আমরা প্রতি বছর আমানগণ্ডা - TopicsExpress



          

আমরা প্রতি বছর আমানগণ্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে সাধারণজ্ঞান প্রতিযোগিতার আয়জন করে থাকি । এবারও তার ব্যাতিক্রম হয় নি । আজকে এটির পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিচে এই প্রতিযোগিতার প্রশ্নের উত্তর গুলোর সমাধান করে দেওয়া হল । পারলে শেয়ার করবেন। I.Q Test- “মেমোরি ওয়াশ” ৩য় সাধারন জ্ঞানের অসাধারন প্রতিযোগিতা- ২০১৩ইং ১। আল্লাহ্‌ শব্দটি পবিত্র কুরআনে কয়বার আছে ? উঃ ২৫৮৪ বার । ২। রাশিয়ার কোন শাসক দাড়ির উপর কর বসিয়েছিলেন ? উঃ পিটার দি গ্রেট । ৩। BSRM এর পূর্ণরূপ কি ? উঃ Bangladesh Steel Re-Rolling Mills . ৪। মোবাইল ফোনের জনক কে ? উঃ মারটিন কুপার । ৫। প্রথম বাঙ্গালি হিসেবে কে অস্কার লাভ করেন ? উঃ সত্যজিৎ রায় । ৬। সাপ্তাহিক ‘হক কথা’ কে প্রকাশ করেন ? উঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি । ৭। অমর্ত্য সেন কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন ? উঃ ১৯৯৯ সালে । ৮। ‘যুদ্ধ জয়’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ? উঃ আলেখার চর, কুমিল্লা । ৯। মানব উন্নয়ন রিপোর্টের প্রতিষ্ঠাতা কে ? উঃ মাহবুবুল হক । ১০। কোন কবির ডাক নাম ‘বাচ্চু’ ? উঃ শামসুর রাহমান । ১১। ঘুড়ির জন্ম হয় কোন দেশে ? উঃ চীনে । ১২। “ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত”- কে বলেছেন ? উঃ সুভাষ মুখোপাধ্যায় । ১৩। আমানগণ্ডা-শালুকিয়া গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ কে ? উঃ জয়নাল আবেদিন । ১৪। ‘জননী সাহসিকা’ কার উপাধি ? উঃ বেগম সুফিয়া কামাল । ১৫। ‘সালদা’ নদী কোথায় অবস্থিত ? উঃ কুমিল্লা । ১৬। সমুদ্রকে নীল দেখায় কেন ? উঃ আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণের ফলে । ১৭। আমানগণ্ডার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা প্রথম কত সালে শুরু হয়েছিল? উঃ ২০০৯ সালে । ১৮। কত সালে আমানগণ্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় MPO ভুক্ত হয় ? উঃ ১৯৮৭ সালে । ১৯। ক্রিকেট খেলায় কয় ধরনের আউট দেওয়া যায় ? উঃ ১০ ধরনের । ২০। এক কথায় প্রকাশ কর-- ‘এক দিনের পথ’ ? উঃ মঞ্জিল । ২১। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি ? উঃ সুইডেন । ২২। মানবদেহের হৃদপিণ্ডের ওজন কত ? উঃ ৩০০ গ্রাম । ২৩। ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ কি ? উঃ অনবিজ্ঞ লোক । ২৪। ‘বেদের মেয়ে’ নাটকটি কার লেখা ? উঃ জসিম উদ্দিন । ২৫। AIDS অথবা HIV থেকে আরোগ্য পাওয়া একমাত্র ব্যক্তি কে ? উঃ টিমথি রে ব্রাউন । ২৬। “দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে”- কোন কবিতার অংশ বিশেষ ? উঃ আমার কৈফিয়ত । ২৭। