দীর্ঘ তিন ঘন্টা ব্যয় করে - TopicsExpress



          

দীর্ঘ তিন ঘন্টা ব্যয় করে এই বিতর্কের ভিডিওটা দেখলাম । স্যাম হ্যারিস আর ইয়াং তুর্ক নামক ইউটুব ভিত্তিক মিডিয়া আউটলেট এর চ্যাংক উইগুর এর মধ্যে আলাপ আলোচনা নিয়ে । আলাপের বিষয়বস্তু ছিলো মোটামুটি এইরকম , ১- সব ধর্মই ভায়োলেন্ট নাকি ইসলাম ধর্ম অনেক বেশী ভায়োলেন্ট ? ২- আরব বিশ্বের উপর প্রিএ্যাম্পটিভ নিউক্লিয়ার এ্যাটাক চালানো যায় কিনা ? ৩- জিহাদিষ্ট মুভমেন্ট , সুইসাইড বম্বিং এর সাথে জিওপলিটিক্যাল রাজনীতি অর্থনীতি জড়িত নাকি শুধু ধর্মই জড়িত ৪- আমেরিকার তেল আর প্রাকৃতিক সম্পদ লুন্ঠনের সাথে র‍্যাডিক্যাল ইসলামের উত্থান কতোটা জড়িত ? ৫- মানুষ উপর টর্চার করে তথ্য আদায় করা যায় কিনা ? ৬- ফিলোসফিক্যাল ডিবেটে অনেক কিছুর প্রেমিস নিয়ে আলাপ করা যায় , কিন্তু বাস্তবে সেটা সম্ভব কিনা ? ৭- ইসলামি ডকট্রিনই ভায়োলেন্সের জন্মদাতা কিনা ? ____ স্যাম হারিস নামক বিখ্যাত নাস্তিক এখানে সব গুলো ব্যাপারে ইসলামকে নেগেটিভ ভাবে মার্কিং করেছেন । তার মতো ইসলাম দুনিয়ার সব সমস্যার মুলে। ইসলামকে বিতারিত করলে দুনিয়া সুখে শান্তিতে ভরে যাবে । তিনি নিউক্লিয়ার এ্যাটাক আগে হেকে পরিচালনা করার ব্যাপারে মত দেন । আমেরিকাকে পৃথিবির সবচে উন্নত সভ্যতা - ভালো মানুষের দেশ বলে মনে করেন । আমেরিকার ফরেন পলেসাইট কোন সমস্যা আছে বলে মনে করেন না । _____ যদিও স্যাম হ্যারিস যথেষ্ট বুদ্ধিমান এবং লজিকে চলা লোক , তিনি যে ইসলাম বিদ্বেশী এটা বুঝতে খুব একটা দেরী হয় না । মানুষ বুদ্ধিবৃত্তিক অসততা করে কখন যখন একটা সত্য ব্যাপারকে নানা রকম কথা আর যুক্তির মারপ্যাচে ফেলে তার অপজিট একটা মতামত দিয়ে দেয়া। স্যাম হ্যারিস খুব সুচারু ভাবে এই জালিয়াতিটা করেছে । ইতিহাস আর ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারনা না থাকলে তার জালিয়াতিটা ধরা সহজ না । স্যাম হ্যারিস আমেরিকার স্টেট রিলিজিওনে বিশ্বাস করেন । রাষ্ট্রের অপরাধ তার চোখে পড়ে না । মোটামুটি স্যাম হ্যারিসের মতো লোকজনকে ধরতে ফেলতে পারলে বাংলাদেশের অর্ধশিক্ষিত প্রগতিশীলদের ধরত খুব বেশী একটা সমস্যা হয় না ।
Posted on: Sat, 25 Oct 2014 04:19:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015