জল দাও যতই বোঝাই তাকে , - TopicsExpress



          

জল দাও যতই বোঝাই তাকে , ঘুমিয়ে পড়ার আগে যেতে হবে বহুদূর পথ --- জল দিতে হবে রাত-কানা কৃষকের চোখে । তার আইবুড়ো কালো মেয়েটিকে গঞ্জের মেলা থেকে কিনে দিতে হবে নাকছাবি ...... রুপোর কঙ্কণ । তবুও আহ্লাদি মেঘ, ফিরে আসে রাতের গুমটিতে --- রুপসী বেড়াল হয়ে, শুয়ে থাকে তক্তপোশে, আমার রোমশ বুকে মুখ রেখে হাই তোলে, চেটে দেয় শীর্ণ অনামিকা । তারপর অগণন ঠোঁট ফাঁক করে হাসে, মুক্ত-কেশী মেঘ : ‘জল দাও জল দাও থাকো দুধে-ভাতে’ । ১২ অগাষ্ট ২০১৩
Posted on: Mon, 12 Aug 2013 17:30:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015