একটি ছেলে একটি মেয়েকে - TopicsExpress



          

একটি ছেলে একটি মেয়েকে খুব ভালবাসে কিন্তু কিছুতে বলতে পারছে না। তারা ২ জন খুব ভাল বন্ধু। একদিন রাতে ছেলেটা ভাবল যে কি করে প্রস্তাব দেয়া যায়। অনেক ভাবার পর হঠাৎ তার মাথাতে একটা বুদ্ধি আসল। পরের দিন ছেলেটা ওই মেয়েটার সাথে দেখা করল এবং বললঃ ছেলেঃ তুমি কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করবে? মেয়েঃ হঠাৎ করে চোখ বন্ধ করবো কেনো! ছেলেঃ দরকার আছে। চোখ বন্ধ করলে বুঝতে পারবে। মেয়েঃ ঠিক আছে। চোখ বন্ধ করছি! ছেলেঃ তুমি যে চোখ বন্ধ করে রেখেছ এ অবস্থাতে তোমার কেমন লাগছে? মেয়েঃ খুব খারাপ! চারদিকে শুধু অন্ধকার! মনে হচ্ছে যেন আমি খুব একাকী! ছেলে মেয়েটির কানের কাছে ফিসফিস করে বললঃ তুমি ছাড়া আমার জীবন এমনই অন্ধকার ! ভালো লাগলে লাইক দিন। mzr
Posted on: Thu, 20 Jun 2013 14:38:28 +0000

Trending Topics



ND!! INJURED, HIT BY A CAR!
◘◘ Balkan Community Role Play
Burlap runners 20 of them 5.00 ea or 75.00 for all Battery

Recently Viewed Topics



**

© 2015