Non Musical Islamic Musician ! ~ ছোট বেলা - TopicsExpress



          

Non Musical Islamic Musician ! ~ ছোট বেলা থেকেই কতবার যে কত কাক-মোল্লার কাছে বলতে শুনেছি ... ইসলাম ধর্মে সঙ্গীত এক ধরনের বেদাহাতি কাজ ! আবার কেউ কেউ সাবধান করে দিয়েছিল এই বলে যে, বড় জোর খালি গলায় গান গাইতে পারো ... তবে বাদ্যযন্ত্র !!! ...নিষিদ্ধ ! হারাম !!! নাউজুবিল্লাহ ! আস্তাগফিরুল্লাহ !!!? সেই সময় ধর্ম বিষয়ে আমার পড়াশোনা কম থাকায় মনে অনেক কষ্ট নিয়ে সেইসব বেদাহতি কর্মের অপবাদ নিয়েও বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা চালিয়ে গেছি ! আর মনে মনে শুধু ভাবতাম ... এ কখনোই হতে পারে না । সৃষ্টিকর্তা কখনোই এতটা অবিবেচক হতে পারেন না ! নিশ্চয়ই কোথাও একটা ঘাপলা আছে ! আর ঘাপলাটা পরিস্কার হল ... ম, ন মুস্তাফার লেখা আমদের সঙ্গীত ইতিহাসের আলোকে বইটি হাতে পেয়ে ! বাংলা একাডেমি থেকে ১৯৮১ সালে প্রকাশিত এই বইটিতে তিনি পবিত্র কুরআনের প্রত্যেকটি আয়াতের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রমান করেছেন ইসলামের দৃষ্টিতে সঙ্গীত তথা কণ্ঠ কিংবা যন্ত্র সংগীতের বিরুদ্ধে একটি কথাও উল্লেখ নেই ! যে সব শব্দ গুলো ভণ্ড মোল্লারা ব্যবহার করে সাধারণের কাছে সঙ্গীত সম্পর্কে অপব্যাখ্যা তৈরি করে ফতোয়া দিয়ে থাকেন ... সেই সব আয়াতের উল্লেখিত শব্দগুলোর অর্থ কোনভাবেই প্রকৃত সংগীতের সাথে সমার্থক নয় ... যেমন অসাড় বাক্য, অশ্রাব্য উক্তি কিংবা অশ্লীলতা ইত্যাদি ... যার সাথে প্রকৃত সাংগীতিক দর্শনের কোনই মিল নেই । আর যারা এই অপকর্মটি করে থাকেন ...তারা হয় সাংগীতিক দুষ্কৃতিকারী ...নয় ভণ্ড ফতোয়াবাজ । যাহোক, এই বিষয়ে যাদের তর্কবিতর্ক করার ইচ্ছে আছে ... তাদের কে অনুরোধ করবো, দয়া করে এ সংশ্লিষ্ট সম্যক ধারণা ও জ্ঞান অর্জন না করে ... অহেতুক বিভ্রান্তি ছড়াবেন না । দিগদর্শিকা ~ ১। পবিত্র আল-কুরআন ২। পবিত্র কুরআন (অনুবাদ ) ~ এন, জে দাউদ ৩। বোখারি : মুসলিম : রাসুলের হাদিস ৪। আমাদের সঙ্গীত -ইতিহাসের আলোকে ~ ম, ন মুস্তাফা ৫। ইসলাম ও সঙ্গীত চর্চা ~ শামসুল আলম ৬। The Music of Islam ~ H.G Farmer ৭। Spirit of Islam ~ সৈয়দ আমীর আলী ৮। ইহ্যিয়া উলুম আল দিন ~ আল গাজ্জালি ৯। Political Thought of Medieval Islam ~ Arwin R. A Rozenthal ১০। History of Indo-Pak Music ~ Dr A. Halim ১১। Influence of Islam in Indian Culture ~ তারা চাঁদ [ সংগৃহীত ]
Posted on: Fri, 28 Mar 2014 20:49:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015