#MustReadPost টেস্ট ক্রিকেট - TopicsExpress



          

#MustReadPost টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন MS Dhoni স্বাভাবিকভাবেই দেশের বীরপুরুষ ফেসবুকার যা ঝাপিয়ে পড়েছেন এই ইস্যু নিয়ে ধোনি কোন কত ম্যাচে কতবার শুন্য রানে আউট হইছে, কতবার ক্যাচ মিস করছে, কতবার ব্যাটিংয়ে নেমে ম্যাচ জেতাইতে ব্যার্থ হইছে – এগুলো নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হচ্ছে যেরকম কিছুদিন আগে হইলো আফ্রিদিকে নিয়ে। কতিপর বিপ্লবী বীরপুরুষের ধারনা [যাদের দৌড় ফেসবুক পর্যন্তই] ইন্ডিয়ার সাপোর্টারদের রেন্ডিয়ান বলে গালি দিলে, পাকিস্তানি সাপোর্টারদের পাকি কিংবা রাজাকার বলে গালি দিলেই বাংলাদেশি প্লেয়াররা সবাই Ranking এ ১ নম্বরে এসে যাবে...!! বিশ্বকাপের পর যুবরাজের বাড়িতে হামলা হওয়ার পর আমরা তেনা কম পেচাই নাই। কিন্তু আমাদের রুবেল-হ্যাপি প্রসঙ্গ নিয়ে কিন্তু বাইরের দেশের কেউ নোংরা ব্লগ বা স্ট্যাটাস লিখছে না উপরন্তু যারা লিখছে তারা আমাদের দেশীয় সাইটের নিউজগুলাই কপি করছে। সাকিব আল হাসানের ফ্যান বাংলাদেশে যত, বাংলাদেশের বাইরে সেই সংখ্যাটা কম এরকম ভাবার কারন নাই। আনামুক হক কিংবা মুশফিকের কিংবা বাংলাদেশের স্টার ক্রিকেটাররা তাদের ক্যারিয়ারের সব ম্যাচেই ভালো খেলেন নাই, তাই বলে বাইরের দেশের লোকজন সেই পরিসংখ্যান নিয়ে থিসিস করতে বসে গেছে না যে কে কোন ম্যাচে ডাক মারছে। পাকিস্তান অথবা ইন্ডিয়ার কোন ক্রিকেট পেজে অথবা গ্রুপে যদি সাকিবকে নিয়া কোন পোস্ট হয় ~ সেই পোস্টের কমেন্টে সাকিববাল হাসান টাইপের কোন কমেন্ট পড়ে না। I love Shakib কিংবা I support Bangladesh এই টাইপের কমেন্টই বেশি পড়ে । উপরন্তু তারা অনেক সময় আশরাফুলের মত প্লেয়ারকে নিয়েও পোস্ট দেয় সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কিংবা তার করা কোন ম্যাচ জেতানো ইনিংস নিয়ে সেখানেও Miss Him টাইপের কমেন্ট খুব কম পড়ে না। কিন্তু আমরা বাংলাদেশিরা কি করি? বিরাট কোহলিরে বলি ব্রাট কুলি আফ্রিদিরে বলি ডাকরিদি, জাদেজারে বলি ষাড় জাদেজা!!! ও আচ্ছা, আফ্রিদিরে দর্শক সারির তরুনিদের ম্যারি মি লিখা নিয়েও আমাদের চুলকানির শেষ নাই। আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশের যেই যুবকরা আফ্রিদিকে মেরি মি লিখলে ক্ষেপে যায়, তারা নিজে আফ্রিদিরে বিয়ে করার গোপন ইচ্ছা পোষন করেন নাকি? দেশে হোমসেক্সুয়ালের হার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে এতে কোন সন্দেহ নাই!! রাজনৈতিক দলের নেতারা এই তথ্য জানলে বলতেন – এর জন্যও বিরোধি দল দায়ী......!!!! মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, তাই বলে সেই স্বাধীনতার অপব্যাবহার করতে হবে এরকম কোন কথা নাই। বাংলাদেশের ক্রিকেটারদের যে সম্মানটুকু আছে সেটা মাঠের পারফরমেন্সে যতটুকু ধরে রাখার দায়িত্ব তাদের ঘাড়ে; ঠিক ততটূকুই দায়িত্ব মাঠের বাইরে আমাদের উপর, আমরা দেশের ক্রিকেটারদের পাগলা সমর্থক। তাই বলে অন্য দেশের ক্রিকেটারদের অপমান করে সেই সমর্থনের মান কয়েকগুন বাড়িয়ে ফেলা যাবে এরকম ভাবার কারন নাই। সব কিছু নিয়েই ফান করা যায়, সমস্যা হয় তখন যখন ঘেচ ঘেচ করে লেখা কথাগুলা ফান থাকে না, সেলিব্রেটি হওয়া কিংবা বেশি লাইক পাওয়ার সুক্ষ আকাংখা হয়ে দাঁড়ায়। ফেসবুকের সব লেখাগুলা হয়ত বাইরের পৃথিবীতে প্রকাশ পায় না, কিংবা কেউ সেগুলার অনুবাদ করে সিরিয়াসলি নেয় না। তবে যেদিন নিবে সেদিন ডাক আফ্রিদি বলতে যত মানুষ থাকবে, ডাক বাল কিংবা ডাক ইকবাল বলতে তারচেয়ে কম থাকবে না বৈকি.....???? [বি:দ্র: কপি পোস্ট, কিছু অংশ এডিট করা হয়েছে। কার্টেসী নাই; যে ফেসবুক প্রোফাইল থেকে পোস্টটি সংগ্রহ করা হয়েছে সেও কপি-পেস্ট করেছে!!!] #GoTigersGo #StayWithCricketFever
Posted on: Wed, 31 Dec 2014 09:11:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015