ডা. জাকির নায়েক একটি - TopicsExpress



          

ডা. জাকির নায়েক একটি প্রোগ্রামে বলেন- ‘আল্লাহ তায়ালাকে হিন্দুদের উপাস্যদের নামে ডাকা বৈধ, যেমন বিষ্ণু ‘রব’ এবং ব্রহ্ম ‘সৃষ্টিকর্তা’ তবে শর্ত হলো বিষ্ণুর ব্যাপারে এই বিশ্বাস রাখতে পারবে না যে তার চারহাত আছে যে পাখির ওপর আরোহণ করে আছে।’ [ইসলাম আউর আলমী উখুওয়াত-৩৩ ডা. জাকির নায়েক] অথচ অনারবি ভাষায় ঐ সকল শব্দাবলী দিয়েই কেবল ডাকা বৈধ যা আল্লাহ তা’য়ালার জন্যই বিশেষায়িত। এগুলো ছাড়া অন্যকোনো নামে ডা নয়। তাহলে বিষ্ণু ও ব্রহ্ম যা হিন্দুদের প্রতীক এগুলো দিয়ে ডাকা কিভাবে বৈধ হতে পারে? বিঃদ্রঃ কুরআন এবং হাদীসে কোথায় লিখা আছে যে আল্লাহ তায়ালাকে হিন্দুদের উপাস্যদের নামে ডাকা বৈধ? দলীল কি? মানুষকে বিভ্রান্ত করাই হল ডা. সাহেবের কাজ ৷ জাকির নায়েক এবং আটরশির জাকিরের মধ্যে আমি কোন পার্থক্য খুজে পাই না ৷
Posted on: Thu, 20 Jun 2013 08:04:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015