কোথায় যান? একটু দাঁড়ান ৷ - TopicsExpress



          

কোথায় যান? একটু দাঁড়ান ৷ নিচের লেখাটা পড়ে দেখেন ৷ যদি খারাপ লাগে , তাহলে দয়া করে হিমালয়সম কষ্ট করে কমেন্ট বক্সে আমাকে একটা গালি দিয়ে #unlike লিখে দিবেন ৷ ৷৷ ৷৷ মানুষের জগৎ বড়ই বৈচিত্রময় ৷ দেখা যায় প্রায় সবাই স্বার্থপর ৷ এরা নিজেদেরকেই সর্বেসর্বা মনে করে ৷ বেশিরভাগেরই কথার কোনো মূল্য নাই ৷ এরা সবাইকেই নিজেদের মত মনে করে ৷ ধিক্কার এসব মানুষকে ৷ এদের কারণেই আমাদের জীবনে দুঃখ আসে ৷ আর তাতেই আমরা মানসিকভাবে দূষিত জীবন পাই ৷ বিষাদময় হয় জীবন ৷ এদের নিয়েই কিছু কথা ৷ কেউ ভুল বুঝবেন না ৷ ৷৷ ৷৷ জীবনে চলার পথে অনেকে জিঞ্জাসা করেঃ কেমন আছেন ??? মুখ টা তখন শুকনো পাতার মত করে বলতে থাকেনঃ না ,ভালো না ।শরীরটা খুব খারাপ । জীবনে অশান্তি লেগেই আছে। কাপালের দূর্ভোগ টা কাটছে না। ৷৷ আরো অনেক রকম খারাপ থাকার কথা গুলো বলে থাকেন। কিন্তু এতে আপনার কি লাভ হলো! ৷৷ আপনার দুঃখের কথা গুলো খুব মনযোগ দিয়ে শুনতে থাকা মানুষ টি কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসতে থাকবে । তার মুখে কোন চিন্তার ছাপ থাকে না। ৷৷ যে মানুষ টি আপনার দুঃখের কথা শুনে দাঁত কেলিয়ে হাসে সে কিন্তু আপনার জন্য সৃষ্টিকর্তার কাছে হাত দুটো বাড়িয়ে দোয়া করবে না । বরং আপনার পিছনে লেগে থাকবে নতুন ধান্দায়। কীভাবে আরও দুঃখ আনা যায় ৷ নানা ছলে আমাদের সুন্দর,স্বাভাবিক ও সরল মনটা নষ্ট করে দেয় ৷ মনে হয় আমরা যেন তাদের বাপত্তি সম্পদ ৷ ৷৷ দুঃখের সময় মানুষ সুযোগ খোঁজে। যদি কখনো আপনি বিপদে পড়েন তখন জীবনের সব থেকে প্রোয়োজনীয় কিছু বুঝতে পারবেন। ৷৷ কেউ আপনাকে কোন কিছু দিয়ে সাহায্য করবে না বরং আপনার কে আরো বিপদের মাঝে ফেলে দিতে পারলে তারা বাঁচে। ৷৷ ধরুন আপনি খুব বিপদে পড়েছেন। এই মহুর্তে আপনার কিছু টাকার দরকার ।কোন একজনের কাছে কিছু টাকার জন্য সাহায্য চাইলেন। লোক টি চোখের চশমা মাথায় উঠিয়ে বলতে লাগলঃ ভাই ,টাকা তো নাই। আমিই খুব বিপদের মাঝে আছি। আপনাকে কোথা থেকে টাকা দেবো !! লোকটির কথা শুনে আপনার মনে হবে আপনি তাকে কিছু দিলে তার অনেক বড় উপকার হয়। ৷৷ কিন্তু সেই লোকটির কাছে যদি আপনি টাকা না চেয়ে বলতেনঃ ভাই আমার এই এন্ড্রয়েডট মোবাইল টা বিক্রি করবো । আপনি কি ক্রয় করতে পারবেন !! ৷৷ লোকটি তখন মুখে লালসা পূর্ন হাসি দিয়ে এক নিমিষে আপনার মোবাইল টা কেনার জন্য যথা আগ্রা চেষ্টা করবে। ৷৷ কি??বুঝলেন ?? এরা হচ্ছে সমাজের স্বার্থপর মানুষ । সুবিধা নেবার বেলায় আছে দেবার বেলায় নেই। ৷৷ এরকম মানুষের অভাব নেই এখন সমাজে ।গুনে শেষ করতে পারবেন তাদের সংখ্যা।৷ বি。দ্র : দয়া করে কেউ এর ভুল অর্থ খুঁজে বের করবেন না ৷ মনে হল তাই লিখলাম ৷ কেউ ভুল বুঝলে সেটির দায়িত্ব তার ৷৷
Posted on: Wed, 26 Nov 2014 12:35:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015