এইচ এস সি পরীক্ষা : - TopicsExpress



          

এইচ এস সি পরীক্ষা : ২০৫০ বিষয়: ফেসবুক ২য় পত্র পূর্নমান: ১০০_____ সময়ঃ ৩ ঘন্টা ১. শর্ব্দাথ লিখ- (যেকোন ৫ টি) (২x৫=১০) Chat, Like, Comment, Tag, Poke, Hack, fake ২.পূর্নরুপ লিখ- (যেকোন ৫ টি) (২x৫=১০) CTN, LOL, ASM, BRB, TAA, FB ৩. টিকা লিখ (যে কোন ১টি) (১x১০=১০) ক) মার্ক জুকারবার্ক, খ) ফটোভেরিফিকেশন ৪. রচনামূলক প্রশ্ন: (যেকোন ২টি ) (২x১০=২০) ক) ফেসবুকের ফটো ভেরিফিকেশন সিস্টেমটি একটি হিংস্রর দানবের থাবা-উক্তিটির যথার্থতা বিশ্লেষন কর। খ) ফেক আইডি বুজার উপায় গুলো লিখ। ঘ) মেয়েদের ভাবের এতো কারন কী? ৫. গল্প লিখন- (যেকোন ১টি) (১x১০=১০) খ) হিজলার প্রেম। গ) বাস্তব জীবনে প্রেম পাই না, তাই ফেসবুকে হিজলা হইলাম। ৬. ভাবসম্প্রসারন লিখ- (যেকোন ১টি) (১x১০=১০) ক) আমরা যোগাযোগ না, ফেমাস হইতেআইছি। খ) ঘুমিয়ে আছে সকল সেলিব্রেটি, ফেসবুকেরিঅন্তরে। ৭. পত্র লিখ- (যেকোন ১টি) (১x১০=১০) ক) ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করার জন্য টাকা চেয়ে, পিতার নিকট একটি পত্র লিখ। খ) ফেক আইডির সাথে প্রেম করার অনুভূতি জানিয়ে, মুন্নি সাহার নিকট একটি অনুভূতি পত্র লিখ। ৮. রচনা লিখ- (যে কোন ১টি) (১x২০=২০) ক) ফটো ট্যাগ থেকে বাচার উপায় খ) ফেইসবুক ছ্যাকা গ) ফেসবুক সেলিব্রেটি ঘ) একটি ফেইসবুক চালানোর রাত ঙ) ফ্রি ইন্টারনেট
Posted on: Wed, 20 Aug 2014 09:30:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015