ইংরেজিতে পাশ করতে যা - TopicsExpress



          

ইংরেজিতে পাশ করতে যা চাই… ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি যুদ্ধ। ১ মার্কস কম পেলেই সুযোগ হাত ছাড়া হয়ে যাবে। ভর্তি পরীক্ষায় সাধারণত ইংরেজিতেই ফেল করে সব চেয়ে বেশি। আর দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় হলেতো কথাই নেই। এখানে ইংরেজিতে পাশ করতে প্রয়োজন মাত্র ৮ মার্কস। কিন্তু সে মার্কসও পাননা ৮০-৯০% শিক্ষার্থী। ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষার আর মাত্র ১২ দিন বাকি। ঘ ইউনিটের বাকি ১৯ দিন। আর এসময়ে আপনি কিভাবে প্রস্তুতি নিবেন তাই জানাবো আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে ইংরেজিতে থাকে ৩০ মার্কস। তাতে পাশ করতে প্রয়োজন হয় ৮ মার্কস। ‘ঘ’ ইউনিটেও একই নিয়ম। কিন্তু সর্বনিম্ন মার্কস দিয়ে ঢাবিতে ভর্তি হওয়া সম্ভব না। তাইতো ইংরেজিতে ভালো মার্কস ও পাশ করতে হলে আপনার শব্দ ভান্ডার হতে হবে সমৃদ্ধ। ইংরেজি শব্দের সমার্থক ও বিপরীত শব্দ জানতে হবে অনেক বেশি। কারণ বিগত বিভিন্ন সালের ভর্তি পরীক্ষায় এখান থেকেই আসছে ১০ থেকে ১২ মার্কসের প্রশ্ন। আর এসব শব্দের জন্য আপনাকে অনুসরণ করতে উচ্চমাধ্যমিক ইংলিশ টেক্সট বুক। এখান থেকেই সাধারণত শব্দগুলো আসে। পরীক্ষার বাকি আর মাত্র কয়েকদিন। তাই এখন শুধু টেক্সট বুকের শব্দগুলো পড়তে হবে। বিভিন্ন অনুচ্ছেদগুলোও মনে রাখতে হবে। এছাড়াও গ্রামার অংশে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস। যেখান থেকে ঢাবির ভর্তি পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে। যেমনঃ tag question, sub-verb agreement, translation, preposition, phrase, group verb। এ বিষয়গুলো নখদরপনে রাখলে পরীক্ষায় পাবেন ভালো মার্কস। পাবেন ভালো বিষয়। ভর্তি পরীক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। -কাঙখীতা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়
Posted on: Sun, 07 Sep 2014 17:18:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015