আমি কিছুদিন হল এই ধরনের - TopicsExpress



          

আমি কিছুদিন হল এই ধরনের ম্যাসেজ খুব বেশি পাচ্ছি, Next time যে আমাকে এই ধরনের text inbox করবে তাকে আমি block করব অতএব নিচের তথ্যটি পড়ুন !!! direct block !!! grr grr grr grr !!! একটি গুরুত্বপূর্ণ লেখা- সবাইকে অনুরোধ করে বলছি সম্পূর্ণ লেখাটি পড়ুন। ফেসবুক ব্যবহার কারীরা হয়তো প্রায়শই Inbox এ পরিচিত-অপরিচিতদের নিকট হতে একটি ম্যাসেজ পেয়ে থাকেন। Massage টি হলোঃ- লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরেরকালেমা টি ৪০ জনকে ম্যাসেজ করে পাঠান অথবা, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু আল্লাহর এই পবিত্র নাম গুলো ৪০ জন কে ম্যাসেজ করে পাঠান। যদি পাঠান তবে ৩ দিনের মধ্যে নিশ্চিত ভাবে কোন সুসংবাদ পাবেন। এ জাতীয় ম্যাসেজের সাথে আমরা সবাই পরিচিত। আগে যখন মোবাইল ছিলো না, তখন এসব কাগজে ছাপিয়ে বিলি করতে বলা হতো। মোবাইল এর ব্যবহার শুরু হবার পর থেকে SMS করার কথা বলা হতো। আর এখন এগুলো ফেসবুকে Inbox করার কথা বলা হচ্ছে। আর একজনের দেখাদেখি আরেকজন অপরজনকে Inbox এ ম্যাসেজ পাঠিয়ে কথা গুলো ছড়িয়ে দিচ্ছে। সবাই কে অনুরোধ করবো, আপনারা এ ধরনের ম্যাসেজ পেলে তা কখনোই আরেক জনকে সেন্ড করবেন না। কারন এগুলো হলো ঈহুদী -নাসারা দের ষড়যন্ত্র। মুসলমানদের চির শত্রু ঈহুদী-নাসারারা এ ধরনের কথা লিখে মুসলিম দের মাঝে ছড়িয়ে দেয়। এখন কোন মুসলিম যদি কালেমা বা আল্লাহর পবিত্র নাম গুলো ৪০ জনকে পাঠালো কিন্তু ৩ দিনের মধ্যে সে যদি কোন সুসংবাদ না পায় তবে কালেমা বা আল্লাহর নামের প্রতি তার আস্থা বিনষ্ঠ হতে পারে। সে ভাবতে পারে, হয়তো আল্লাহর নাম বা কালেমার সুসংবাদ দেয়ার কোন ক্ষমতা নেই। (নাউজুবিল্লাহ) এভাবে ঈহুদী-নাসারা রা ইসলাম কে ধংস করার জন্য ও মুসলিমদের ঈমান কে দূর্বল করার জন্য সর্বদা ফাঁদ পেতে চলেছে, তাদের পাতা ফাঁদে ধরা দিবেন না। আল্লাহর নিকট হতে সুসংবাদ পেতে চাইলে, আল্লাহর হুকুম ও রসুল (সাঃ) এর তরীক্বা মেনে চলুন। ফরজ,ওয়াজিব, সুন্নাহ সঠিক ভাবে পালন করুন। ইনশাআল্লাহ,সু-সংবাদ পাবেন। {collected from a source} (y)
Posted on: Sun, 21 Sep 2014 15:55:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015