নটর ডেম কলেজে প্রথম দিন। - TopicsExpress



          

নটর ডেম কলেজে প্রথম দিন। Group- 08 (English Medium) এর 3rd Period. Subject- English & Grammer Studies. রীতা রোজারিও ম্যাম ক্লাসে এসে সবার কাছে নিজের সংক্ষিপ্ত পরিচয়, Instruction দিলেন; আর সাথে Warning তো আছেই। তারপর এক এক করে ডাকলেন Lecture Stage এ এসে সবার কাছে নিজেদের পরিচয় তুলে ধরতে। কিছুক্ষণের মাঝে আমার ডাক পড়ল, Mr. 108! Come here & introduce yourself. কম্পমান হাত-পা নিয়ে বেশ ধীরে ধীরে Stage এ উঠলাম। হাতের তালু ঘেমে শেষ। খুব Nervious ছিলাম। এমনিতেই ম্যামসহ 140 জন অপরিচিতের উদ্দেশ্যে নিজের পরিচয় তুলে ধরা চাট্টিখানি কথা নয়। তার উপর ক্লাসের 24 জন Notredamian হল Foreigner যাদের মধ্যে 1 জন Thailandi Citizen, 6 জন American & Western Citizen এবং বাকিরা SAARC ভুক্ত দেশ থেকে। এরা বাংলাদেশে এসেছে কেবল Notre Dame College, Dhaka পড়াশুনা করতে। আমি স্কুল জীবনে পড়াশুনার (ভাষা) মাধ্যম বাংলা হলেও কলেজ জীবনে মাধ্যম ইংরেজি। আর যেখানে মফস্বলের স্কুলগুলোতে ইংরেজির উপর তেমন গুরুত্বই দেয়া হয় না, সেখানে Practical English, Spoken & Communicative English এ ভিত্তি নড়বড়ে হবার ই কথা। এর সাথে Local Pronounciation-Ascent তো আছেই। আমি Microphone হাতে বলতে শুরু করলাম, আই অ্যাএম গালিব।... এমএম... আই হেইভ কাম ফরম মুন্সীগঞ্জ।... এমএম... আই রিড ইন কেলাস ইলিবেন।... এমএম... মাই কলেজ নেম ইজ নটর ডেম কলেজ ঢাকা।...এমএম... আই ওয়ান্ট টু বি এ সাইনটিস্ট। আমার Pronounciation আর Ascent শুনে প্রায় সবাই হাসতে হাসতে লুটোপুটি খেলো। রীতা ম্যামও হাসি চেপে রাখতে পারেন নি। তারপর থেকে ক্লাসের সবাই ক্ষেপাতো... আই অ্যাএম গালিব।... এমএম... আই হেইভ কাম ফরম মুন্সীগঞ্জ।... এমএম... কিংবা যেকোন কিছু বলার মাঝে এমএম... এমএম... বলে। আর প্রথমদিকে শত চেষ্টা করেও কোন Lecture বুঝতাম ই না। কারণ মাধ্যম ছিল English. সেই প্রথম দিনগুলোতে আমার অনুভূতি হত- আমি একটা মূর্খ যার সামনে একটা Radioতে BBC World News বেজে যাচ্ছে। সমস্যা সমাধানের জন্য তৎকালীন সময়ে Student Councilor, ফাদার আদমের কাছে গেলাম। কারণ নির্দেশিকা বইয়ে পড়েছিলাম এই ফাদার ভীষণ ভীষণ Friendly. বইয়ে আরো বলা হয়েছিল যে শুধু নটরডেমিয়ান পড়ালেখাই না প্রেমের সম্পর্কেও আন্তরিক সহায়তা করার রেকর্ড আছে!! খুব নরম স্বভাবের মানুষ। বেশ আশ্বস্ত হয়ে গিয়েছিলাম। আমার ভুল ভাঙ্গতে আর প্রকৃত সত্য বুঝতে বেশী সময় লাগল না। নিশ্চিত হলাম- তার সমন্ধে লেখা প্রতিটি শব্দ মিথ্যা ছিল। - May I come in, Father? - Come in. - বসবো? - কেন বসবে? (ধমকের সুরে) - ফাদার... - কি হইছে তাড়াতাড়ি বলো। (বেশ বিরক্তি দেখিয়ে) - আপনি ব্যস্ত থাকলে অন্যদিন বলব। - কয়দিন জ্বালাবে তার তো ঠিক নাই। সব আজকেই বলে ফেলো। - আমার English এ দুর্বলতা আছে... - তো আমি কি করব? তোমার পড়া কি আমি পড়ে দেবো? - না, মানে... - কি সমস্যা তাড়াতাড়ি বলে ফেলো। - আমি Group- 08 এ ভর্তি হইছি কিন্তু Spoken English এ দুর্বল... Lecture একটাও বুঝি না... - Spoken না পারলে English Medium এ ভর্তি হইছ কেন? (জেরার মত) তারপর আর কথা বাড়াতেই ইচ্ছা হল না, সোজা চলে আসলাম। একদিন ঘটনাচক্রে ফাদার টীমের সাথে পরিচয়। জাতীয়তায় American হলেও প্রায় 60 বছর এই বাংলাদেশে। নটর ডেমের সাবেক অধ্যক্ষ, ফাদার টীম Applied Physics এর Internationally Recognized Scientist! উনার প্রায় 30 টা আবিষ্কার Royal Accademy (London) থেকে সরাসরি পেটেন্ট পেয়েছে। উনার আরেকটা বিশেষ পরিচয় হল- ওনি একজন মুক্তিযোদ্ধা। অবশ্য সরাসরি যুদ্ধ করেন নি। ঢাকার বুকে জীবনের Risk নিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সুস্থ করে তুলেছেন, খাবার আর অস্রের ব্যবস্থা করেছেন। ফাদার টীমকে সব খুলে বললাম। 90 বছর বয়স্ক ফাদার টীম আমাকে Students Dormitoryতে বসিয়ে বেশ ধৈর্য্যের সাথে মাত্র এক সপ্তাহে Spoken English এ Expert বানিয়ে ছেড়ে দিলেন। একমাসের ব্যবধানে সেই একই Stage এ উঠে, সেই 140 জনের সামনে Microphone হাতে বেশ সাবলীল ভঙ্গিতে, God noon, Group- 08. Ths s yur benchmate-classmate, Galib from Munshiganj... I dream to be a scientist... ... Whs abt my ascent?... ... গালিব #1108116 25/12/2014 নয়াগাঁও পশ্চিম পাড়া। [*108 আমার প্রাথমিক রোল, স্থায়ী রোল *116]
Posted on: Thu, 22 Jan 2015 10:14:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015