আমি যখন সেভেন থেকে এইটে - TopicsExpress



          

আমি যখন সেভেন থেকে এইটে উঠি তখন আমারে রেজাল্ট কার্ডে ক্লাস টিচার হাসিনা আলী আপা শিক্ষা সম্পূররক বিষয়ে পারদর্শীতা অংশে লিখেছিলেন। She got excellent trick of leadership আমি যখন ক্লাস সেভেনে পড়ি অর্থাৎ ২০০১ সালে লিডারশিপ নিয়ে এত লাফালাফি হচ্ছিল না। হাসিনা আলীও ভিকারুননিসার আয়রণ লেডি সে কাউকে ভালো বলসেন এটাই আসলে আলোচনার বিষয় ছিল। তখন আমি লিডারশিপ বলতে যা বুঝতাম সেটা ছিল সোজা অটোক্রেসি করা। এখন যখন যে কোন জায়গায় বহিরাগত হলেও আলটিমেটলি সবটা আমার হাতেই চলে আসে এবং জিনিশটা আমিই নিয়ন্ত্রন করি ভিতরের লোক বরং বসে থাকে আমি কখন নির্দেশনা দিবো, আমার আপার কথা খুবই মনে পরে। কত ছোটবেলায় উনি আমাকে কত্ত বড় একটা কথা বলেছেন আমি তার ইনার মিনিং ও বুঝি নাই। সকাল থেকে খুব আপার কথা মনে পড়ছে।
Posted on: Fri, 18 Jul 2014 09:29:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015