চোখ বন্ধ করলেই শুনতে - TopicsExpress



          

চোখ বন্ধ করলেই শুনতে পায় ফিলিস্তিনি মায়ের আত্নচিৎকার। ভেসে উঠে সদ্য গুলির আঘাতে জর্জরিত পবিত্র শিশুগুলোর রক্তমাখা চেহারা। আজ কোথায় মানবতা??? কোথায় মুসলিম একতা??? কোথায় ইসলামি ভ্রাতৃত্ব???? কোথায় মানবধর্মের জয়োধ্বনি??? কোথায় শান্তি?? এত ফিলিস্তিনি মায়ের সন্তান হারানো বুক ফাটা চিৎকার। এত শত শিশুর পড়ে থাকা বুলেটের আঘাতে জর্জরিত দেহ??? এত মা বাবা কে হারানো ফিলিস্তিনি যুবকের দিশেহারা আর্তনাদ। এত ভাই বোন হারানো ফিলিস্তিনি জাতবোনের গোঙানির আওয়াজ। আজ জাতিসংঘ চুপ, একদম চুপ। আমেরিকারে যে সংগঠন বাপ মানে সে ত চুপ থাকবেই?? মালালার মত মেয়ের জন্য পুরো পশ্চিমাবিশ্ব উঠেপড়ে লেগেছে, তার মাথায় একটি গুলির কারনে পশ্চিমারা ব্র্যান্ড হিসেবে ব্যবহার করছে থাকে। অথছ যে শিশু এখনো পৃথিবীকে বুজতে শেখেনি, নিজের নামটায় জানে না, সে কি মুসলিম নাকি অন্যধর্মের সেটাও জানে না আজ সে ইসরাইয়লী সেনাদের টার্গেটের শিকার??? এই ইহুদীদের চিনতে পারছিল একজন। ৬০ লাখ মেরে কেন যে বাচায় রাখছিল অল্পকিছু??? হিটলার এতদিন পর এসে তোমায় সালাম। খুব দরকার এখন মুসলিম দেশগুলোর এক হবার। যেখানে দেশীয় প্রতিরক্ষা ব্যবস্তা অচল, চুপ থাকে আন্তর্জাতিক সংগঠন, চুপ থাকে পরাশক্তিগুলো সেখানে কার্যকর ভুমিকা রাখে ভ্রাতৃত্য। কে করবে তাদের এক?? আজ আমরা নিজেদের মধ্যেই বিভেদ সৃষ্টি করে ফেলছি। আর আমাদের বাংলাদেশের মত মেয়াও মেয়াও ৮৬% মুসলিমের ধর্ম নিরপেক্ষ, স্বাধীন সার্বভৌম, গনতান্তিক দেশের মানুষের আন্দোলনে যাওয়ার সুযোগ নেই। কারন আমাদের বাপ যে আমেরিকা, মা যে ভারত, বড় ভাই যে চীন আর শ্বশুর যে রাশিয়া। যদি ওনারা রাগ করেন?? তাও ৮৬%! মুসলিম প্রধান ধর্ম নিরপেক্ষ সরকারের মাথাব্যাথার বিষয়। আসুন নিজ নিজ অবস্তান থেকে ফিলিস্তিনি নির্যাতিতদের জন্য দোয়া করি। আমার মত পাপীর দোয়া কবুল হবে না হয়ত। আর যে ভাবে পারি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন দের ফেইজবুক পেইজগুলোতে ফিলিস্তিনিদের ছবি, কষ্টগুলো শেয়ার করি। coped
Posted on: Sat, 12 Jul 2014 04:01:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015