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর ইংরেজি অনুবাদ করেছেন কে ? উঃ অধ্যাপক ডঃ ফখরুল আলম । ২৮। একটি বানর ৯২ ফুট উঁচু একটা তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো, বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে ৮ ফুট নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে ? উঃ ৪১ মিনিট । ২৯। সিয়োরলিওনের কোন প্রেসিডেন্ট বাংলাকে দ্বিতীয় রাষ্ট্র ভাষা হিসেবে ঘোষণা দেন ? উঃ আহমেদ তেজান কাব্বাহ । ৩০। কোন নবী সর্বপ্রথম নিজ ধর্ম ইসলাম হিসেবে অভিহিত করেন ? উঃ হযরত ইব্রাহিম (আঃ) । ৩১। পবিত্র কুরআন শরিফে বর্ণিত একমাত্র সাহাবার নাম কি ? উঃ হযরত জায়েদ ইবনে হারেছা । ৩২। বিশ্বে বাইসাইকেল নামে পরিচিত কোন শহর ? উঃ কোপেনহেগেন, ডেনমার্ক । ৩৩। আমানগণ্ডা-শালুকিয়া গ্রামে মোট কয়টি মাজার(তাকিয়া) আছে ? উঃ ৫টি । ৩৪। Nelson Mendela কে তার দেশের লোকেরা মোট কয়টি নামে চিনে ? উঃ ৬টি । ৩৫। কোন দেশের জাতীয় পাখি ‘কাক’ ? ৩৬। ‘Nuke’ শব্দটির অর্থ কি ? উঃ পারমাণবিক অস্ত্র/কেন্দ্র । ৩৭। বাংলাদেশের কোন উপজাতি কুকুরের মাংস খায় ? উঃ পাংকু । ৩৮। ‘তারুয়া’ সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ? উঃ ভোলা জেলায় । ৩৯। ক খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ ঘ এর পুত্র। চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি ? উঃ মামা-ভাগ্নে/ক এর মামা চ । ৪০। ‘তণ্ডুল’ শব্দের অর্থ কি ? উঃ ঘরের ছাল । ৪১। ‘যাহা বায়ান্ন, তাহাই তিপ্পান’- ইংরাজিতে অনুবাদ কর ? উঃ There is a little difference . ৪২। ‘ লরা কাবিলা’ নামটি কোন দেশের সাথে জড়িত ? উঃ কঙ্গো প্রজাতন্ত্র । ৪৩। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরী ট্রেনটির নাম কি ? উঃ উপকূল এক্সপ্রেস । ৪৪। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত ? উঃ সাড়ে তিন মণ/ ৫ মণ । ৪৫। ‘ভলি’ শব্দটি কোন খেলায় ব্যাবহার হয় ? উঃ লন টেনিস । ৪৬। ‘প্রেম কানন’ স্থানটি কোথায় অবস্থিত ? উঃ খুলনা জেলায় । ৪৭। তারামন বিবি মুক্তিযুদ্ধে কোন বাহিনীতে যুদ্ধে অংশগ্রহন করেন ? উঃ গণবাহিনীতে । ৪৮। আমরা সেলুনে কেন যাই ? উঃ চুল কাটাতে, দাঁড়ী ও গোঁফ কাটাতে/কামাতে । ৪৯। বর্তমানের আমানগণ্ডা সীমান্ত ফাঁড়ি (বিজিবি ক্যাম্প) পূর্বে কোথায় ছিল ? উঃ বর্তমান ইউনিয়ন পরিষদ কার্যালয় । ৫০। খালি পেটে কয়টি মিষ্টি খেতে পারবে ? উঃ একটি । পুরুস্কার বিজয়ীদের নামঃ ১ম স্থানঃ মাশরেকা সুলতানা নিতু (১০ম শ্রেণী) । ২য় স্থানঃ আইরিন সুলতানা (১০ম শ্রেণী) । ৩য় স্থানঃ জহিরুল ইসলাম (১০ম শ্রেণী) । আয়োজনেঃ সাদ্দাম হোসেন শুভেচ্ছায়ঃ ইলিয়াস আহমেদ হুসাইন মাহমুদ হিরন পাশা রবিন সালেহ রাব্বি ওয়াসিম উদ্দিন মিজানুর রহমান মাসুদ আলম । *ভুল হলে ক্ষমা করবেন*
Posted on: Mon, 26 Aug 2013 17:48:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015