"IUT সম্পর্কে কিছু কথা" IUT - TopicsExpress



          

"IUT সম্পর্কে কিছু কথা" IUT কি?? এই প্রশ্নটা অনেক সময় অনেককেই ফেস করতে হয়, অস্বীকার করি না ঢাকার বাইরে পরিচিতি কম, অনেকে ভর্তি পরীক্ষা দেয়ার সময় ই IUT এর সাথে পরিচয় হয়, যদিও পরবর্তীতে যারা ইঞ্জিনিয়ারিং এ থাকেন তাঁরা IUT কে ভালভাবেই চিনতে পারেন, তাই প্রথমেই কিছুটা পরিচয় দিয়ে নেই। ISLAMIC UNIVERSITY OF TECHNOLOGY (IUT) ঢাকার উত্তরা থেকে কিছু দূরে গাজীপুরের বোর্ডবাজারে, যা ORGANISATION OF ISLAMIC CO-OPERATION (OIC) এর একটি subsidiary organ সরাসরি OIC এর তত্ত্বাবধানে পরিচালিত। এখানে OIC এর ৫৭ টি দেশের শুধু মাত্র মুসলিম ছাত্ররা পড়ার সুবিধা পায়। যেহেতু বাংলাদেশ OIC এর একটি সদস্য এবং host country তাই মোট ছাত্রের প্রায় ৬০%-৭০% বাংলাদেশি এবং বাকিরা অন্যান্য দেশের ছাত্র। এখানে BSC পড়ার জন্য ৪টি department আছে, যেগুলো হল EEE (Electrical & Electronics Engineering), CSE(Computer Science & Engineering), MCE (Mechanical & Chemical Engineering) এবং CEE (Civil & Environmental Engineering). EEE, CSE, MCE এর maximum ১২০-১৩০ রেগুলার (স্কলারশিপ) এ পরতে পারে, বাকি প্রায় ৪০ জন এবং CEE এর ৫০ জন self-finance এ পড়ে। আর IUT এর পরিবেশ, খাবার, আবাসন ব্যবস্থা, চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা সম্পূর্ণরুপে আন্তর্জাতিক মানের, আর হ্যাঁ অবশ্যই এবং অবশ্যই ক্যাম্পাসে সম্পূর্ণভাবে রাজনীতি শুধু নিষিদ্ধই না, ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবেই রাজনীতি থেকে দূরে থাকে, বাংলাদেশের অভ্যন্তরীণ কোন ঘটনাই IUT এর academic calendar কে কোন ভাবে প্রভাবিত করতে পারে না। এখন ভর্তি পরীক্ষার প্রসঙ্গে আসি, যে বিগত বছরের আলোকেই বলব, IUT এর ভর্তি পরীক্ষার বিগত কোন বছরের প্রশ্ন বাহিরে পাওয়া যায় না তাই এখানে পরীক্ষা দেবার আগে অনেকেই confusion এ থাকে। এখানে ৪টি বিষয়ে পরীক্ষা হয়, PHYSICS (30), MATH (30), CHEMISTRY (20), ENGLISH (20), এই ১০০ নাম্বার এর MCQ ও তোমার SSC এবং HSC এর ১০০ নাম্বার মোট ২০০ নাম্বার। অন্যান্য ভার্সিটির মতই প্রশ্নের মান হয়, কিন্তু এখানে প্রশ্ন হয় সম্পূর্ণ English Medium এ। যেমন যদি প্রশ্ন আসে উত্তল/অবতল লেন্সের ফোকাস দূরত্ব দেয়া আছে, ক্ষমতা বের করতে হবে তাহলে খুব সহজেই তোমরা পারবে কিন্তু এখানে যদি Convex/Concave লেন্সের কথা বলা থাকে অনেক ক্ষেত্রেই তোমরা প্রশ্নই বুঝতে পারবে না, তাই সহজ প্রশ্ন ভুল করলে পরীক্ষা খারাপ হতে পারে, এজন্য IUT তে ভর্তি পরিক্ষায় ক্যাডেট কলেজের ছাত্ররা ভাল করতে পারে বেশি। তাই সহজ কিছু উপায় বলি। PHYSICS এর সবগুলোর English terms জানতেই হবে, MATH এ ত্রিকোণমিতি/ ক্যালকুলাস খুব বেশি English terms জানার দরকার হয় না কিন্তু বীজগণিত/ জ্যামিতি/ বলবিদ্যা/ বিচ্ছিন্ন গনিতে জানতে হবে। CHEMISTRY এ reaction গুলো জানলেই হবে কিন্তু রসায়নের অন্যান্য বিষয় এর ইংরেজি টার্ম গুলো জানতে হবে। এখন আসি English question এ যা অন্যান্য ভার্সিটির ভর্তি পরীক্ষার চেয়ে IUT এর English পরীক্ষার প্রশ্ন কঠিন আসে, English 20 marks এর হয়, যেখানে (গত বছর অনুযায়ী) Synonym/Antonym, Passage, Fill in the gaps এবং MCQ থাকে, IUT এর প্রশ্নের pattern এর সাথে IBA এর pattern এ কিছু মিল থাকে (GRE/GMAT/SAT টাইপ এর), কিন্তু এটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, কারণ অন্যান্য বিষয়ে খুব ভাল করতে পারলেই chance পাওয়া সহজ হয়ে যায়। তোমরা আশা করি IUT এর ভর্তির নোটিশ দেখেছ। টেলিটক সিমের মাধ্যমে apply করতে হবে, যার জন্য ৫০০ + সার্ভিস চার্জ ৫০ = ৫৫০ টাকা লাগবে, ফিরতি এসএমএস এ পরবর্তী করনীয় জানতে পারবা। Details জানার জন্য তোমরা iutoic-dhaka.edu/ এই ওয়েব অ্যাড্রেসে যেতে পারো। পরিশেষে বলি ভয় পাওয়ার কিছুই নেই। কঠিন প্রতিজ্ঞা ও দৃঢ় মনোবল নিয়ে তোমরা এগিয়ে চল, জয় তোমাদের হবেই হবে,কারণ প্রচণ্ড বড় হবার ইচ্ছাই মানুষকে বড় করে তোলে। শুভ কামনা রইল। মুল লেখক - ফাহিম আহমেদ (somewhereinblog থেকে সংগৃহীত ও কিছুটা পরিমার্জিত)
Posted on: Wed, 28 Aug 2013 07:26:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015