আমারা ছাত্রলীগ না,আমারা - TopicsExpress



          

আমারা ছাত্রলীগ না,আমারা ছাত্রদলও না।না না,আমারা ছাত্রশিবিরও না।আমারা রাজনীতি করি না।আমারা রাজনীতির মারপ্যাঁচ বুঝি না। বুঝতেও চাই না। ওগুলো কিছু প্রজাতির জন্যই তোলা থাক। আমারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। আপনি যে বাসায় বসে আছেন এটি হয়ত কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই তার কষ্টের হাত দিয়ে তৈরি করেছেন।আপনার অফিসের জন্য যে সফটওয়ার চালাচ্ছেন বা যে ওয়েবসাইট থেকে নিয়মিত তথ্য জেনে নিচ্ছেন সেটাও হয়ত কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরই দিন রাত পরিশ্রমের ফল। এই যে,হ্যা আপনিই, যে এসি রুমটাতে বসে বসে কফিতে চুমুক দিচ্ছেন সেটাও কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই লাগিয়ে দিয়ে গেছেন।আপনার ইলেক্ট্রনিক্স,ইলেকট্রিক্যাল যন্ত্রসমুহ যেগুলো ছাড়া আপনি একেবারেই অচল সেটাও কিন্তু এরাই তৈরি করে দিয়েছে।আজকে তাদেরকেই বলা হচ্ছে সুপারভাইজার! তাদের মেধার কি একটুও মুল্য দিলেন না? মোরের পাশের দোকানদারের সাথে তুলনা করলেন?আপনি জানেন কি,এই ডিপ্লোমারা একমাত্র ডুয়েট ছাড়া কোথাও ভর্তির জন্য আবেদন করতে পারে না।একটা ভার্সিটিতেই তাদের প্রতিযোগীতা করতে হয়।সেখান থেকে খুবই অল্পসংখ্যক টিকে যায়। আর বাকিরা হয়ত ৬০০০-৭০০০টাকা বেতনে চাকুরী করে কোন প্রাইভেট কোম্পানিতে। সেই টাকা দিয়েই কিন্তু তার ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করতে হয় অথবা পরিবারের খরচ চালাতে হয়। প্রশ্ন হলো,একজন বাস ড্রাইভারের বেতন কত? অনেকদিন ধরেই ডিপ্লোমাদের এই আন্দোলনটি চলে আসছে কিন্তু ধীরে ধীরে আজকে সেটি বড় আকার ধারনকরছে। এতদিন তারা শান্তিপুর্ন ভাবেই আন্দোলন চালাচ্ছিলেন কিন্তু তারা দেখতে পেলেন তাদের দাবীগুলো বারবারই উপেক্ষা করা হচ্ছে। সেই ক্ষুদ্র আগ্নেয়গিরিটি আজকে বড় হয়েছে এবং জ্বলে উঠেছে। আজকে তারা তাদের দাবী আদায় না করে ঘরে ফিরে যাবে না পরিক্ষা দিবে না। কিন্তু তাদের উপর পুলিশ গুলি করছে,টিয়ারশেল নিক্ষেপ করছে।ইতিমধ্যে বগুরা পলিটেকনিকের একজন মেধাবী ছাত্র নিহতও হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন জায়গায়।এর দায়ভার কে নিবে? আপনি? আমি? নাকি সরকার?সুতরাং,আপনাদের প্রতি আবেদন এই ছেলেগুলোকে সমর্থন দিন। সাহস দিন।ওরাই দেশ গড়ার হাতিয়ার। -Sadman Sayem
Posted on: Thu, 07 Nov 2013 08:44:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015