খুব সহজেই নিজের ভুল মেনে - TopicsExpress



          

খুব সহজেই নিজের ভুল মেনে নেওয়ার মানসিকতা খুব কম মানুষেরই থাকে। অধিকাংশ সময় আমরা নিজেদের কষ্টটাকে বড় করে দেখি, আমাদের কথায় যে অন্য কেউ কষ্ট পেতে পারে সেইকথা ভুলে যাই। আমরা কখনই আগে সরি বলিনা, ওপাশের মানুষটি কখন সরি বলবে এই আশায় থাকি। আমরা খেয়াল করি না যে সেও আমার মতোই মানুষ, সেও সরি না বলে অপেক্ষায় আছে। এই দ্বন্দ্বের কারণেই দূরত্ব সৃষ্টি হয়। যে মানুষ একসময় হৃদয়ের অনেক কাছে ছিল সে অনেক দূরে সরে যায়। এই ইটপাথরের জগত অনেক বেশি স্বার্থপর, আপনজন খুব কম মিলে এইখানে। নিজেদের ছোট ছোট কিছু ভুল, নিজেদের ইগোর কারণে সে মানুষগুলোকেও আমরা দূরে সরিয়ে দিই। একা হয়ে যাই আমরা। শুধু একটু প্রচেষ্টা, অন্যের দিকটা বুঝতে পারার মানসিকতাই কাছের মানুষগুলোকে হারিয়ে যেতে দিবে না কখনও।
Posted on: Sun, 21 Jul 2013 02:25:33 +0000

Trending Topics



-left:0px; min-height:30px;"> Cyber Monday Black Friday Sales 2014 ** FastTouch(TM) 7 INCH DUAL
After 2 years of selfless service, a man realized that he has not
Filosofía Cotidiana "Una masiva movilización de sindicatos se
رامز جلال 40 سنه ياسر جلال اخو رامز
VIP RELAX ART - BUSINESS OFFER ABOUT VIP RELAX MASTER NAME
Merrell Moab Polar Waterproof Hiking Boot Men Merrell Stone 8 M

Recently Viewed Topics




© 2015