[Happy Birthday] আজ রাশিয়ান - TopicsExpress



          

[Happy Birthday] আজ রাশিয়ান বংশোদ্ভূত ডাচ পদার্থবিজ্ঞানী আন্দ্রে গেইম (Andre Geim) –এর ৫৬তম জন্মবার্ষিকী। তিনি ১৯৫৮ সালের ২১ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাচিতে জন্মগ্রহন করেন। ১৯৮২ সালে তিনি Moscow Institute of Physics and Technology থেকে মাস্টার্স ও ১৯৮৭ সালে Russian Academy of Sciences থেকে PhD ডিগ্রি লাভ করেন। এরপর তিনি গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত হন। তিনি গ্রাফিন (Graphene) সম্পর্কিত গবেষণার জন্য সর্বাধিক পরিচিত। তিনি গেকো টেপ (Gecko Tape) ও ডায়াম্যাগনেটিক লেভিটেশন (Diamagnetic Levitation) -এর উপরেও কাজ করেছেন। ২০১০ সালের ৫ অক্টোবর তিনি ও তার সহকর্মী কনস্টানটিন নভোসেলভ (Konstantin Novoselov) যুগ্মভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। নোবেল কমিটি তাঁর কর্মের স্বীকৃতি হিসেবে বলেছে- ‘দ্বিমাত্রিক গঠনবিশিষ্ট পদার্থ গ্রাফিনের উপর তাঁর অসাধারণ পরীক্ষার জন্য তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হল’। বর্তমানে তিনি Manchester Centre for Mesoscience and Nanotechnology –তে অধ্যাপনা করছেন।
Posted on: Tue, 21 Oct 2014 01:20:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015