কোরআন হাদিস বিশ্লেষণ করে - TopicsExpress



          

কোরআন হাদিস বিশ্লেষণ করে বের করলাম রোযা রেখে সিগারেট টানলে রোযা ভাঙ্গার কথা না । কারন কোরআন হাদিসে ধুয়ার ব্যপারে কোন নিষেধ নির্ধারণ করা নেই । খাবার খাওয়া যাবে না আর পানি পান করা যাবে না । কিন্তু ধুয়া তো পাকস্থলীতে প্রবেশ করে না এটা ফুসফুসে অব্ধি যায় । তাহলে রোযা রেখে সিগারেট খাওয়া যেতেই পারে । এখন জপদি বলেন সিগারেট খেলে রোযা ভেঙে যাবে , তাহলে রান্যা ঘরে কাজ করা কারই রোযা হয় না কারন রান্যা করলেও ধুয়া খাওয়া হয়ে যায় । তফাত খালি একটা চুলার অন্যটা তামার । তাহলে বিশিষ্ট উলালা এক্রাম আল্লামা তুরানের ফতোয়া অনুসারে রোযায় সিগারেট খেলে রোযা ভাঙবে না । ইসলামের যুক্তিযুক্ত ব্যপার স্যপার
Posted on: Fri, 12 Jul 2013 17:47:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015