ্যৎবানী করতে চাইঃ WAP যখন এসেছিলো, তখন আমার এক বন্ধু বলেছিল, এটাই ভবিষ্যৎ। কিন্তু, খুব অল্প সময়ের ভিতরেই, ওয়াপ ম্লান হয়ে যায়। আবার অনেকে এখনও বলছেন মোবাইলই ভবিষ্যৎ। কিন্তু, যদি অতীত দেখি, আপনার ঘরে ক্যাসেট প্লেয়ার, ভিসিডি প্লেয়ার, ক্যামেরা, রেডিও, এমনকি টিভি এখন একটি যন্ত্রে চলে এসেছে। এই যন্ত্র ছোট হয়ে যাওয়াটাই এখানে মুখ্য নয়, বরং বড় বড় সব যন্ত্রকে একত্রীকরণই (convergence) ভবিষ্যৎ। Mobile is not the future, convergence is! আর যদি অতীত থেকে আমরা শিক্ষা নেই, তাহলে এখনকার আপনার যন্ত্রপাতির দিকে তাকান। আপনার ল্যাপটপ, মোবাইল, ট্যাব, টিভি এখন আলাদা যন্ত্র। কিন্তু, ভবিষ্যতে সব এক হয়ে যাবে। কিন্তু, ল্যাপটপের মতো বড় কিছুর ফ্লেক্সিবিলিটি কেমন করে পাবেন মোবাইল ফোনে? টিভি যেভাবে পাতলা হচ্ছে দিন দিন, একটা সময় পাতলা সীটের ভাজকরা যায় এরকম স্ক্রীন পাওয়া যাবে। যা মেলে ধরলে ৬০" আর ভাজ করলে ৬" স্ক্রীন করা যাবে। আর খুব সহজেই পকেটে নিয়ে ঘুরা যাবে। তাই যারা ওয়েবসাইট আর অ্যাপ রেস্পন্সিভ করার চিন্তা করছেন না, তারা একটু পিছিয়ে আছেন। Mobile is not the future, flexibility (aka responsive) is. ড্রপবক্স-এর মতো অনেক ওয়েব অ্যাপ তৈরি হয়েছে। যেমনঃ গুগল ড্রাইভ, স্কাই ড্রাইভ, আইক্লাউড, কপি.কম, সুগারসিঙ্ক, ট্রেসরইট, ইমেজ শেয়ারিং এর জন্য আরও অনেক অ্যাপ। এগুলোর কল্যাণে, আপনার সব ফাইল যেকোনো যন্ত্র থেকে দেখতে পাচ্ছেন। কিন্তু, অপারেটিং সিস্টেম এখনও স্ট্যান্ডএলোন, মানে ইন্সটল করে নিতে হয়। কিন্তু, ভবিষ্যতে আপনাকে হয়তো অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হবে না। ওয়েব থেকে সার্ভিস হিসাবে নেওয়া যাবে। আপনার শুধু একটা ডিভাইস আর ব্রাউজার লাগবে আপনার সব ফাইল অ্যাক্সেস করতে। ইচ্ছামত মেমোরি রাখতে পারবেন ক্লাউডে। Mobile is not the future, cloud computing is. ভবিষ্যতে আপনাকে হয়তো কিছু বয়ে নিতে হবে না। কোন পাবলিক প্লেসে কোন ডিভাইসকে বানিয়ে নিতে পারেন আপনার মোবাইল, ল্যাপটপ, বা টিভি। ইন্টারনেট থাকলে যেকোনো জায়গা থেকে আপনি সব পেয়ে যাবেন। ইন্টারনেট একটা সর্বগ্রাসী মিডিয়া। অন্য মিডিয়াকে ইন্টারনেট খেয়ে ফেললে আপনি চলাফেরা অনেক বেশি স্বাধীন হয়ে যাবে। Mobile in not the future, mobility is. আর যারা বর্তমানের মিডিয়াগুলোকে আসল মেনে মার্কেটিং করছেন আর ইন্টারনেট মার্কেটিং এর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান, আমি আসলে আপনাদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। #mobileisnotthefuture #mobiletehnology #techprophecy #couldcomputing #responsive
Posted on: Mon, 07 Oct 2013 23:41:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015