ঢাকা এয়ার পোর্ট এ বউ - TopicsExpress



          

ঢাকা এয়ার পোর্ট এ বউ বাচ্চা নিয়ে সকাল সাড়ে ১১ তাই নামলাম। সন্ধা পর্যন্ত হরতাল।এয়ারপোর্ট এ আটকা পরলাম আমরা। দেশ এর গণতন্ত্র এর নায়ক দের চোদ্দ গুষ্টি উদ্ধার করলাম।মেলবর্ন আর কুয়ালালামপুর এয়ারপোর্ট এর পর এই শাহজালাল এয়ারপোর্ট এর মা বাপ ছাড়া অবস্তা দেখে মেজাজ আরো খারাপ হলো। সন্ধা ৬ টার চিটাগাং এর regent র ফ্লাইট নিলাম। এতগুলু luggage নিয়ে হিমসিম অবস্তা। তাই বিমান এর হেল্প লাইন এ আমাদের luggage গুলু জমা রেখে একটু হালকা হলাম।অফিস এর একজন অতি সাধারণ শ্রেনীর স্টাফ ছেলে আমার luggage গুলু টেনে store এ ডুকিয়ে রাখল। একটু দেখে রাখতে বললাম , । আমার সাথে রাখলাম শুধু আমার ল্যাপটপ এর বাগটা। সেখানে আমার সারা জীবন এর অর্জিত সম্পদ। আমার সার্টিফিকেট, আমার স্ত্রী এর গয়না, সাথে আনা ডলার। চিটাগাং এর ফ্লাইট এর জন্য সোয়া ৫ টার দিকে তারাহুরু করে সব luggage store থেকে নিয়ে চলে আসলাম। সোজা এলাম regent এর কাউন্টার এ চেক ইন করতে । বউ ,বাচ্চা, আর এত luggage এর মদদে খেয়াল নেই আমর সেই মহামূল্য ল্যাপটপ বাগটি আমি হারিয়ে ফেলেছি। আমার মনেও নেই সেটা। একট পর দেখলাম ছুটে এলো সেই স্টাফ ছেলেটা। আমাকে ল্যাপটপ বাগটি বুজিয়ে দিল। সারা গায়ে ঘাম ছুটছে তার। বলল আমি ব্যাগ টা তার টেবিল এ ভুল এ ফেলে এসেছি। অনেক খুঁজে আমাকে regent এয়ার কাউন্টার এ পেল। বলল সব ঠিক আছে কিনা চেক করতে। আমি চেক করব কি, চরম বিস্ময় এর দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলাম। নিজেকে এত ছোট আর আশাবাদী কখনো মনে হইনি।
Posted on: Thu, 28 Nov 2013 17:07:58 +0000

Trending Topics



"http://www.topicsexpress.com/Georgous-matching-mysterfeerie-creation-and-Chris-Pastel-kit-topic-631572343633006">Georgous matching mysterfeerie creation and Chris Pastel kit

Recently Viewed Topics




© 2015