ঠাডা আতঙ্কে আছি। ঠাডা - TopicsExpress



          

ঠাডা আতঙ্কে আছি। ঠাডা একটি আঞ্চলিক শব্দ, যার শহুরে নাম বজ্রপাত। গ্রামের মহিলারা ঝগড়ার সময় একে অপরকে অভিশাপ দিয়ে বলে থাকে, ‌‌‌তোর উপর যেন ঠাডা পড়ে। সাহিত্যেও এর ব্যবহার আছে। যেমন; বজ্রাহত, কিংবা বিনা মেঘে বজ্রপাত (bolt from blue)। তবে ঠাডা নিয়ে ঠাট্টার দিন শেষ। গত কয়েক বছরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গতকালও সারাদেশে ১৬ জন মারা গেছে বজ্রপাতে। প্রত্যন্ত অঞ্চল ছেড়ে এবার ঢাকায়ও হানা দিয়েছে বজ্রপাত। গতকাল গুলশানে মারা গেছে ৩ জন। ফ্রিজ, টিভি, কম্পিউটারতো নষ্ট হবেই, আর মারা গেলেও ডেডবডির গ্যারান্টি নেই। রাতের বেলায় কবর থেকে গুম হয়ে যাওয়ার সম্ভাবনা হাণ্ড্রেড পার্সেন্ট। পরকালের কথা জানি না। সুতরাং, সংসদে যারা গালাগালি করছেন তারা সাবধান। গুলশান থেকে সংসদ ভবন বেশি দূরে নয় কিন্তু। (আমার বাল্য শিক্ষকের থেকে চুরি করা বক্তব্য )
Posted on: Thu, 20 Jun 2013 16:58:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015