"ক্রুধ আমায় করেছে - TopicsExpress



          

"ক্রুধ আমায় করেছে ক্রান্ত আবেগ দিয়ে হয়েছে শান্ত" হ্যয় আবেগ এমন এক সংবেদনশীল যা মানুষের চারিত্রিক বৈশিষ্টের মধ্যে পড়ে ৷ সহজভাবে বলতে গেলে একটি মানুষের চরিত্রে অনেক ভালো মন্দ বৈশিষ্টের সংমিশ্রন থাকাটা স্বাভাবিক কিন্তু তার মধ্যে ওই একমাত্র আবেগ ই সবার ক্ষেত্রে সম্মাবস্থান বিরাজ থাকে বলে আমার কাছে মনে হয় ৷কেননা যদি experiment হিসেবে কয়েক different মেজাজের মানুষ কে একসাতে করে একটি আবেগী পরিবেশ সৃষ্টি করা যায় তবে লক্ষ্য করা যাবে যে তাৎক্ষনিক অল্প সময় হলেও সবার মধ্যে এক সামঞ্জস্যতা বিরাজমান ৷আসলে ওই আবেগ ই মানুষ কে অনেক ভাবে নিয়ন্ত্রণ করে ৷যেমন অনেক আছে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে শুরু করে অনেক suicide পর্যন্ত হয় ওই একমাত্র আবেগী তাড়নায়..... "আমার আবেগ আমাকে দিয়েছে কত কি আশা পূর্ণতায় নতুবা ভাঙায় শত কঠিন লগ্নে পার করে দ্বার, বিজয়ী হয়ে,কিছুটা পরাজয় মেনে ৷ তারপরেও ওকে বিশ্বাস করে আগলে রেখে পারিনা তো দুরে ঠেলে দিতে ৷ আমি করুন হৃদয়ে বরণ করি হাসিমনে কি যে করি, আমি যে তারই কাছে বড় অসহায় ...৷
Posted on: Thu, 29 Aug 2013 02:48:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015