আমার বন্ধু সাব্বির - TopicsExpress



          

আমার বন্ধু সাব্বির ব্রাজিলের অন্ধভক্ত। সাব্বিরের বাবা রফিক আংকেল আবার আর্জেন্টিনার ভক্ত। রফিক আংকেলের দুই মাস ধরে ক্যান্সার... হাসপাতালে আছে। আমি গতকাল দেখতে গেলাম... আমিঃ আংকেল কেমন আছেন,আপনিতো শুঁকায়ে গেছেন একেবারে। রফিক আংকেলঃ আরেহ আমার কথা বাদ দে , গত খেলায় মেসি কয়টা গোল দিছে বল? আমি কিছু বলার আগেই সাব্বির বলে উঠল,আব্বা,তোমা রে তো আগেই বলছি, গত ম্যাচেও মেসি গোল দিছে, বিশ্বাস করোনা ক্যান? ... সাব্বিরের ইঙ্গিতটা আমি ধরতে পারলাম। আমিঃ আংকেল , মেসি গোল দিয়াই তো সেমিফাইনালে উঠাইলো আর্জেন্টিনারে। রফিক আংকেলের চোখ চক চক করে উঠল ... অনেকটা উত্তেজিত হয়েই বলল,আমি জানতাম এই ছেলেটা পারবো...তবে নেইমার ছেলেটাও ভালো খেলে, আমার পছন্দ সাব্বিরঃ হইছে , আমারে খুশি করার জন্য নেইমারের প্রশংসা করতে হবেনা। রফিক আংকেলঃ তুইও তো আমারে খুশী করার জন্য গতকাল থেকে বলতেছস মেসি গোল দিছে, তুই বুঝস আমি কিছু বুঝি নাই। সাব্বির বাচ্চাদের মত কেঁদে উঠল,রফিক আংকেলরে জড়ায়ে ধরল,তুমি ভালো হয়া যাবা আব্বা,বাসায় চল ... একসাথে খেলা দেখমু ...মেসি নেইমার হয়তো কোনদিনই জানবে না বাবা ছেলের এই আবেগের কথা। পৃথিবীর কোনও এক প্রান্তে তাদের খেলা দেখে হাসি ফুটে বাবা ছেলের মুখে। তাদের খেলার সাথে জড়িয়ে থাকে হাসি...কান্না...মায়া। ...হাসপাতাল থেকে বের হয়ে আসলাম,বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে... আমি হাটতেছি...গুড়ি গুড়ি বৃষ্টি প্রবল বর্ষণে রূপ নিল... নিজের অজান্তেই বিড় বিড় করে উঠলাম, জীবন যখন শুকায়ে যায় করুনাধারায় এসো... সকল মাধুরী লুকায়ে যায়, গীতসুধারসে এসো (কালেক্টেড.) Mickey Mouse
Posted on: Mon, 07 Jul 2014 16:34:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015